তৈলাক্ত ত্বকের চাইতে শুষ্ক ত্বক হ্যান্ডেল করাটা বেশ কঠিন। এমনিতেই এই ত্বক আর্দ্রতাহীনতায় ভোগে। তার উপর রোদ ও দূষণ ত্বকের ন্যাচারাল ব্যারিয়ার ভেঙে ফেলে এবং ময়েশ্চার গায়েব করে ফেলে। প্রতিদিন সঠিক পরিচর্যা ও বিউটি প্রোডাক্ট পারে শুষ্ক ত্বকের সব সমস্যার সমাধান করতে। আজকের আয়োজনে থাকছে শুষ্ক ত্বকের সারাদিনের যত্ন স্টেপ বাই স্টেপ।
সবার আগে মাইসেলার ওয়াটার। এই স্পেশালাইজড ওয়াটার ত্বক থেকে বাড়তি সেবাম, ময়লা, ক্ষতিকারক কণা, মেকআপ তুলে দেয়।• এরপরে আন্ডার আই ক্রিম ব্যবহার করুন। চোখের অংশ মুখের অন্য অংশের চাইতে পাতলা হয় এবং বলিরেখা, ডালনেস সবার আগে চোখেই ধরা পড়ে। তাই চোখের জন্য প্রথমে ভালো ক্রিম লাগিয়ে নিন।
আন্ডার আই ক্রিমের পরে ব্যবহার করতে হবে আন্ডার আই সেরাম।• এরপরে চাই ট্রিটমেন্ট সেরাম। ট্রিটমেন্ট সেরামের কাজ হচ্ছে মূলত সেবাম ক্ষরণ নিয়ন্ত্রণে আনা, স্কিন অ্যালার্জি প্রতিরোধ করা, কোলাজেন উৎপাদন বাড়ানো, ময়েশ্চারাইজিং, এবং ত্বককে বুড়িয়ে যাওয়া থেকে আটকানো। এগুলো বিশেষ করে রাতে ব্যবহারের উপযোগী।
রেটিনল নাইট সেরাম, আলফা হাইড্রোক্সি অ্যাসিড সেরাম, ময়েশ্চারাইজিং সেরাম ইত্যাদি ড্রাই স্কিনের জন্য ভালো।• সবশেষে ময়েশ্চারাইজার লাগানোর পালা। অতিরিক্ত শুষ্ক ত্বক হলে রাতে ঘুমানোর আগে বেশি করে ময়েশ্চারাইজার লাগিয়ে নিবেন। এটি ত্বকে অ্যাবজর্ব হতে সময় নিলেও সারাদিনের ধকল থেকে ত্বককে হিলিং ইফেক্ট এনে দিবে।
প্রতিদিনের রুটিনড কেয়ারের পাশাপাশি ঘরোয়াভাবে তৈরি ফেস প্যাক, স্ক্রাব বা টোটকা দূর করবে শুষ্ক ত্বকের সব সমস্যা।
দুধটা প্রথমে গরম করে তারপরে ওটমিল মেশান। ঠান্ডা হলে মধু মিশিয়ে নিন। পুরো মিশ্রণ মুখে লাগিয়ে ১০ মিনিট রেখে দিন। ১০ মিনিট পরে আঙুলের ডগা দিয়ে সার্কুলার মোশনে মাসাজ এবং স্ক্রাবিং করুন। ৫-৭ মিনিট স্ক্রাবিং করার পরে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুই বা তিনবার এই স্ক্রাব ব্যবহারে শুষ্ক ত্বকের লালচে ভাব, চুলকানি, ফাটা ইত্যাদি সমস্যা দূর হবে।
মেথিব বীজ প্রথমে গুঁড়া করে তারপর তাতে তেল আর পানি মেশান। মিশ্রণটা মসৃণ হতে হবে, এবং বেশি ঘন না আবার বেশি পাতলাও না৷ এবারে মিশ্রণটা পুরো মুখে লাগিয়ে ১৫ মিনিট রেখে দিন এবং ধুয়ে ফেলুন। সপ্তাহে দুইবার ব্যবহারে ড্রাই স্কিন থাকবে আর্দ্র, মসৃণ, উজ্জ্বল, এবং দীপ্তিময়।
দুটি তেলই সূর্যরশ্মি থেকে হওয়া বার্ন, টিস্যু ড্যামেজ, এবং ক্ষত থেকে ড্রাই স্কিনকে বাঁচায়। সব উপকরণ একসাথে মিশিয়ে হালকা করে মাসাজ করুন মুখে, গলায়, ঘাড়ে। ৫ মিনিট ধরে মাসাজ করার পর বাড়তি তেলটুকু মুছে ফেলুন কাপড় বা তোয়ালে দিয়ে। প্রতিদিন রাতে ঘুমের আগে তেল মাসাজ করবেন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…