Most-Popular

রেশন বা সবজি দোকানে গেলে কীভাবে সামাজিক দূরত্ব মেনে চলবেন?

সামাজিক দূরত্ব একটি জনস্বাস্থ্যমুলক অনুশীলন যা সংক্রামক রোগের প্রাদুর্ভাব বাড়লে মানুষ একে অপরের থেকে একটা সামাজিক দূরত্ব মেনে চলে। যাতে ভাইরাসের সংক্রমণ না ছড়াতে পারে এবং ভাইরাসের বিস্তার রোধ করা যায়।

কেন মেনে চলা উচিত সামাজিক দূরত্ব? এর লক্ষ্য হল গোটা সমাজে ইনফেকশন যাতে ছড়িয়ে না পড়ে, বিশেষত মেডিকেল কেয়ার ইউনিটে যাতে সংক্রমণ ছড়িয়ে না পড়ে সেজন্যই এই সামাজিক দূরত্ব।

পাশাপাশি এমন একটা ভাইরাস (কোভিড-১৯) যার ভ্যাকসিন এখনও পর্যন্ত আবিস্কার হয়নি, সেইরকম একটা ভাইরাসের সঙ্গে যুদ্ধ করার একটি কার্যকর উপায় হল সামাজিক দূরত্ব অবলম্বন করা।

তবে এই পরিস্থিতিতে কীভাবে সামাজিক দূরত্ব অবলম্বন করা যায়?

  • ৩১ তারিখ সকাল ১১ টা পর্যন্ত পাওয়া খবর অনুসারে সারা দেশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়ে হয়েছে ১,২৫১ এবং করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩২ জনের। করোনার কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১০২ জন।
  • করোনা প্রতিরোধ সরকার যাবতীয় সতর্কতা অবলম্বন করা সত্ত্বেও এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। তাই আজকের দিনে এই মারণ ভাইরাস রুখতে একমাত্র উপায় হল সামাজিক দূরত্ব মেনে চলা।
  • সুতরাং আপনি যখনই রেশন বা সবজি কিনতে বাড়ির বাইরে যাবেন তখন এইবাবে সামাজিক দূরত্ব অবলম্বন করতে পারেন।
  • বাড়ি থেকে বেরোনোর পরে কোনও পরিচিত মানুষ দেখে দাঁড়িয়ে পড়বেন না। আর দাঁড়ালেও একে অপরের মধ্যে ২মিটার দূরত্ব বজায় রাখুন।

সবজি কেনার সময় কীভাবে সামাজিক দূরত্ব অবলম্বন করা যায়?

  • দেশের প্রথম মহিলা আইপিএস অফিসার কিরণ বেদি একটা অসাধারণ উপায়ে উদাহরণ তুলে ধরেছেন একটি ছবির মাধ্যমে। ছবিতে দেখা যাচ্ছে বাজারে আসা ক্রেতারা একে অপরের থেকে ২ মিটার দূরত্বে মাটিতে আঁকা বৃত্তের মধ্যে দাঁড়িয়ে রয়েছে। এই বৃত্তের মধ্যে দাঁড়িয়েই বাজারে অপেক্ষা করছেন ক্রেতারা। এইভাবেই নিজেদের মধ্যে ২ মিটারের দূরত্ব রেখে জিনিসপত্র কিনছেন তাঁরা। এইভাবে আপনিও দোকান বাজারে সামাজিক দূরত্ব মেনে চলতে পারেন।
  • বহু জায়গায় পুলিশই দায়িত্ব নিয়ে রাস্তায় এই বৃত্ত এঁকে দিচ্ছেন। তবে বেশ কয়েক জায়গায় দোকানদাররাও কিন্তু রাস্তায় এই বৃত্ত আঁকছেন। আপনার এলাকায় যারা সবজি বা মুদির বিক্রেতা রয়েছেন, তাঁরা যদি নিজ উদ্যোগে দোকান বা বাজারের সামনে ২ মিটারের দূরত্বে এমন বৃত্ত এঁকে না রাখেন, তাহলে কিন্তু আপনারই দায়িত্ব বর্তায় করোনা ভাইরাস মোকাবিলায় সকলকে সচেতন করা। আপনার নৈতিক দায়িত্ববোধ থেকেই সকলকে সচেতন করুন যাতে সকলে একে অপরের থেকে ২ মিটারের দূরত্ব বজায় রাখেন।

কেন এই ২ মিটারের দূরত্ব?

  • বিশেষজ্ঞরা বলেন, কেউ যখন হাঁচি দেয় বা কাশে, আর সেই ব্যক্তি যদি করোনার বাহক হয়, তখন হাঁচি বা কাশির সঙ্গে ড্রপলেট (ক্ষুদ্র ফোঁটা) বেরিয়ে আসে, তার সন্নিকটে যদি কেউ থাকে তাহলে ভাইরাস খুব সহজেই তার শরীরে প্রবেশ করতে পারে।
  • এইভাবে একজনের থেকে অন্যজনের শরীরে করোনা ভাইরাস সংক্রামিত হতে পারে। আর এই ড্রপলেটগুলি মাটিতে পরার পর ২মিটার পর্যন্ত যেতে পারে।
  • তাই আপনি যদি এই নিরাপদ দূরত্ব মেনে চলেন তাহলে খুব সহজেই করোনাভাইরাসকে আপনি ছড়িয়ে পড়া থেকে আটকাতে পারেন।
  • অতি অবশ্যই দোকান বা বাজারে এই ২ মিটারের দূরত্ব বজায় রেখে কেনাকাটা করুন। সুস্থ থাকুন।
Indrani Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago