Health

অ্যালোভেরা শরবত কী কী উপকারে আসে জেনে নিন

গুণের কোনো শেষ নেই ভেষজ অ্যালোভেরার।অ্যালোভেরা- বাংলায় যাকে বলা হয় ঘৃতকুমারী। রূপচর্চা, চুলচর্চায় অ্যালোভেরার ব্যবহার কমবেশি আমাদের প্রায় সবারই জানা আছে। কিন্তু আপনি জানেন কি বহুগুণে গুণান্বিত এই অ্যালোভেরা আপনার দেহের জন্য কতোটা উপকারি? আসুন আজকে আমরা জেনে নেই অ্যালোভেরার শরবত খেলে আমাদের কী কী উপকার হতে পারে।

অ্যালোভেরা গাছে আছে অসংখ্য ভিটামিনের সমাহার

অ্যালোভেরা বা ঘৃতকুমারীতে একটি নয়, দুটি নয়, আছে ২০ রকমের খনিজ উপাদান। মানুষের শরীরের জন্য যে ২২টা এমিনো এসিড প্রয়োজন তার ৮ টিই আছে এই বহুগুণে গুণান্বিত ভেষজ উদ্ভিদটির মধ্যে। এতে বিদ্যমান। এছাড়াও এতে আছে ভিটামিন A, B1, B2, B6, B12, C এবং E যা মানবদেহে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

আপনার হার্টকে সুস্থ রাখতে পান করুন অ্যালোভেরা শরবত

জানেন কি- আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে অ্যালোভেরা শরবত কতোটা উপকারি? আপনার শরীরের অতিরিক্ত কোলেস্টেরলের মাত্রা কমিয়ে দেয় অ্যালোভেরা। এটি দূষিত রক্ত শরীর থেকে বের করে দিয়ে রক্ত কণিকা বৃদ্ধি করে থাকে। তাই দীর্ঘদিন আপনার হৃদযন্ত্রকে সুস্থ রাখতে সাহায্য করে এটি।

মাংসপেশীর ব্যথা কমাতে জাদুকরী কাজ করে অ্যালোভেরা!

শরীরের কোনো মাংসপেশী বা জয়েন্টে ব্যথা হলে অ্যালোভেরার শরবত খেয়ে দেখুন! জাদুর মতো কাজ করে এটি আপনার ব্যথা কর সহজেই কমিয়ে দিবে তা আপনি নিজেই বুঝতে পারবেন।

দাঁতের ব্যথাও উপশম করতে অ্যালোভেরার জুড়ি নেই

শুধু শরীরের ব্যথাই নয়, বরং আপনার দাঁতের গোঁড়ায় বা মাড়িতে ব্যথা হলে নির্দিধায় খেয়ে নিন অ্যালোভেরার শরবত। এটি শুধু দাঁতের ব্যথাই উপশম করবে না, বরং আপনার দাঁতে কোনো ইনফেকশন থাকলে তাও দূর করে দিবে সহজেই! নিয়মিত অ্যালোভেরা জুস পান করলে আপনি দাঁতের ক্ষয় প্রতিরোধও করতে পারবেন।

দ্রুত ওজন কমান অ্যালোভেরার শরবত খেয়ে

আপনি কি আপনার বাড়তি মেদ আর ওজন নিয়ে চিন্তিত? তাহলে আজ থেকে সেই চিন্তাটা ছেড়ে দিন অ্যালোভেরা শরবতের ওপর! অতি দ্রুত ওজন কমাতে অ্যালোভেরার শরবতের জুড়ি মেলা সত্যিই ভার! আমরা জানি, ক্রনিক প্রদাহের কারণে শরীরে মেদ জমে। অ্যালোভেরা শরবতের অ্যাণ্টি ইনফ্লামেনটরী উপাদান এই প্রদাহ রোধ করে ওজন হ্রাস করে থাকে। তাই ওজন নিয়ে যাদের দুশ্চিন্তা রয়েছে, তারা নির্দিধায় তাদের প্রতিদিনের ডায়েট চার্টে রাখতে পারেন অ্যালোভেরার শরবতটি।

আপনার হজমশক্তিও বাড়াবে অ্যালোভেরা

অ্যালোভেরা শুধু ওজন কমিয়ে দেবে তাই নয়, আপনার হজমশক্তিও বাড়াবে এটি। অ্যালোভেরা আমাদের মানবদেহের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করার সাথে সাথে অন্ত্রে প্রদাহ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া রোধ করে। যা আমাদের হজমশক্তি বাড়িয়ে থাকে।

ডায়াবেটিস প্রতিরোধ করুন অ্যালোভেরার সাহায্যে

ডায়াবেটিস রোগীরা কমবেশি প্রায় সবাই সবসময়ই দুশ্চিন্তায় থাকেন তাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা নিয়ে। আর এই দুশ্চিন্তা থেকে বেশ খানিকটা মুক্তি দিতেও অ্যালোভেরার ভূমিকা অনবদ্য। অ্যালোভেরা শরবত রক্তে সুগারের পরিমাণ ঠিক রাখে, সেই সাথে দেহে রক্ত সঞ্চালনও বজায় রাখে সুষ্ঠুভাবে। আপনার ডায়াবেটিস যদি প্রাথমিক পর্যায়ে ধরা পড়ে, তাহলে নিয়মিতভাবে এই শরবত খেলে ডায়াবেটিস প্রতিরোধ করা সম্ভব।

দেখলেন তো- একটি মাত্র গাছের পাতার শরবত থেকে আপনি কতভাবে উপকৃত হতে পারছেন? তাহলে দেরি না করে আজই শুরু করে দিন অ্যালোভেরার শরবত নিয়মিতভাবে পান করা! আপনার সুস্থ ও সুন্দর শরীর-স্বাস্থ্য বজায় রাখতে অবশ্যই অ্যালোভেরার শরবত খেতে থাকুক নিশ্চিন্ত মনে।

DB Staff

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago