ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর যেতে না যেতেই তার উপর সাদা রঙের ঘন চাদর বা লবণের আস্তরণ জমা শুরু হয়, যেটাকে আমরা নোনা ধরা বলে থাকি। নোনা ধরা খুবই স্বাভাবিক একটি ব্যাপার আমাদের দেশের জলবায়ুগত কারণে। এতে দেয়ালের সৌন্দর্য ও মজবুতি দুটোই ক্ষতিগ্রস্ত হয়। তবে … পড়তে থাকুন ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে