দইয়ের তিনটি হেয়ার প্যাক সিল্কি চুলের জন্য

শেষ পাতে একটু দই হলে যেন খাবারটা জমে যায়।জানি সে কথা।কিন্তু আমি এখানে বলছি টক দই এর কথা।হ্যাঁ সেটা রোজ অনেকেই ডায়েট চার্টে রাখেন বইকি।কিন্তু খাওয়ার সাথে সাথে একে কাজে লাগান চুলকে সিল্কি বানাতে।সিল্কি হেয়ার স্বপ্নের মত।অনেক কষ্ট করলে তারপর মেলে। অনেকের তো শ্যাম্পুর পরদিনই চুল অয়েলি দেখতে লাগে।অর্থাৎ একদমই সিল্কি নয়। কিন্তু এখন আর … পড়তে থাকুন দইয়ের তিনটি হেয়ার প্যাক সিল্কি চুলের জন্য