বাংলাদেশ বাঙালীর ঐতিহ্যকে বহন করে চলেছে: গর্বিত বাঙালী

বাঙালী তো আমরা দুই বাঙলার মানুষই। ভাষা আমাদের একটাই-বাংলা। সংস্কৃতিও সেই বাঙালী সংস্কৃতি। কিন্তু, তবুও কি দুই বাঙালী সব দিক দিয়ে সমান? বোধহয় না। বাংলাদেশের বাঙালী বাঙালী হিসাবে অনেক গর্বিত। আমরা কী সেই একই গর্ব আমাদের মধ্যে অনুভব করি? উত্তরটা না বলেই মনে হয়। বাংলাদেশের জন্ম বাংলা ভাষার প্রতিষ্ঠার আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ এমন এক … পড়তে থাকুন বাংলাদেশ বাঙালীর ঐতিহ্যকে বহন করে চলেছে: গর্বিত বাঙালী