আমরা সকলেই কম বেশি হোয়াইটহেডস নামক সমস্যার শিকার| আমাদের স্কিন পোরগুলি ধুলোবালি, মৃত কোষ ও সেবাম দ্বারা বন্ধ হয়ে যাওয়া আমাদের ত্বকে হোয়াইটহেডস হওয়ার মূল কারণ| এগুলি সাধারণত নাকের দুপাশে, থুতনিতে, কপালে হয়ে থাকে| অতিরিক্ত তৈলাক্ত ত্বক হলে হোয়াইটহেডসের সমস্যা হতে দেখা যায়| তবে আমাদের শরীরে হরমোনাল চেঞ্জ ও অপর একটি কারণ এই ধরনের সমস্যার| এগুলিও ব্ল্যাকহেডসের মতই তবে স্কিন পোরের ভেতরে থাকে বলেই এগুলি সাদা বা হালকা হলুদ রঙের হয়ে থাকে|
অতিরিক্ত মাত্রায় হোয়াইটহেডস থাকলে যেমন দেখতে খারাপ লাগে তেমনি এটি আমাদের ত্বকের জন্যও ক্ষতিকারক| পার্লারের হোয়াইটহেডস রিমুভিং পদ্ধতিটি অত্যন্ত বেদনাদায়ক| কিন্তু আজকের লেখাটি পড়লে আপনি জানতে পারবেন কিভাবে খুব সহজেই কিছু ঘরোয়া পদ্ধতির সাহায্যে ব্যথা না পেয়ে আপনি হোয়াইটহেডস বিহীন ত্বক পেতে পারেন|
হোয়াইটহেডস দূর করার এটি সব থেকে কার্যকরী উপায়| এর দ্বারা আপনার স্কিন পোরগুলি খুলে যায় এবং আপনার ত্বকে জমা ধুলোবালি, মৃত কোষ ইত্যাদি পরিষ্কার হয়ে যায়|
পদ্ধতি ১
একটি পাত্রে জল গরম করে নিন| গ্যাস থেকে পাত্রটি নামিয়ে নিন| একটি টাওয়েল দিয়ে আপনার মুখ ঢেকে গরম জলের ভাপ নিন ৫ থেকে ৭ মিনিট| এতে আপনার স্কিন পোরগুলি নরম হয়ে খুলে যাবে| এবার একটি নরম টাওয়েল দিয়ে মুখ ভালো করে মুছে নিন বিশেষ করে যে অংশগুলিতে হোয়াইটহেডস আছে| ২ থেকে ৩ বার এই স্টিম নিলেই আপনি উপকার পাবেন|
পদ্ধতি ২
গরম জলে একটি নরম ও পরিষ্কার টাওয়েল ভিজিয়ে অতিরিক্ত জল ঝরিয়ে নিন| এবার ওই টাওয়েল আপনার মুখের ওপর রেখে দিন ৫ থেকে ৭ মিনিট| এতেও আপনার স্কিন পোরগুলি নরম হয়ে খুলে যায়| এই পদ্ধতিতে ৩ থেকে ৪ বার আপনার মুখ পরিষ্কার করে নিন| প্রতি সপ্তাহে ২-৩ দিন এই পদ্ধতি অনুসরণ করলেই আপনি হোয়াইটহেডস মুক্ত ত্বক পেয়ে যাবেন|
উপকরণ
১ চামচ চিনি, ১ চামচ মধু, ২ থেকে ৩ ফোঁটা লেবুর রস|
পদ্ধতি
পরিমাণ মত চিনি, মধু ও লেবুর রস মিশিয়ে আপনার মুখে বিশেষ করে নাকের দুপাশে, কপালে ও থুতনিতে আঙুলের সাহায্যে সার্কুলার মোশনে হালকা করে ঘষে নিন| ৪ থেকে ৫ মিনিট পর ঠান্ডা জলে একটি পরিষ্কার কাপড় ভিজিয়ে আপনার মুখ মুছে নিন| এরপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন| এই স্ক্রাব আপনি প্রতি সপ্তাহে ২-৩ দিন ব্যবহার করুন|
উপকরণ
বেসন ২-৩ চামচ, দই ৪-৫ চামচ, হার্বাল হলুদ পাউডার ১/২ চামচ|
পদ্ধতি
পরিমান অনুযায়ী বেসন, দই ও হলুদ পাউডার মিশিয়ে একটি ঘন পেস্ট মত বানিয়ে নিন| ভালো করে মুখে মেখে পুরোপুরি শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন| হাতে অল্প জল নিয়ে ভালো করে সার্কুলার মোশনে হালকা করে ঘষে নিয়ে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন| এই ফেসপ্যাক সপ্তাহে ২-৩ দিন ভালো ফল পেতে ব্যবহার করুন|
উপকরণ
সাদা চন্দন পাউডার ২ চামচ, গোলাপ জল|
পদ্ধতি
সাদা চন্দন পাউডার ও প্রয়োজন অনুযায়ী গোলাপ জল মিশিয়ে পেস্ট মত বানিয়ে নিন| এবার মুখে মেখে পুরোপুরি শুকিয়ে যাওয়া অবধি অপেক্ষা করুন| ভালো মত শুকিয়ে গেলে ঠান্ডা জল দিয়ে ভালো করে মুখ ধুয়ে নিন| সপ্তাহে ২-৩ দিন নিয়মিত ব্যবহার করলে সুন্দর পরিষ্কার হোয়াইটহেডস মুক্ত ত্বক পেয়ে যাবেন|
উপকরণ
১ চামচ রাইস পাউডার, ১ চামচ মধু|
পদ্ধতি
রাইস পাউডার সহজেই বাজারে কিনতে পাওয়া যায়| তবে আপনি যে চাল ব্যবহার করেন খাওয়ার জন্য সেটি মিক্সিতে খুব ভালো করে বেটে পাউডার বানিয়ে সেটিও ব্যবহার করতে পারেন| পরিমাণ মত রাইস পাউডার ও মধু মিশিয়ে পেস্ট মত বানিয়ে নিন| আপনার কপালে, নাকের ওপরে ও দুপাশে এবং কপালে ভালো করে পেস্টটি লাগিয়ে নিন| ২০ থেকে ২৫ মিনিট পর অল্প জল হাতে নিয়ে হালকা করে ঘষে নিন এবং ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন|
এগুলি প্রত্যেকটি অত্যন্ত কার্যকরী হোয়াইটহেডস দূর করতে| তবে আপনাকে সঠিক পদ্ধতি মেনে নিয়মিত ব্যবহার করতে হবে এই ঘরোয়া উপায়গুলি, তবেই আপনি ভালো ফল পাবেন| এখন থেকে তাই হোয়াইটহেডসের সমস্যা থেকে মুক্তি পেতে পার্লারের বেদনাদায়ক পদ্ধতিকে টাটা বলুন এবং এই সহজ ঘরোয়া উপায় গুলি ব্যবহার করুন|
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…