দুর্গা মূর্তি তৈরির মাটিতে থাকে পতিতা পল্লীর স্পর্শ

জানেন দুর্গা পুজোয় দেবীর মূর্তি তৈরির কাজে যে মাটি ব্যবহৃত হয়, তাতে রাজদরবারের মাটি, চৌমাথার মাটি, গজদন্ত মৃত্তিকা, নদীর দুই তীরের মাটি, গঙ্গামাটি যেমন ব্যবহার করা হয়, তেমনই ব্যবহার করা হয় বেশ্যালয় বা পতিতালয়েরও মাটি। পতিতাদের তো আমরা সমাজের মূল স্রোত থেকে দূরে সরিয়ে রাখতেই অভ্যস্ত। এমনকি শহরের চৌহদ্দি থেকেও তাদের দূরে সরিয়ে রাখার সবরকম … পড়তে থাকুন দুর্গা মূর্তি তৈরির মাটিতে থাকে পতিতা পল্লীর স্পর্শ