ফাটা ঠোঁটকে মসৃণ করার আটটি ঘরোয়া উপায়

ফাটা ঠোঁটকে মসৃণ করার জন্য কিছু সাধারণ জিনিস আমরা সবাই জানি। ঠিক যেমন রোদে বেরোনোর সময় ঠোঁটের স্বাভাবিক আর্দ্রতা সবসময় বজায় রাখার জন্য এস.পি.এফ. যুক্ত লিপ-বাম লাগিয়ে নিই, তেমনই ঠোঁট ফাটা আটকাতে ব্যবহার করে থাকি ভেসলিন জাতীয় কিছু পেট্রোলিয়াম জেলি বা গ্লিসারিন যা ঠোঁটের আর্দ্রতা ও পুষ্টির যোগান দেয়। এসব ছাড়াও কিছু সহজ, ঘরোয়া পদ্ধতি … পড়তে থাকুন ফাটা ঠোঁটকে মসৃণ করার আটটি ঘরোয়া উপায়