Most-Popular

আপনার নাভির আকার আপনার ব্যক্তিত্ব বলে দেবে অনায়াসে

ইংরেজী ভাষায় একটি জটিল শব্দ রয়েছে – ওমফালোমেন্সি (omphalomancy)। যার মানে “নাভির আকার নিয়ে গবেষণা”। যারা এই বিষয়ে অধ্যয়ন করেন তারা আপনার ব্যক্তিত্ব সম্পর্কে আপনার নাভি আকারের দেখেই অনেক কিছু বলে দিতে পারেন।

আপনার নাভির আকারটি নীচে দেওয়া ছয়টি পদ্ধতিগুলির মধ্যে একটির অনুরূপ। নীচে প্রতিটি আকার সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে। এখন আপনার নিজের আকারটি বেছে নিন এবং জেনে নিন আপনার ব্যক্তিত্ব সম্পর্কে সবকিছু। (আপনার নাভির সবচেয়ে অনুরূপ আকৃতি নির্বাচন করুন)।

  1. গোলাকার নাভি
  2. দীর্ঘ, পাতলা নাভি
  3. বাইরে বেরিয়ে আসা নাভি
  4. ডিম্বাকৃতি নাভি
  5. অনুভূমিক নাভি
  6. আপনার নাভি কোন সঠিক কেন্দ্র বিন্দু নেই

1. গোলাকার নাভি

আপনার নাভি আকার গোল বা গোলাকার হলে, আপনাকে শুভেচ্ছা জানাই। কারন আপনি শান্তিসহকারে জীবন যাপন করছেন বা করতে চলেছেন। আপনার জীবন একটি খোলা বইের মত। আপনি কোনরকমের লুকোচুরির মধ্যে বিশ্বাস রাখেন না। আপনার জীবনের অশান্তি অন্যদের তুলনায় খুব কম।

আপনি একজন আধ্যাত্মিক মহিলা / পুরুষ, জীবনের এই একটি মাত্র জিনিস যা আপনি অন্যদের সাথে ভাগ করতে চান না।

আপনি শান্তিপ্রিয় মানুষ। অন্যদের মত জীবনের দৌড় থেকে আপনি দূরে থাকেন। ঝামেলা বা অশান্তিও আপনার অপছন্দের।

আগেই বললাম আপনি ফালতু জীবনে সাফল্যের জন্য অন্যদের মত ঘোড়ার দৌড় পছন্দ করেন না। কিন্তু টাকার ক্ষেত্রে আপনার ভাগ্য ভাল। এই সুবিধা পেলে তা ফেলে দেবেন না। আপনি জীবনে অনেক আগে যেতে পারবেন।

2. দীর্ঘ, পাতলা নাভি (Vertical Belly Button)

আপনি সাহসী প্রকৃতির মানুষ। একবার আপনি কিছু করার সিদ্ধান্ত নিলে তা না হওয়া পর্যন্ত বসে থাকেন না।

আপনি আপনার জীবনে যে কাজই করেন তাতে আপনার সব থেকে বেস্টটাই দেন। যদি অফিসে কাজ করেন তাহলে আপনার লক্ষ থাকে অফিসের সবচেয়ে বড় রুমে একদিন বস হয়ে বসার। আর আপনি তা অ্যাচিভ করেনও। গৃহিণী হলে আপনার নিজের উপর বিশ্বাস থাকে যে আপনার উপরে সংসারের দায়িত্ব দিয়ে সবাই নিশ্চিন্তে আছে। আপনার বানানো খাবার পর্যন্ত সবচেয়ে সেরা খাবার তাদের কাজে। এই পজেটিভ মনোভাব আপনার সব সময়ের শক্তি।

আপনার লড়াই অন্যদের সাথে নয় নিজের সাথে, যাকে বলে অন্তর দ্বন্দ্ব। আপনি খুবই উৎসাহী প্রকৃতির মানুষ। নিজের জন্য একটু সময় নিন এবং সময়-সময়ে এই অভ্যন্তরীণ দ্বন্দ্বের জন্য শান্ত থাকুন। যখন আপনার মন শান্ত এবং স্থিতিশীল থাকবে, তখন আপনি দেখতে পাবেন যে কীভাবে অন্য সব কিছু সহজ এবং আকর্ষণীয় হয়ে উঠছে।

3. বাইরে বেরিয়ে আসা নাভি

এই আকারের নাভি শিশুদের মধ্যে বেশি দেখা যায়। কিন্তু তারা বড় হয়ে গেলে, তাদের নাভি আকার অনেক সময় বদলে যায়। কিন্তু কিছু মানুষের মধ্যে এই আকার এমনকি কিশোর বয়স বা তার পরেও রয়ে যায়। আপনার নাভি যদি এরকম হয় তাহলে আরও এর বিষয়ে জেনে নিন।

