আইলাইনার বড় চোখে কিভাবে লাগাবেন জানুন।

বড় বড় চোখ অনেকের স্বপ্ন।অনেকেই ভাবে ইস!আমার চোখটাও বেশ এরম বড় বড় হত।তাই অনেকে ছোট চোখকে বড় দেখাবার  জন্য,নানারকম ভাবে চোখকে সাজায়।কিন্তু যাদের চোখ বড়,তারা কি চোখকে সঠিক ভাবে সাজাও?মানে আইলাইনারটা,কাজলটা ঠিক করে পরো?বড় চোখেও কিন্তু সুন্দর করে লাইনার পরতে না পারলে,বড় চোখের আসল সৌন্দর্যটাই প্রকাশ পাবে না।তাই দেখে নাও কিভাবে পরবে তোমার বড় চোখে … পড়তে থাকুন আইলাইনার বড় চোখে কিভাবে লাগাবেন জানুন।