আপনি কি জানেনে রোজ রোজ চুলে শ্যাম্পু করা কিন্তু আপনার প্রিয় চুলের জন্য মোটেই সঠিক নয়| তাহলে উপায়? ড্রাই শ্যাম্পু ব্যবহার করেছেন কখনো? ভাবছেন এ আবার কি? অবাক হওয়ার কিছুই নেই প্রতিদিন আপনি চুল ধোয়ার জন্য যে শ্যাম্পু গুলি ব্যবহার করেন তাতে কম বেশি কেমিক্যাল থাকে| যা আপনার মাথার তেল ও নোংরা পরিষ্কার করলেও চুলের কিন্তু ক্ষতি করে| কাজের চাপে প্রতিদিন ভালো করে চুল ধোয়ার সময় ও অনেক ক্ষেত্রে পাওয়া যায়না, আবার ধরুন হঠাত্ করে আপনাকে কোথাও বেরোতে হচ্ছে কিন্তু তেলচিটে চুলে শ্যাম্পু করার সময় নেই । সেক্ষত্রে আপনি ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন| এতে ক্ষতি হওয়ার মত কোনো বস্তু থাকেনা, সময় ও কম লাগে এবং ড্রাই শ্যাম্পু আপনি বাড়িতেই তৈরী করে ফেলতে পারেন|
আগে জেনে নেওয়া যাক ড্রাই শ্যাম্পু ব্যবহারের সুবিধা গুলি কি কি?
১. ড্রাই শ্যাম্পু আপনার মাথার অতিরিক্ত তেল ও ধুলোবালি শুষে নেয়|
২. আপনার কোথাও বাইরে যাবার দরকার পড়লে শ্যাম্পু করে চুল শুকোনোর ঝঞ্ঝাট করতে করতে আপনার অনেক দেরী হয়ে যায়| এক্ষেত্রে ড্রাই শ্যাম্পু ব্যবহার করে আপনি নিমেষের মধ্যে সুন্দর চুল পেয়ে যেতে পারেন| কারণ এটি আপনার চুলের ভলিউম বাড়িয়ে তোলে|
৩. দু চার দিন শ্যাম্পু না করে ড্রাই শ্যাম্পু ব্যবহার করলে আপনার চুল একই রকম সুন্দর ও ম্যানেজেবল থাকে|
৪. এই শ্যাম্পু আপনি সহজেই বাড়িতেই বনিয়ে ফেলতে পারেন| এতে আপনার সময় ও টাকা দুটিই বাঁচে|
এবার দেখে নেওয়া যাক এই শ্যাম্পু আপনি বাড়িতে সহজে কিভাবে বানাবেন?
উপকরণ
এর জন্য শুধু প্রয়োজন বেবি পাউডার ও বেকিং সোডা| বেবি পাউডার যেকোনো হতে পারে যেমন জনসন পাউডার বা হিমালয়া বেবি পাউডার|
পদ্ধতি
প্রথমে আপনার চুলে বেবি পাউডার ও বেকিং সোডা মিশিয়ে ছড়িয়ে নিন| এবার চুলের গোড়ায় ও স্কাল্পে হালকা করে ঘষে নিন| ৪ থেকে ৫ মিনিট পর ভালো করে ব্রাশ করে নিন মানে চিরুনি দিয়ে চুল আঁচরে নিন| মুহুর্তের মধ্যেই আপনার চুল ঘন ও ম্যানেজেবল হয়ে উঠবে|
উপকরণ
কন্সটার্চ
পদ্ধতি
অল্প কন্সটার্চ আপনার চুলের গোড়ায় ভালো করে ছড়িয়ে নিন| কিছুক্ষণ রেখে ভালো করে চিরুনি দিয়ে বা হেয়ার ব্রাশ দিয়ে আপনার চুল আঁচরে নিন| এতে আপনার চুলের তেল ও ধুলো কনস্ট্রার্চ শুষে নেবে| এবং আপনার চুল সুন্দর দেখাবে|
উপকরণ
১ কাপ ওটমিল মিক্সিতে বেটে পাউডার করে নেওয়া| ১ কাপ বেকিং সোডা|
পদ্ধতি
১ কাপ পাউডার ওটমিল ও ১ কাপ বেকিং সোডা ভালো করে মিশিয়ে একটি এয়ার টাইট কন্টেনারে রেখে দিন| এবার প্রয়োজন মত যেদিন আপনি শ্যাম্পু করার সময় পাচ্ছেন না সেদিন ভালো করে চুলের গোড়ায় এই মিশ্রণটি ছড়িয়ে ২-৩ মিনিট পর ভালো করে চিরুনি বা ব্রাশ দিয়ে চুল আঁচরে নিন| এটি ম্যাজিকের মত আপনার চুলের তেলতেলে ভাব বা ধুলোবালি পরিষ্কার করে|
উপকরণ
১ বড় চামচ লবন, ১ কাপ কর্নমিল|
পদ্ধতি
আপনার কাছে কোনো খালি পাউডারের কৌটো বা সল্টসেকার থাকলে তাতে ১ বড় চামচ লবন ও ১ কাপ কর্নমিল ভালো করে মিশিয়ে ওতে ভরে রেখে দিন| আপনার প্রয়োজন মত দিন বা রাত যে কোনো সময়ে এই মিশ্রন টি আপনার চুলের গোড়ায় ছড়িয়ে কিছুক্ষণ পর চুল ভালো করে আঁচরে নিন|
উপকরণ
১/২ কাপ কন্সটার্চ, ২ বড় চামচ কোকো পাউডার(কালো চুলের জন্য), ২ বড় চামচ দারচিনি পাউডার(লাল বা বাদামী চুলের জন্য)|
পদ্ধতি
আপনার চুলের রঙ অনুযায়ী আপনি কন্সটার্চ ও তার সঙ্গে কোকো পাউডার বা দারচিনি পাউডার মিশিয়ে আপনার ড্রাই শ্যাম্পু তৈরী করে নিন| এছাড়া আপনি তিনটি উপাদান মিশিয়েও ড্রাই শ্যাম্পু ব্যবহার করতে পারেন| এটিও একই ভাবে চুলের গোড়ায় দিয়ে কিছুক্ষণ পর চুল আঁচরে নিতে হবে|
দেখছেন তো এখন আপনার চুল ম্যানেজ করা কত সহজ| কাজের চাপে অনেক সময় ই আমরা রোজ রোজ শ্যাম্পু করার সময় পাইনা আবার ছোট করে কোথাও বেরোতে হলেও শ্যাম্পু করার সময় থাকেনা|সেক্ষত্রে নিশ্চই তেলচিটে চুল নিয়ে বাইরে বেরোনোটা আপনি পছন্দ করবেন না| ড্রাই শ্যাম্পু এই সব সমস্যার সমাধান করতে সক্ষম| তবে রোজ রোজ চুলে ড্রাই শ্যাম্পু না করাই ভালো| সপ্তাহে ৩ দিন শ্যাম্পু করা ভালো| আর ড্রাই শ্যাম্পু আপনার কাজের দিন গুলিতে বা চট জলদি কথাও বেরোনোর আগে ব্যবহার করুন|
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
Ch up silki krbo kmne
চুল সিল্কি করার উপায় জানতে এই লিঙ্কটি চেক করুন