Most-Popular

এসেন্স দ্যা ভেলভেট আইশ্যাডো ০৪ প্রোডাক্ট রিভিউ

আইশ্যাডো যেটা চোখকে আরও মোহময়ী করে তোলে।বিভিন্ন রঙের আইশ্যাডো আমরা লাগাই।কিন্তু আজ আমি বলব ভেলভেট আইশ্যাডোর কথা।একদম অন্যরকম একটা শেড।যারা সাজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে বেশ ভালোবাসেন তাদের জন্য এটা বেশ ভালো অপশন।তাই আজ দিচ্ছি ভেলভেট আইশ্যাডোর প্রোডাক্ট রিভিউ।দেখে নিন।

প্রোডাক্ট বিবরন

বেশ অন্যরকম একটা আইশ্যাডো।শিমার আইশ্যাডো যেটায় আছে একদম ফাইন পার্ল পাউডার।সঙ্গে গ্লিটারের ছোঁয়া।নানারকম শেডস।সঙ্গে স্মুথ টেক্সচার।ভেলভেট হলেও চোখ শুকিয়ে যাবার ভয় নেই।চোখের ময়েশ্চারকে ধরে রাখবে।সেই সঙ্গে অতিরিক্ত তেলকেও ধরে রাখবে।নানারকম কালারে পেয়ে যাবেন।

দামঃ ২০০ টাকা।

প্যাকেজিং

একটা ছোট্ট গোল প্লাস্টিকের ডিবে যেটা ট্রান্সপারেন্ট।যেটার ওপরে রয়েছে নাম।আর জায়গাটির পিছনে সমস্ত প্রোডাক্টের বিবরন।আর সুন্দর ভাবে আটকানোর জায়গাও রয়েছে।অর্থাৎ হাত থেকে পড়ে গেলেও আইশ্যাডো নষ্ট হবার কোন ভয় নেই।প্লাস্টিকও ভাঙবে না।বেশ মজবুত।সঙ্গে রয়েছে একটা নরম স্পঞ্জ যেটা দিয়ে আইশ্যাডো লাগাবেন।যেহেতু ট্রান্সপারেন্ট তাই ওপর থেকেই দেখে শেডস বোঝা যাবে।খোলার দরকার হবে না।এটা ডিবেতে যেমন দেখাবে,হাতে লাগালেও ঠিক সেই রকম লাগবে।ওপর থেকেই দেখে নেওয়া যায়।

শেডস

কিনুন 

অসাধারণ নানারকম শেডস পেয়ে যাবেন।একটু গ্লিটারি লুক সেই সঙ্গে পারফেক্ট ম্যাট ফিনিশ।বেশ ন্যাচারাল লুক।খুব বেশি ড্রামাটিক এফেক্ট নয়।যদি হালকা করে লাগাতে চান তাহলে একবার লাগালেই হবে।কিন্তু একটু ডার্ক শেড চাইলে,দু তিন বার লাগাতে হবে।কারণ এগুলো একটু হাল্কার ওপরই হয়।চারটি শেডে পাবেন।ধূসর বা ছাই রঙ,পীচ,একটু চকোলেট কালারের ওপর একটা শেড ,আর আরেকটা একটু সাদার ওপর।

টেক্সচার

এর টেক্সচারও খুব সুন্দর।স্মুথ ভেলভেটি টেক্সচার।ভেলভেট,কিন্তু চোখ শুকিয়ে যাবে না।বরং চোখের ময়েশ্চার বজায় থাকবে।আবার যেহেতু ভেলভেট তাই চোখের অতিরিক্ত তেলকেও কন্ট্রোল করবে।সবদিকে সুন্দর ভাবে ছড়িয়ে যায়।কিন্তু ওয়াটার রেসিস্টেন্স নয়।তাই জল লাগলে সহজেই উঠে যাবে।৩ ঘণ্টা পর্যন্ত ঠিক থাকতে পারে।

তাহলে আজ এই প্রোডাক্ট সম্বন্ধে জেনে গেলেন।আমার তো ব্যবহার করে বেশ লেগেছে।আশা করি আপনাদেরও দারুণ লাগবে।

 

 

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago