নিশ্চয়ই আপনি জানেন, বেকিং সোডা দিয়ে কেক, বিস্কুট, পিঠা আরও কত কি খাবার বানানো যায়! কিন্তু আপনি জানেন কি, শুধু খাবার কাজেই নয়, বরং অনেক কঠিন দাগও তুলে ফেলা যায় বেকিং সোডা দিয়ে! আসুন জেনে নেওয়া যাক বেকিং সোডা দিয়ে আপনি কোন ৫টি দাগ তুলতে পারবেন খুব সহজেই।
সিঙ্ক বা বেসিনে কাজকর্ম করলে দাগ তো পড়বেই। কিন্তু এই দাগ তোলা খুব সহজ কাজ নয়, বেশ পরিশ্রমেরও বটে। তাই আপনার পরিশ্রমকে খানিকটা কমিয়ে দিতে সাহায্য করতে পারে বেকিং সোডা।
উপকরণ
বেকিং সোডা পরিমাণ মতো, পানি পরিমাণ মতো।
পদ্ধতি
বেকিং সোডা এবং পানি দিয়ে পেস্ট তৈরি করে সেটা দিয়ে সিঙ্ক ঘষুন। অল্প কিছুক্ষণ ঘষলেই আপনি পাবেন আপনার কাঙ্খিত ঝকঝকে সিঙ্ক।
চোখের নীচে কালচে দাগ পড়লে আপনাকে ক্লান্ত-শ্রান্ত দেখাবে এটা তো স্বাভাবিক! তাই এবার আপনার চোখের নীচের কালো দাগ সারিয়ে ফেলুন বেকিং সোডা দিয়ে।
উপকরণ
বেকিং সোডা পরিমাণ মতো, গরম পানি এক গ্লাস।
পদ্ধতি
এক গ্লাস হালকা গরম পানিতে বেকিং সোডা মিশিয়ে মাস্ক তৈরি করে চোখের নীচের কালচে দাগের ওপরেও লাগিয়ে রাখুন। ১৫ মিনিট পর মুখ ধুয়ে ফেলুন ঠান্ডা পানি দিয়ে।
➡ এবার ডার্ক সার্কেল দূর করুন মোটে ৫ টি ক্রিমে
আপনার বগলের নীচে কি কালো দাগ আছে? দেখতে খারাপ লাগে বলে প্রিয় স্লিভলেস পোশাকটি পরতে পারেন না? তাহলে এত দুশ্চিন্তা না করে জেনে নিন এই বিচ্ছিরি কালচে দাগ সারানোর জাদুকরী এক উপায়!
উপকরণ
বেকিং সোডা পরিমাণ মতো, পানি অল্প।
পদ্ধতি
বেকিং সোডার সাথে সামান্য পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এবার সেটা একটা পুরোনো দাঁত মাজার ব্রাশ দিয়ে আস্তে আস্তে বগলের নীচে ঘষুন। এবার পেস্টটি অন্তত ৩০ মিনিট মাখিয়ে রাখুন বগলের নীচে। আধ ঘন্টা পর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এটি প্রতিদিন গোসলের আগে ব্যবহার করলে অল্প ক’দিনের মধ্যেই আপনি আপনার বগলের নীচের কালো দাগ সারিয়ে তুলতে পারবেন।
আয়নাতে ঐ মুখ দেখবে যখন- কপলের কালো তিল পড়বে চোখে! কিন্তু সেই আয়নাই যদি থাকে অপরিষ্কার আর দাগ ভর্তি, তাহলে আপনার মুখশ্রী দেখবেন কী করে? আর আয়না বা কাঁচে একবার কঠিন কোনো দাগ বসে গেলে কেন জানি সেই দাগও আর সহজে উঠতে চায় না, তাই না? তাহলে শুনুন এবার আয়নার দাগ তোলার সহজ উপায়।
উপকরণ
বেকিং সোডা ১ চা চামচ, পানি পরিমাণ মতো।
পদ্ধতি
বেকিং সোডা পরিষ্কার কাপড়ে নিয়ে পুরো আয়না ভালো করে ঘষে নিন। এবার অন্য একটি পরিষ্কার কাপড় পানিতে ভিজিয়ে আয়নাটা মুছে নিন। দেখবেন, আয়নার কঠিন কালো দাগ নিমিষেই চলে গেছে!
কাপড়ে কঠিন বা পুরোনো দাগগুলো কিন্তু ডিটারজেন্ট দিয়েও সহজে ওঠে না! তাই সেই দাগ তুলতেও আপনাকে সাহায্য করতে পারে বেকিং সোডা।
উপকরণ
ডিটারজেন্ট পরিমাণ মতো, বেকিং সোডা অল্প।
পদ্ধতি
ডিটারজেন্টের সাথে অল্প খানিকটা বেকিং সোডা মিশিয়ে নিয়ে কাপড় কাচুন। কাপড়ের পুরোনো জেদি দাগ তো উঠবেই, সেই সাথে আপনার কাপড়ও হয়ে উঠবে আরও বেশি পরিষ্কার ও চকচকে।
দেখলেন তো, খাবার তৈরি করা ছাড়াও বেকিং সোডা আরও কতভাবে আপনার উপকার করতে পারে? তাহলে এখন থেকে আর এসব দাগ তোলা নিয়ে নিশ্চয়ই আর বাড়তি চিন্তাটা করতে হচ্ছে না আপনাকে?
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…