যেমন ধরনের নাভির মালিক বহির্মুখী হয়। আপনি মানুষের সাথে দেখা করতে পছন্দ করেন। আপনি সহজেই নতুন বন্ধু তৈরি করতে পারেন। আপনি যদি একটু চঞ্চল প্রকৃতির মানুষ। আপনি নাম এবং খ্যাতি চান জীবনে। ক্যামেরা পিছনে না, সামনে থাকা আপনার পছন্দের মানে যাকে বলে ফোকাসে থাকা সবসময়।

আপনার জীবনে মনের মত জীবনসঙ্গী পেতে একটু বাঁধা বিপত্তি হবে। তবে আপনি একবার যার হাত ধরে নেন তাকে ছাড়েন না কখনো। সম্পর্কের বিষয়ে আপনি খুবই যত্নশীল ও লয়াল।

4. ডিম্বাকৃতি নাভি

যদি আপনার নাভি ডিম্বাকার হয়, তাহলে অন্যদের পথ প্রদর্শক হয়ে তাদের গাইড করতে পছন্দ করবেন সবচেয়ে বেশি। আপনি শিক্ষক / শিক্ষিকা, বা অন্য কোন এরকম ধরনের কাজ করার জন্য বেশি উৎসাহী। আপনিও একজন ভাল বাবা-মা হয়ে উঠবেন, কারণ আপনি আপনার সন্তানদের গাইড করার জন্য একেবারে আইডাল।

আপনি ক্যামেরার পিছনে থাকতে বেশি পছন্দ করেন। নিজের ঢাক নিজে পেটান না কখনই। অন্যদের উৎসাহ দিতে আপনার জুড়ি মেলা ভার। আপনার কথা মেনে কেউ জীবনে সাফল্য পেলে আপনি অহংকার বোধ করেন না বরং খুশি হন ও তাকে আরও উৎসাহ দেন।

আপনি সব কিছুতে খুবই সত্য বিচারে বিশ্বাসী। আপনি মানুষটা খুবই সৎ প্রকৃতির। ফলে মানসিক ভাবে বেশির ভাগ সময় প্রেসারে থাকেন। আপনার তাই মাথা ব্যাথার সমস্যা আছে বা হতে পারে। একটু চাপ কম নেওয়ার চেষ্টা করুন। হাসি খুশি থাকুন।

5. অনুভূমিক নাভি (Horizontal Belly Button)

এই ধরনের নাভি ইঙ্গিত করে আপনি ভাবুক প্রকৃতির মানুষ। আপনার ভাবনা চিন্তাও একটু জটিল প্রকৃতির। সহজে আপনাকে বোঝা যায় না যে কি চলছে আপনার মাথায়।

আপনি সহজেই কাউকে বিশ্বাস করেন না। আর যাকে বিশ্বাস করেন তার গুরুত্ব থাকে আপনার জীবনে বহুক্ষেত্রে।

আপনার জীবনের একটি সহজ নীতি রয়েছে: যেমন আপনার সাথে যে যেমন আচরণ করে, তেমনি আপনিও তার সাথে একই আচরণ করেন। যে ভালো, তার জন্য আপনিও ভালো। কিন্তু খারাপ মনের মানুষ হলে তার আপনার থেকে দূরে থাকা তার জন্য ভালো। আপনি কাউকে ছেড়ে কথা বলেন না। যে যেমন তাকে তেমনই জবাব দেন।

আপনার জন্য পরামর্শ: জীবনে এগিয়ে যাওয়ার জন্য একটু মন খোলা রাখুন। সব সময় কোন মানুষের সাথে আলাপ হলে তাকে সন্দেহের সাথে না দেখে একটু খোলা মনে তাকে জানার চেষ্টা করুন। এরকম মনোভাব রাখলে আপনার নিজের জন্য তা ভালো হবে।

6. আপনার নাভি কোন সঠিক কেন্দ্র বিন্দু নেই

এটি একটি অস্বাভাবিক আকৃতির নাভি। এই ধরনের নাভি যাদের তারা খুবই খোলা মনের মানুষ হয়। হাসি খুশি থেকে এরা জীবনে বেঁচে থাকতে বেশি পছন্দ করেন।

আপনি খুবই মুডি প্রকৃতির মানুষ। আপনার মেজাজ খুব জলদি বদলে যায়। যা আপনার জীবনকে প্রভাবিত করে নানা দিক থেকে।

আপনি খুবই সুখী টাইপের মানুষ। মেজাজের জন্য আপনার জীবনের সুখ নষ্ট হতে পারে। তাই একটু নিজেকে নিজের মেজাজের উপর রেখে তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন। মেজাজ আপনার কন্ট্রোলে থাকলে দেখবেন আপনি বেশি ভালো থাকবেন জীবনে। যা আপনার মেজাজ খারাপ করতে পারে সেরকম ব্যাপারের থেকে নিজেকে যতটা সম্ভব দূরে রাখুন।

Nandini Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 years ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 years ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 years ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 years ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 years ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 years ago