“চোখ যে মনের কথা বলে”! হুম, সত্যিই তাই! চোখ দেখে না বলা অনেক কথা বুঝে যাওয়া যায় ঠিকই। কিন্তু নানা দুশ্চিন্তায় রাত কাটানো আর কাজের বাড়তি চাপ নিয়ে সেই চোখের নীচেই যদি ফেলে দেন একগাদা কালচে ছোপ- তাহলে সেই কালচে চোখ দেখে মানুষ আপনার মনের কথা বুঝবে কী করে শুনি!
চোখের নীচে কালচে দাগ থাকলে চেহারাটাই কেমন যেন বিষণ্ণ লাগে, তাই না? আপনি যতই পরিপাটি সাজগোজ করুন না কেন, চোখ দেখেই মনে হয় যেন রাজ্যের ক্লান্তি শ্রান্তি ভর করেছে আপনার ঐ সুন্দর মুখশ্রীতে! তাই এই কালচে দাগ নিয়ে আপনার সমস্ত দুশ্চিন্তা ঝেড়ে ফেলতে মন দিয়ে পড়ুন আমাদের আজকের এই লেখাটি। তাহলেই জানতে পারবেন, চোখের নীচে কালো দাগ দূর করবেন কিভাবে মাত্র ৫দিনে!
চোখের নীচের ডার্ক সার্কেল দূর করতে খোসা সহ আলুর পেস্ট খুবই কার্যকরী। এটা ব্যবহার করলে পাঁচ দিন আর অপেক্ষা করতে হবে না আপনাকে, তিন-চার দিনেই আপনি পেতে পারেন কালচে দাগছোপ মুক্ত চোখ!
উপকরণ
শসার রস ১ চামচ, লেবুর রস ১ চামচ।
পদ্ধতি
শসা ও লেবুর রস একসাথে মিশিয়ে তা আঙুলের সাহায্যে অল্প অল্প করে চোখের নীচে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। দাগ চলে যাবে ৫ দিনের মধ্যেই!
চোখের নীচের কালো দাগ দূর করতে পুদিনা পাতার রস ব্যবহার করতে পারেন। এটা আপনার চোখের নীচের ছাপই শুধু সারিয়ে তুলবে না, বরং আপনাকে অনেক ফ্রেশও দেখাবে।
প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে গোলাপজল আঙুলে করে নিয়ে চোখের চারপাশে ম্যাসাজ করুন ১০ মিনিট ধরে। এরপর চোখ না ধুয়েই নিশ্চিন্তমনে ঘুমিয়ে পড়ুন। ৪/৫ দিনের মধ্যেই দেখবেন চোখের নীচের কালচে ভাব উধাও! সেই সাথে চোখের কোমলতাও ফিরে আসবে, আপনার ক্লান্তিভাবটাও দূর হবে বৈ কী!
চোখের নীচের কালোভাব সারাতে বরফ টুকরাও কাজ করে দারুণভাবে। এক টুকরো বরফ নিয়ে ধীরে ধীরে ম্যাসাজ করুন চোখের চারপাশে। কালচে ভাব দূর হবে ঠিক ৫দিনের মধ্যেই।
এই যে, শুনুন! চা পান করার পর আপনার টি ব্যাগকে ফেলে না দিয়ে তা কাজে লাগান এবার! কী ভাবছেন? উল্টোপাল্টা বকছি? জী না! আপনার টি ব্যাগটি ব্যবহারের পর ফেলে না দিয়ে সেটি ফ্রিজে রেখে দিন। ঠান্ডা হয়ে গেলে রাতে এটাকেই চোখের ওপর রেখে দিয়ে চোখ বন্ধ করে চিৎ হয়ে শুয়ে থাকুন মিনিট দশেক। কয়েকদিনের মধ্যেই আপনার চোখের নীচের কালচে ছোপ পালাবে!
চোখের নীচে আমন্ড তেল ব্যবহার করলেও কালচে দাগ চলে যায় অল্প ক’দিনের মধ্যেই।
উপকরণ
কমলালেবুর রস ১ চামচ, গ্লিসারিন কয়েক ফোঁটা।
পদ্ধতি
কমলালেবুর রস চোখের নীচের কালো দাগ দূর করতে খুবই উপকারী। কমলালেবুর রস ও কয়েক ফোঁটা গ্লিসারিন একসাথে মিশিয়ে চোখের নীচে লাগান। এটা আপনার চোখের নীচের দাগই শুধু দূর করবে না, বরং চোখের পাতার রঙকেও করে তুলবে উজ্জ্বল ও সুন্দর।
তাহলে জেনে গেলেন তো, আপনার চোখের নীচে কালো দাগ পড়লে ঠিক কী কী করতে হবে আপনাকে? তবে শুধু এভাবে রূপচর্চা করলেই হবে না! সেই সাথে আপনাকে প্রতিদিন প্রচুর পরিমাণ পানি পান করতে হবে এবং পরিমিত পরিমাণে ঘুমাতে হবে অবশ্যই। নচেৎ, চোখের কালো দাগ সারাতে এত কষ্ট কিন্তু সব মাঠে মারা যাবে! তো করে ফেলুন এগুলো ঝটপট ট্রাই? মাত্র ৫দিনেই সারিয়ে ফেলুন আপনার সুন্দর মায়াবী আঁখি পল্লবের কালচে দাগ!
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…