মুক্তর মত ঝকঝকে সাদা এক পাটি দাঁত কিন্তু দেখতে বেশ লাগে| তবে সবার সেই ভাগ্য কোথায়? পলিউটেড জলের কৃপায় আজকাল হাসলেই বেশিরভাগ সময়ে সাদার বদলে হলদে দাঁতের পাটি বেড়িয়ে আসে| তাই মন খুলে হাসিও আপনার বন্ধ হয়ে গিয়েছে| তবে ঝকঝকে সাদা দাঁত চাইলে আমি কিন্তু আপনাদের হেল্প করতেই পারি| তবে তার জন্য আপনাকে হ্যাপিডেন্ট চিবোতে হবে না|কয়েকটি ঘরোয়া উপায় ট্রাই করুন তাহলেই একসপ্তাহের মধ্যেই দাঁত সাদা হবে। তবে তার জন্য আপনাকে ‘দাশবাসের’ আজকের আর্টিকেল পড়তেই হবে|
দাঁত অনেক কারণেই হলদে হতে পারে| অতিরিক্ত মাত্রায় চা–কফি পান করলে, অতিরিক্ত মাত্রায় ধূমপান করলে অনেক সময় দাঁত হলুদ হয়ে যায়| ঠিক মত দাঁত না মাজলে বা ওরাল হেলথ দুর্বল হলে বা অতিরিক্ত মেডিকেশনে থাকলে দাঁত হলুদ হয়ে যেতে পারে| আবার জিন গত কারনেও দাঁত হলদে হতে পারে| তবে এখন থেকে আর চিন্তা নেই, কারণ আজকের লেখা পড়লেই সাদা মুক্তর মত দাঁত পেয়ে যাবেন মাত্র ৭ দিনেই|
লেবুতে প্রাকৃতিক ব্লিচিং উপাদান থাকে। তাই হলুদ হয়ে যাওয়া দাঁত সাদা করতে সবথেকে ভালো উপায় লেবু| এছাড়া লেবু আপনার দাঁত ও মাড়ির সুরক্ষার জন্যও কিন্তু বেশ ভালো|
৪-৫ ফোঁটা লেবুর রস, ১/২ চামচ লবন।
৪-৫ ফোঁটা লেবুর রস ১/২ চামচ লবনের সাথে মিশিয়ে ভালো করে দাঁত মাজুন| যেখানে হলুদ হয়ে গিয়েছে সেখানে ভালো করে ওপর থেকে নিচের দিকে ঘষে মাজুন| ৩-৪ মিনিট পর ভালো করে জল দিয়ে ধুয়ে ফেলুন| এই পদ্ধতিতে কিন্তু এক সপ্তাহের মধ্যেই দাঁত সাদা হয়ে যাবে|
আপনার সাদা দাঁত যদি হলদে হয়ে গিয়ে থাকে তবে তা আবার পুনরায় সাদা করে তুলুন বেকিং সোডার সাহায্যে| কারণ বেকিং সোডা কিন্তু খুব সহজেই হলদে ছোপ পরিষ্কার করে|
পরিমাণ মতো বেকিং সোডা।
১. আপনার রোজকার ব্যবহৃত টুথব্রাশে ১/৩ চা চামচ বেকিং সোডা মিশিয়ে তা দিয়ে সকালে এবং রাতে খাওয়ার পর দাঁত মেজে নিন| এতে খুব তাড়াতাড়ি দাঁতের হলদে ভাব কেটে যাবে|
পরিমাণ মতো বেকিং সোডা, সামান্য লেবুর রস, ভিনিগার।
২. লেবুর রস, বেকিং সোডা ও ভিনিগার মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে দাঁত ঘষে পরিষ্কার করুন| এতেও কিন্তু মাত্র ৭ দিনের মধ্যেই দাঁত সাদা হয়ে যাবে|
কমলা লেবুর খোসায় ভিটামিন সি ও ক্যালসিয়াম বর্তমান যা আপনার হলদে দাঁত সাদা করার জন্য অত্যন্ত কার্যকরী|
কমলালেবুর খোসা পরিমাণ মতো।
প্রতিদিন রাতে শুতে যাবার আগে কমলালেবুর খোসা দাঁতে ঘষুন| একসপ্তাহ নিয়মিত কমলালেবুর খোসা দাঁতে ঘষলে আপনার দাঁত ঝকঝকে সাদা হয়ে যাবেই।
নারকেল তেলে অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান থাকে। তাই আপনার ওরাল হেলথ যদি দুর্বল হয়, সেক্ষেত্রে আপনার হলুদ দাঁত সাদা করার জন্য সবথেকে ভালো উপায় হল নারকেল তেল|
১ চামচ নারকেল তেল।
১ চামচ নারকেল তেল নিয়ে ধীরে ধীরে ১৫-২০ মিনিট ধরে আঙ্গুল দিয়ে চেপে ওপর থেকে নিচের দিকে ঘষুন| এতে আপনার দাঁত সাদা ও ঝকঝকে হয়ে যাবে| একসপ্তাহ রাতে শোবার আগে এই পদ্ধতি অনুসরণ করুন|
লবন আপনার দাঁত সাদা করে খুব সহজেই। এছাড়া এটি আপনার ওরাল হেলথেরও খেয়াল রাখে| প্রতিদিন লবন দাঁত পরিষ্কার করার জন্য ব্যবহার করলে আপনার দাঁত তো সাদা হবেই তার সাথে সাথে মুখের ভেতরের ব্যাকটেরিয়া গুলিও নষ্ট হবে এবং দাঁত ও মাড়ির সমস্যা দূর হবে|
পদ্ধতি—
১. প্রতিদিন দিনে ও রাতে ব্রাশ করার সময় আপনার পেস্টের সাথে ১/৩ চামচ লবন মিশিয়ে নিন|
২. এছাড়া শুধু লবন দিয়েও আপনি ওপর থেকে নিচের দিকে দাঁত ঘষে মাজতে পারেন|
৩. বেকিং সোডা, লবন ও লেবুর রস মিশিয়েও মিশ্রণটি দিয়ে দাঁত মাজুন| এতেও কিন্তু মাত্র এক সপ্তাহেই আপনার দাঁত মুক্তর মত সাদা হবে|
মনে রাখবেন দাঁতের হলদে হয়ে যাওয়া কিন্তু কোনো রকম শারীরিক দুর্বলতারও চিহ্ন হতে পারে| তাই এই নিয়ে কিন্তু কোনরকম গাফিলতি করবেন না| শারীরিক কোনো দুর্বলতা না থাকলে কিন্তু এই উপায় গুলি ৭ দিনেই আপনার দাঁতের রং একেবারে সাদা মুক্তর মত করে তুলবে|তাই এই টিপস গুলি ফলো করে আপনার দাঁতের যত্ন নিন এবং প্রাণ খুলে হাসুন|
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…