ট্র্যাডিশনাল ধাঁচে বাড়িতেই বানান ডাব চিংড়ি, আর তাক লাগিয়ে দিন সব্বাইকে!

যারা চিংড়ি মাছ খেতে ভালোবাসেন, তাদের কাছে চিংড়িকে যেভাবেই পেশ করা হোক না কেন, তারা কিন্তু চেটেপুটে খেয়ে নেবেন। এর আগে হয়তো চিংড়ির কাটলেট, চিংড়ি মাছের মালাইকারী কিংবা চিংড়ি ভাপা বানিয়েছেন। তবে ডাব চিংড়ির নাম শুনলেই খুবই গুরুগম্ভীর একটা বিষয় বলে মনে হয়, আর তাই আপনাদের জন্য রইলো ঘরে বসে সহজেই ডাব চিংড়ি বানিয়ে ফেলার … পড়তে থাকুন ট্র্যাডিশনাল ধাঁচে বাড়িতেই বানান ডাব চিংড়ি, আর তাক লাগিয়ে দিন সব্বাইকে!