Personal Care

রেড়ির তেলের উপকারিতা | Castor Oil Benefits in Bengali

বিভিন্ন তেল আমরা আমাদের রোজকার জীবনে ব্যবহার করি। সাধারনত সরষের তেল,নারকেল তেল,বাদাম তেল,সয়াবিন তেল, কিন্তু কখনও রেড়ির তেল (Castor Oil) ব্যবহার করেছেন কি? কেউ হয়তো নামও শোনেননি আবার কেউ হয়তো শুনেছেন।রেড়ির তেলে রয়েছে এমন কিছু গুণ যা অনেকেরই জানা নেই। আসুন জেনে নেওয়া যাক।

রেড়ির তেল হল রেড়ির বীজ থেকে তৈরি তেল।এর গন্ধ তেমন ভাল না হলেও এর গুণ অনেক। ত্বক ও চুলের জন্য ব্যবহার করা হয়।বর্তমানে প্রায় সবারই একটু আধটু ত্বক ও চুলের সমস্যা রয়েছে।চুল ঝরা এখন সবারই একটি সাধারন সমস্যা হয়ে দাঁড়িয়েছে।প্রায় সবাই এর দ্বারা কম বেশি আক্রান্ত। বিভিন্ন কসমেটিক ব্যবহার করে, প্রচুর অর্থ খরচ করেও সমস্যার পূর্ণ সমাধান হয়না।কিন্তু জানেন কি হাতের কাছেই আছে ছোট্ট সমাধান যা ম্যাজিকের মত কাজ করবে! সেটি হল রেড়ির তেল।

[amazon box=”B078S97NLG” title=”Soulflower Castor Oil” description=”Use for Hair, Skin & Eyebrows” button_text=”Buy on Amazon”]

ত্বকের পুষ্টির জন্য 

রেড়ির তেলে রয়েছে ভিটামিন ই,প্রোটিন,মিনারেল ও অন্যান্য পুষ্টি উপাদান যা চুল ও ত্বকের জন্য বিশেষ উপকারি। যদি আপনার শুষ্ক ত্বক হয় তাহলে দারুণ ভাবে উপকার পাবেন এই তেল থেকে। শুষ্ক ত্বক হলে নানারকম সমস্যায় ভুগতে হয়। ত্বকের স্বাভাবিকতা হারিয়ে যায়। যে উজ্জ্বলতা আমরা সবাই ফিরে পেতে চাই সেটি ফিরিয়ে দেবে এই তেল।

এই তেলে আছে উচ্চ মাত্রায় ফ্যাটি অ্যাসিড। যা ত্বককে ঊজ্জল করতে সাহায্য করে। আর ত্বকের ময়েশ্চার বজায় রাখতেও দারুণ ভাবে সাহায্য করে।এছাড়াও বাজারের অ্যান্টিএজিং ক্রিম এর বদলে ব্যবহার করতে পারেন এই তেল।এটি আপনার ত্বককে তরুণ রাখতেও সাহায্য করবে। যদি সকালে তরতাজা লুক চান তাহলে রাত্রে শোবার আগে হাতে এই তেল ১০ থেকে ১৫ মিনিট ম্যাসাজ করুন।

অনেকেরই চোখের চারপাশ কুঁচকে যায় কি করবেন বুঝতে পারেন না। ব্যাস চোখ বন্ধ করে এই তেল লাগান তবে মণে রাখবেন যেন চোখের ভেতরে যেন না যায়। মুখের বিভিন্ন দাগ, বলিরেখা দূর করতে ব্যাবহার করুন। ডার্ক সার্কেলের সমস্যায় ভুগছেন? একটু রেড়ির তেল আর একটু নারকেল তেল ভালো করে মিশিয়ে ঐ জায়গায় হালকা ভাবে ম্যাসাজ করুন ২ মিনিট। উপকার পাবেন।

চুলের পুষ্টির জন্য 

ত্বকের মত যদি চুলকেও সুন্দর রাখতে চান তাহলে তার একমাত্র চাবিকাঠি হল রেড়ির তেল। চুল খুব পাতলা? ভীষণ চুল ঝরছে? খুশকি? অনেক কিছু করেও কোনো লাভ হয়নি? তাহলে ব্যাবহার করুন এই  তেল সমস্যা তো কমবেই তার সঙ্গে আপনি পাবেন ঘন লম্বা চুল যেটা আমরা সবাই চাই।

এতে আছে ওমেগা ৯ এসেন্সিয়াল ফ্যাটি অ্যাসিড যা সুন্দর চুলের জন্য উপকারি উপাদান এবং যা রক্ত সঞ্চালন ঠিক রাখে।চুলের পি এইচ ভারসাম্য কেও ঠিক রাখে যা চুলকে ঘন এবং লম্বা করে। সুতরাং যদি লম্বা চুল চান তাহলে রোজ রাত্রে এই তেল হালকা হাতে ম্যাসাজ করে পরদিন সকালে ধুয়ে ফেলুন।

ভাল ফল পেতে ২ মাস ব্যাবহার করুন। আর যদি চুল ঘন কালো করতে চান তাহলেও এই তেলের জুড়ি মেলা ভার। তাহলে কি ভাবছেন  নিজের চুল আর ত্বককে সুন্দর রাখতে আজ থেকেই ব্যবহার করতে শুরু করুন রেড়ির তেল।

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago