ফাটা ঠোঁট থেকে বাঁচার ৫টি সহজ উপায়

”ফাটে হোঠ?মুসকুরানে কে লিয়ে মদত চাহিয়ে?”শীত কাল আসলেই আমার এই বিজ্ঞাপনটির কথা মনে পড়ে যায়।কারণ শীতের শুরু থেকেই আমাদের ঠোঁট ফাটতে শুরু করে আর সত্যিই কিন্তু এই অবস্থায় হাসতে কষ্ট হয় বৈকি।এমন কি ফাটা ঠোঁট নিয়ে প্রিয় মানুষটিকে আদর করাও মুশকিল হয়ে যায়।তাই তো বলছি,এবারে শীত আসার আগে থেকেই সাবধান হয়ে যান আর ঠোঁটের যত্ন … পড়তে থাকুন ফাটা ঠোঁট থেকে বাঁচার ৫টি সহজ উপায়