বাস্তু অনুযায়ী কোন দিকে মাথা রেখে ঘুমোনো উচিত এবং কেন?

উত্তর দিকে মাথা করে শুতে নেই। এই কথাটা বাড়ির বড়দের মুখে কে না শোনেননি। কিন্তু আমরা অনেকেই নেহাতই কুসংস্কার বলে উড়িয়ে দিই বিষয়টা। কিন্তু বাড়ির বড়রা একদিক থেকে এটা ঠিকই বলেন। কি অবাক হচ্ছেন? না, কোন অন্ধ কুসংস্কারে বিশ্বাস করতে বলছি না। আসলে এর রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যাও। আসলে ঠিক কোনদিকে মাথা রেখে ঘুমোলে ভালো, জেনে … পড়তে থাকুন বাস্তু অনুযায়ী কোন দিকে মাথা রেখে ঘুমোনো উচিত এবং কেন?