করোনা ভাইরাস এড়াতে রান্না করার সময় এই জিনিসগুলি মনে রাখবেন!

করোনাভাইরাস এমন একটি ভাইরাস যা সর্দি থেকে শ্বাসকষ্ট পর্যন্ত সংক্রমণ ঘটায়। এটির নাম এখন C0vid -19। চিনে শুরু হওয়া এই রোগের প্রাদুর্ভাব ভারতেও দেখা দিতে শুরু করেছে। কোনও সন্দেহ নেই যে এই রোগটি বিপজ্জনক, তবে তথ্যের অভাব একে আরও ভয়াবহ করে তুলেছে। অনেকে কিছু না ভেবে এ সম্পর্কে ভুল ধারণা ছড়িয়ে দিচ্ছেন। তবে আপনার আতঙ্কিত … পড়তে থাকুন করোনা ভাইরাস এড়াতে রান্না করার সময় এই জিনিসগুলি মনে রাখবেন!