আমরা সব সময়ে এটা বলে এসেছি শ্যাম্পু ব্যবহার করতে হবে মাইল্ড। মাইল্ড শ্যাম্পু মানে হল সালফার আর প্যারাবিন মুক্ত শ্যাম্পু। এতেই আমাদের চুলের স্বাস্থ্য ভালো থাকে। কিন্তু জানবেন কিকরে যে কোন শ্যাম্পুগুলো এইরকম প্যারাবিন আর সালফেট ফ্রি? আমরা আপনাদের সঙ্গে আজ শেয়ার করছি বেস্ট কিছু সালফেট আর প্যারাবিন ফ্রি শ্যাম্পু যেগুলো আপনারা নিশ্চিন্তে ব্যবহার করতে পারেন।
রূপচর্চার কথা উঠলে শুরুতেই যে ব্র্যান্ড থাকবে তা হল লরিয়েল। এই ব্র্যান্ডের এই এভার পিওর সালফেট ফ্রি শ্যাম্পু একবার ব্যবহার করে দেখুন। সালফেট ফ্রি পিওর শ্যাম্পু কাকে বলে আপনি ব্যবহার করলেই বুঝতে পারবেন। এই শ্যাম্পু চুল তো ভালো করে পরিষ্কার করেই। তার সঙ্গে ময়েশ্চার নষ্ট হতে দেয় না, যা সালফেট যুক্ত শ্যাম্পু করে থাকে। এই শ্যাম্পু ব্যবহার করলে চুল ভালো করে পরিষ্কার তো হয়ই, পাশাপাশি এই শ্যাম্পু মাথার ন্যাচারাল অয়েল নষ্ট করে না।
আপনার যদি অয়েলি স্ক্যাল্প হয় তাহলে এই শ্যাম্পু খুব ভালো কাজ করবে। এটি চুলের ময়েশ্চার ধরে রাখে। আর সালফেট বা প্যারাবিন না থাকায় এই শ্যাম্পু খুবই মাইল্ড। চুলের ক্ষতি হবে না। পাশাপাশি এই শ্যাম্পুর কিন্তু খুব সুন্দর গন্ধ আছে একটা।
চুলে রঙ বা ডাই করার পর অনেক সময়ে আমরা ভাবি কি শ্যাম্পু করব। এই ক্ষেত্রে কিন্তু রেডকেন কালার এক্সটেন্ড শ্যাম্পু দারুণ কাজ দেয়। এটি চুলের রঙ ধরে রাখে ভালো করে। এরই সঙ্গে সালফার না থাকায় চুলের ন্যাচারাল অয়েল ঠিক পরিমাণে বজায় থাকে। এটি সপ্তাহে দু দিন ব্যবহার করতে পারেন।
এই শ্যাম্পুতে ব্যবহার করা হয়েছে হেনা আর শিকাকাই। এই দুটি উপাদান চুলের জন্য সবচেয়ে ভালো। তার সঙ্গে আছে ত্রিফলা, আমলা, হরিতকি। অর্থাৎ সম্পূর্ণ আয়ুর্বেদিক একটি প্রোডাক্ট। চুল ভালো পরিষ্কার করার পাশাপাশি এটি চুলে এনে দেয় সুন্দর ভলিউম। তবে অয়েলি স্ক্যাল্পের জন্য এটি বেশি ভালো।
সালফেট ফ্রি এই শ্যাম্পুর মূল উপাদান বেরি। এর সঙ্গে এতে আছে শিয়া বাটার। এটি চুলের ময়লা সুন্দর ভাবে পরিষ্কার করে। অতিরিক্ত তেল বের করে দেয় স্ক্যাল্প থেকে। চুলে সঙ্গে সঙ্গেই একটা আলাদা সাইন এনে দেয় এই শ্যাম্পু। এই শ্যাম্পুর গন্ধ অনেক্ষন থাকে।
ডিভাকার্ল লো-পো শ্যাম্পু অন্যতম ভালো একটি ব্র্যান্ড। এই শ্যাম্পু স্ক্যাল্পের পি.এইচ লেভেল ধরে রাখে। স্ক্যাল্পে ন্যাচারাল মিনারেলসের আর প্রোটিনের যোগান বজায় রাখে। এই শ্যাম্পু হেয়ার টেক্সচার খুব ভালো রাখে। এই শ্যাম্পু একটু এক্সপেন্সিভ।
হেয়ার ফল বা চুল পড়া তো আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই শ্যাম্পু সেই সমস্যা সমাধানের মোক্ষম উপায়। এই শ্যাম্পু চুল পরিষ্কার করার পাশাপাশি চুল খুব ভালো কন্ডিশন করে। তাই চুল ভেঙে যায় না। ফলে চুল পড়ে কম। এই শ্যাম্পুর মূল উপকরণ ভৃঙ্গরাজ, তাই হার্বাল। প্যারাবিন বা সালফার একদমই নেই।
খাদির প্রোডাক্ট নিয়ে নতুন করে কিছু তো বলার নেই। শিকাকাই যেখানে মূল উপাদান সেখানে শ্যাম্পু কেমন হবে বুঝতেই পারছেন। এই শ্যাম্পু তাঁদের জন্য সবচেয়ে ভালো যাঁদের স্ক্যাল্প ড্রাই। ন্যাচারাল অয়েলের মাত্রা খুব ভালো বজায় রাখে খাদি। আর কম বাজেটে এই ব্র্যান্ড ভ্যালু কমই পাওয়া যায়। সপ্তাহে তিন দিন অনায়াসে ব্যবহার করা যায়।
মামাআর্থ আয়ুর্বেদিক জগতে বিখ্যাত একটা নাম। এই ব্র্যান্ডের শ্যাম্পু এমনিই ব্যবহার করা যায়। এর বিশুদ্ধতা নিয়ে কোনও দ্বিমত নেই। কিন্তু এই শ্যাম্পুতে আবার আছে পেঁয়াজ রস। পেঁয়াজ রস চুলের সব রকম সমস্যা সমাধানের জন্য খুবই দরকারি। এখানেই এই শ্যাম্পুর অনবদ্যতা। চুলের পি.এইচ লেভেল বজায় রাখে এই শ্যাম্পু, সঙ্গে আনে বাউন্স।
ফরেস্ট এসেনশিয়াল এই হেয়ার ক্লিনসারের মূল উপাদান আমলা, মধু আর মুলেঠি। একেবারেই আয়ুর্বেদিক এই শ্যাম্পুতে সালফেট বা প্যারাবিন থাকার প্রশ্নই নেই। নিশ্চিন্তে যে কোনও রকম স্ক্যাল্পের জন্য এই শ্যাম্পু খুব ভালো। সঙ্গে আছে একটা রিফ্রেসিং ভালো গন্ধ। একবার কিন্তু অনুভব করে দেখতেই পারেন লাক্সারি অফ আয়ুর্বেদা।
প্যারাবিন আর সালফেট ছাড়াই যখন এতো ভালো ব্র্যান্ড পাচ্ছেন তখন আর চিন্তা কেন। সব রকম দামের রেঞ্জের মধ্যে এখানে বেছে দেওয়া হয়েছে। এবার পছন্দ করে ব্যবহার করার পালা আপনার।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…