ব্যাপাইরা বাড়ির ভূতুড়ে গল্প পর্ব-১

অনিকেতের পায়ের তলায় সর্ষে। একটু ফাঁকা সময় পেলেই বেড়িয়ে পড়ে, ঘরে বসে থাকা ওর কুষ্ঠিতে নেই। সেই কবে এম.এ’ পরীক্ষা হয়ে গেছে, এবার বেড়োলেই হয়। কিন্তু, সঙ্গে যারা যাবে তাদের তো কোনো পাত্তাই নেই। সেই কবে থেকে ধ্রবর পিছনে পড়ে আছে অনিকেত। ওরে চল না রে, ওরে বেড়ো না রে বলতে বলতে মুখে ফেনা উঠে … পড়তে থাকুন ব্যাপাইরা বাড়ির ভূতুড়ে গল্প পর্ব-১