বিয়েবাড়িতে শাড়ির সাথে জ্যাকেট নেওয়ার স্টাইল

শীতকালে বিয়েবাড়ি থাকলে,শাড়ির সাথে সোয়েটার বা জ্যাকেট পরা নিয়ে কনফিউশনে ভোগেন নি এরম কাউকে খুঁজে পাওয়াই মুশকিল।শাড়ির সাথে কিভাবে জ্যাকেটটা পরব?নাকি শাড়িই পরব না!কিন্তু মন চাইছে শাড়ি।কিন্তু শাড়ির সাথে সোয়েটার বা জ্যাকেট পরা যায় নাকি?না পরলে আবার ঠাণ্ডাও লাগবে।ধুর!কি যে করি।এই সব ভাবতে ভাবতে অর্ধেক সময় শেষ। আরে জানি জানি এইরকম কনফিউশনে আমরা মেয়েরা সবাই … পড়তে থাকুন বিয়েবাড়িতে শাড়ির সাথে জ্যাকেট নেওয়ার স্টাইল