আমাদের চারদিকে কতই না রঙের বাহার! যেদিকেই আমরা দেখি না কেন, শুধু রঙ আর রঙ। আমরা যখন বাড়ি বানাই, তখন আমাদের অন্যতম চিন্তা থাকে যে আমরা কি রঙ করব বাড়ির। কোন ঘরের কী রঙ হবে। রঙ কিন্তু আমাদের খুব বেছে আর ভেবে নিতে হবে।
রঙ এমনি একটা জিনিস যা আমাদের মনকে খুব ভাল করতে পারে, সতেজ রাখতে পারে, আবার তেমনই মন খারাপ করাতে পারে, খারাপ কোনও অভিজ্ঞতা মনে করাতে পারে। তাই আসুন আজ জেনে নিই, ঘরের ভিতরে কোন কোন রঙ করলে আপনারই ভাল হবে।
বাদামি রঙ প্রকৃতির খুব কাছাকাছি। আমরা যেখানেই দেখি না কেন, বাদামি রঙ আমাদের চোখে পড়বেই। গাছের দিকে তাকালে দেখব বাদামি রঙ, মাটির দিকে তাকালে দেখব বাদামি রঙ। চকোলেট, কফি, কেক এই সবেতেই বাদামি রঙের আধিক্য বেশি। তাই বাদামি রঙ যেন অনেক বেশি জীবনের কাছাকাছি থাকা একটা রঙ, শান্তির একটি রঙ। আমরা তাই আমাদের ঘরে হাল্কা এবং গাঢ় এই ভাবে একটা মিলিয়ে বাদামি দিয়ে ঘরটা সাজাতে পারি। এর সঙ্গে যদি ঘরের আসবাব কাঠের ডিজাইনের হয় বা যদি বেতের কাজ করা আসবাব রাখেন, তাহলে ব্যাপারটা একদম মানানসই হবে।
ছোট থেকে আমরা শুনে এসেছি যে সাদা মানে শান্তির প্রতীক। সাদা রঙ কিন্তু সত্যিই আমাদের একটা পরিষ্কার সতেজ পরিবেশ উপহার দিতে পারে সারাদিন কাজের পর বাড়ি ফিরে। সাদা রঙের আরেকটা ভাল দিক হল এই রঙ আপনি অন্য অনেক রঙের সঙ্গে মিলিয়ে ব্যবহার করতে পারেন। অন্য রঙকে ফুটিয়ে তোলার জন্য সাদার কিন্তু কোনও বিকল্প নেই। আর সাদা রঙ আপনার ঘরকে অনেকটা বড় দেখায়, যেটা খুব দরকার। তাই অনেকগুলো কারণেই আপনি সাদা রঙ বেছে নিতে পারেন।
কী, চমকে উঠলেন নাকি! ভাবছেন ঘর জুড়ে কালো রঙ, এও সম্ভব। হ্যাঁ, সম্ভব, যদি আপনি বুদ্ধি করে ব্যবহার করতে পারেন এই কালো রঙকে। কালো রঙের মধ্যে একটা অদ্ভুত আভিজাত্য আছে আর আমাদের সেটাই ঘরের জন্য ব্যবহার করতে হবে। পুরো ঘরে কালো রঙ করা উচিত নয়। কিন্তু আপনার ঘরের কিছু সামগ্রী কালো রঙের কিনুন। জানলা বা দরজার দিকে কালো রঙ ব্যবহার করুন। আপনার ঘরের যে দিকটা চাইছেন বেশি গুরুত্ব দিতে সে দিকে এই কালো রঙ ব্যবহার করুন। অর্থাৎ কালো ব্যবহার করুন হাইলাইট করার জন্য।
হলুদের মতো এত রঙিন রঙ কিন্তু খুব কমই আছে। আপনি যদি আপনার ঘরকে খুব রঙিন দেখাতে চান, তাহলে উজ্জ্বল হলুদ রঙ ব্যবহার করুন। মজার ব্যাপার হল, এই হলুদেরই অনেক শেড আছে যা আপনি একই সঙ্গে ব্যবহার করতে পারেন। আপনি ঘর যেমন হলুদ দিয়ে রঙ করতে পারেন, তেমনই হাইলাইটও করতে পারেন। বিশেষজ্ঞরা বলেন, হলুদ রঙ মন ভাল করতে পারে খুব সহজেই। তাই আপনার ছেলেমেয়ের পড়ার ঘর হলুদ করতেই পারেন।
অনেকে বলেন, সকালে ঘুম থেকে উঠে গাছের দিকে তাকালে নাকি তা চোখের পক্ষে আরামদায়ক হয়। সবুজ মানে গাছ, সতেজতা। এবার আপনি সেই সতেজতার ছোঁয়া আপনার ঘরে আনতে পারেন। সারাদিনের কাজের পর আর বাইরের এই ধুলো ধোয়া থেকে ফিরে এসে যদি আপনি এই সবুজের মধ্যে বসেন আর বুক ভরে নিঃশ্বাস নেন, তাহলে দেখবেন আপনার সারাদিনের ক্লান্তি খুব তাড়াতাড়ি চলে যাবে।
নীল রঙ নিয়ে আর কি বলার আছে নতুন করে। নীল বলতেই প্রথমে মনে আসে আকাশের কথা। যদি আপনি আপনার ঘরে সেই রকমের ব্যাপ্তি চান, তাহলে নীল রঙ ব্যবহার করুন। নীল রঙের অনেক শেড আছে, আপনি নানা ভাবে তা ব্যবহার করতে পারেন। নীল রঙের নির্দিষ্ট শেড যেমন রাজকীয় ভাব আনতে পারে, তেমনই আবার হাল্কা নীল রঙ মেডিটেশনের জন্যও খুব ভাল।
আপনি আপনার বাচ্ছার ঘরের রঙ গোলাপি রাখতেই রাখেন। এর মতো স্নিগ্ধ রঙ খুব কমই আছে। আপনার ছেলে বা মেয়ে এই রঙ বেশ পছন্দ করবে। আবার গোলাপি রঙ ভালোবাসার রঙও তো বটে। তাই নতুন বিয়ে হলে এই রঙ নতুন দম্পতির ঘরে লাগালে প্রেমের উষ্ণতা আরও বেড়ে যাবে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…