আজকালকার দিনে দূষণ আমাদের ত্বককে একেবারে নষ্ট করে দিচ্ছে।বিভিন্ন কসমেটিক আমাদের ত্বককে সুন্দর করার সাথে সাথে অনেক সময় ক্ষতিকারকও হয়ে দাঁড়ায়। মেকাপ ভালো করে ওঠাতে টোনার (Skin Toner) কাজে আসে। আমাদের অনেকেরই তৈলাক্ত ত্বক। সবসময় মুখে তেলতেলে ভাব একদম ভালো লাগে না। সেই তেলতেলে ভাবকে দূর করতে টোনার খুবই উপকারী।
এর সাথেও আরও উপকার আছে টোনার ব্যবহার করার। যেমন ব্রণ বা ব্ল্যাকহেডসকে দুর করা,ত্বকে ময়শ্চারাইজ করা ,উজ্বল করে তোলা,পরিষ্কার করা ত্বকের পোর্সকে ইত্যাদি। তাহলে টোনার যখন এত উপকারী তাহলে টোনারের সম্বন্ধে জানা তো খুবই প্রয়োজনীয় তাই না? তাহলে আজ জানা যাক টোনার কি ভাবে আমাদের ত্বকের যত্ন নেয়।
মুখের তৈলাক্ত ভাবের ফলে আমাদের বহু সমস্যা দেখা দেয় যেমন ব্রণ। টোনার আমাদের মুখের তৈলাক্ত ভাব দূর করে যা আমাদের মুখের পোর্সকে বন্ধ করে দেয় আর ব্ল্যাকহেডের থেকেও সুরক্ষা যোগায়। আমাদের মুখের ব্রণ থেকে বাঁচার জন্য টোনার লাগানো খুবই জরুরী। আমাদের মুখের তেলতেলে ভাবকে দূর করে এবং আমাদের মুখ নরম এবং মসৃণ করে তোলে।
সারাদিন ত্বকে ধুলো ময়লা লাগে। রাত্রে বাড়ি ফিরলে আমাদের ত্বক ক্লান্ত লাগে। এই সময় টোনার লাগানো খুবই উপকারী। টোনার আমাদের ত্বকের পোর্সকে পরিস্কার করে তোলে এবং ত্বকের স্বাস্থকে বজায় রাখে। একটি তুলোতে টোনার ভিজিয়ে তা আমাদের মুখে এবং হাতে লাগালে তা ত্বকের উপরে যে ধুলো ময়লা একত্রিত হয়ে থাকে তা পরিষ্কার করতে সাহায্য করে।এর ফলে আবার আমাদের মুখ উজ্বল এবং ফ্রেশ হয়ে ওঠে।
টোনারে স্যালিসিলিক আ্যসিড, গ্লাইকলিক আ্যসিড থাকে, যা আমাদের ত্বকের পুরোনো কোষকে দূর করে। টোনারে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যেমন ভিটামিন সি। অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের ত্বকের জন্য খুবই উপকারী। এই সব পদার্থ আমাদের ত্বককে স্বাস্থ্যকর করে তোলে। টোনার ময়শ্চারাইজ করে আমাদের ত্বককে। টোনার এর মধ্যে ভিটামিন ই থাকে যা আমাদের ত্বককে ময়শ্চারাইজ করে তুলতে সাহায্য করে এবং শুষ্কতা দূর করে।
আমাদের ত্বকের পোর্সকে টোনার সঙ্কুচিত এবং আঁটসাঁট করে তোলে। এর ফলে আমাদের ত্বককে ভেদ করে ধুলো বালি বা ময়লা ঢুকতে পারে না। তাই টোনার লাগালে আমাদের ত্বক পরিষ্কার থাকে এবং মসৃণও দেখায়। টোনার প্রথমেই আমাদের ত্বকের ভিতর অন্য কিছু পদার্থ ঢুকতে দেয় না তাই আমাদের ত্বক সুরক্ষিত থাকে।
আমাদের ত্বকের সাধারণত পি এইচ মান ৫.৫ এর আসে পাশে থাকে । সাবান বা মুখে ফেসওয়াস লাগানোর ফলে আমাদের ত্বক আ্যসিডিক হয়ে ওঠে এবং আমাদের ত্বকে তার ফলে নানা সমস্যা দেখা দেয়। এর থেকে বাঁচতে আমরা টোনার লাগাতে পারি। টোনার লাগালে তা আমাদের ত্বকের সুরক্ষা তো করেই তার সাথে আমাদের ত্বকের পি এইচ মান ও কমিয়ে দেয়। তার মানে টোনার আমাদের ত্বককে খুব শুষ্কও করে না আবার খুব তৈলাক্ত ও থাকতে দেয় না বরং একটা সামঞ্জস্য বজায় রাখতে উপকার করে টোনার।
https://dusbus.com/bn/staner-gathon-nosto-hote-pare-ki-sothik-bra-na-porle/
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…