‘‘সবার দরকার এমন একজনকে যে মনের কথা শুনবে…” অকপট স্বস্তিকা মুখোপাধ্যায়

করোনা কালে শরীর নিয়ে সচেতন হয়েছেন অনেকেই। নিত্য ফাস্টফুডের বদলে ঘরে ঘরে জেয়গা করে নিয়েছে হেলদি ডায়েট ও শরীরচর্চা। শরীর খারাপ হলেই আমরা বেশ সচেতন ছুটে যাই ডাক্তারের কাছে, কিন্তু মন খারাপ হলে? ‘রাবেয়া’ ওরফে স্বস্তিকা মুখোপাধ্যায় শরীরের অসুখ করলে আমরা যতটা সচেতন, মন খারাপ বা মনের অসুখ করলে আমরা কী ততটাই সচেতন? ভাবি কখনো? … পড়তে থাকুন ‘‘সবার দরকার এমন একজনকে যে মনের কথা শুনবে…” অকপট স্বস্তিকা মুখোপাধ্যায়