ট্রাডিশানাল আর্ট সিল্ক কাঞ্জিভারাম শাড়ি ডিজাইন

শাড়ি শব্দটা মাথায় এলেই দুর্গা পুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, চোখের সামনে ভেসে ওঠে। পালা পার্বণ বা বিয়ে বাড়ি ছাড়া, বাঙালী নারীর শাড়ি পরার টাইম কোথায় বাপু! স্কুল, কলেজ বা অফিসের রোজকার ব্যাস্ততায় শাড়ি পরার সময় নেই আমাদের। তাই অপেক্ষা করে বসে থাকতে হয় উৎসবের দিনের জন্য। এবছরের মত অপেক্ষার অবসান শেষ হল বলে! সামনেই … পড়তে থাকুন ট্রাডিশানাল আর্ট সিল্ক কাঞ্জিভারাম শাড়ি ডিজাইন