হাতে মাত্র কয়েকটা দিন, আর তারপরেই শুরু হবে আলোর উৎসব দীপাবলি। কেমন হয় যদি রঙিন আলোর মতো উজ্জ্বল হয়ে ওঠে আপনার ত্বক। খুব সহজ কিছু পদ্ধতি অবলম্বন করে, ঘরোয়া এই ফেসিয়ালগুলি করলেই এই দীপাবলির আগে বাড়িতে বসেই পেয়ে যেতে পারেন উজ্জ্বল ও দীপ্তিময়ী ত্বক।
খাঁটি মধুতে রয়েছে প্রাকৃতিক ময়েশ্চারাইজিং ফর্মুলা। পাশাপাশি দারচিনি কিন্তু অ্যান্টি অক্সিডেন্টের ভরপুর একটি উৎস। আর এই দুটি উপাদান যদি ত্বকে ব্যবহার করেন তাহলে একবার ভেবে দেখুন ত্বকের কতখানি পুষ্টি সম্ভব।
দই অর্থাৎ ইওগার্ট কিন্তু ত্বকের ওপেন পোরসগুলি সংকুচিত করতে সাহায্য করে। পাশাপাশি লেবুতে রয়েছে ভিটামিন সি, যা ত্বককে উজ্জ্বল করে তুলতে সাহায্য করে। লেবু এবং দই দুটিই ত্বকে প্রাকৃতিকভাবে ব্লিচিং-এর কাজ করে থাকে। আর এই দুটি উপাদানের মিশেলে আপনার ত্বকের জেল্লা বেড়ে যেতে পারে দু-গুণ বেশি।
দুর্গাপুজোয় সারা রাত ঠাকুর দেখে নিশ্চই চোখের তলায় ডার্ক সার্কেল পড়ে গিয়েছে, আর সেটা হওয়াটাও খুবই স্বাভাবিক। তবে সামনেই আসছে আলোর উৎসব, তাই চোখের তলায় কালি বিষয়টি কিন্তু একেবারেই বেমানান। সমস্যা দূর করতে আলুর রস টোনার হিসাবে ব্যবহার করতে পারেন। টোনিং কিন্তু ফেসিয়াল করার একটা অন্যতম ধাপ।
দই ত্বককে উজ্জ্বল ও দীপ্তিময় করে তুলতে কীভাবে সাহায্য করে সেকথা তো আগেই জেনেছেন। কিন্তু দইয়ের সঙ্গে যদি ওটমিল মেশান তাহলে তা যেমন একদিকে আপনার সান ট্যান এবং পিগমেন্টেশন দূর করতে সাহায্য করবে তেমনই আপনার ত্বকে এনে দেবে লাবণ্য।
টমেটোতে থাকে লাইকোপেন যা ত্বকের জন্য বিশেষ উপকারী। টমেটো ত্বকের বলিরেখা দূর করে ত্বককে টানটান মসৃণ করতে সাহায্য করে পাশাপাশি দুধের সর ত্বকের ট্যান দূর করতে এবং ত্বকের আর্দ্রভাব বজায় রাখতে বিশেষভাবে সাহায্য করে। আর এই দুইয়ের মিশ্রণে আপনার ত্বক হয়ে উঠতে পারে আরও আরও বেশি আকর্ষণীয়।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…