ঋতুশ্রাবের মতো একটা প্রাকৃতিক বিষয় নিয়ে আজও মানুষের মধ্যে ছুঁৎমার্গ রয়েছে। ভারতে মাত্র ৩৬% মহিলা পিরিয়ডের সময় প্যাড ব্যবহার করে থাকেন। তবে স্যানিটরি প্যাড ছাড়াও অনেক জিনিস আছে যা ঋতুশ্রাব ধরে রাখতে বিশেষভাবে সাহায্য করে, আর তা হল ট্যাম্পুন।
আজকাল বহু মহিলা ট্যাম্পুন ব্যবহার করেন, কারণ প্যাডের তুলনায় অনেকটাই পরিষ্কার-পরিচ্ছন্ন রাখে আপনাকে।
ট্যাম্পুন হল সুতির তৈরি ছোট সিলিন্ডার বিশেষ, যা ঋতুস্রাব ধরে রাখার জন্য ব্যবহৃত হয়। এটি যোনীর ভেতরে ঢোকানো হয়ে থাকে। এর একদিকে একটি লম্বা সুতো থাকে, যাতে এটি সহজেই বের করে আনা যায়। এই ট্যাম্পুনের দুটি অংশ হয়ে থাকে। একটি অ্যাপ্লিকেটর এবং একটি ট্যাম্পুন। আপনি কাছে অনেকরকমের অ্যাপ্লিকেটর বেছে নেওয়ার সুযোগ থাকে, যেমন- প্লাস্টিক অথবা কার্ডবোর্ড অ্যাপ্লিকেটর, অ্যাপ্লিকেটর ফ্রি ট্যাম্পুন, স্পোর্টস ট্যাম্পুন। পাশাপাশি এটি বিভিন্ন আকারের এমনকী পিরিয়ডের হেভি ফ্লো এবং লাইট ফ্লো-এর জন্য আলাদা রকমের ট্যাম্পুন পাওয়া যায়। এই ট্যাম্পুন অর্গানিক এবং কেমিকেল-ফ্রি হয়ে থাকে। তবে ট্যাম্পুন কিন্তু ১০০% লিক প্রুফ নয়।
প্রথমবার ট্যাম্পুন ব্যবহার করার সময় আপনার একটু অদ্ভুত মনে হতে পারে। তবে একবার যদি সঠিকভাবে পরতে পারেন, তাহলে এটি কিন্তু ঋতু চলাকালীন আপনারে মেনস্ট্রুয়াল হাইজিন এবং আরাম প্রদান করবে। দেখে নিন কীভাবে পরবেন-
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
Where can I buy thisTampun?
Where can I buy this Tampun?