আমরা প্রত্যেকেই আমাদের জীবনে সমৃদ্ধি, সুখ, সাফল্য চেয়ে আসি ঈশ্বরের থেকে। আর এই সবের জন্যই প্রয়োজন টাকার। অর্থ আর সমৃদ্ধির দেবী লক্ষ্মীকে খুশি করা তাই খুব দরকার। কিন্তু জানেনই তো, তিনি বড়ই চঞ্চলা, সহজে খুশি হলেও তাড়াতাড়ি আপনাকে ছেড়ে চলেও যেতে পারেন। তাঁকে ছাড়া স্বয়ং নারায়ণও নাকি ভিখিরি হয়ে গিয়েছিলেন। তাই আপনাকে অনেক সাবধানতার সঙ্গে দেবী লক্ষ্মীর পুজো করতে হবে। আর দেবীকে তুষ্ট করার জন্য আমাদের প্রাচীন শাস্ত্র আমাদের হাতে তুলে দিয়েছেন শ্রী যন্ত্রম নামের এক শক্তিশালী অস্ত্র।
আমাদের শাস্ত্রে মন্ত্র, পুজো এই সবের পাশাপাশি যন্ত্রমের এক বিশেষ জায়গা রয়েছে। পুজো করার সময়ে বা হোম করার সময়ে তো আমরা দেখেই থাকি যে রঙ দিয়ে পুরোহিত কী সব আঁকেন, তার উপর পুজো হয়। এই সব আকৃতির বিশেষ মূল্য আছে আমাদের শাস্ত্রে। এই আকৃতির রূপই হল যন্ত্রম। এটি কিন্তু আমাদের অনেক সমস্যা সমাধানের খুব শক্তিশালী উপায়। শুধু অর্থই নয়, শরীর, স্বাস্থ্য, পড়াশোনা, বিবাহ, সব দিক থেকেই নাকি উন্নতি আনে এই শ্রী যন্ত্রম। তাই বাড়িতে এই যন্ত্রম প্রতিষ্ঠা করে নিয়মিত পুজো করতে বলা হয়। বিশ্বাস করা হয় এই যন্ত্রমের মধ্যেই স্বয়ং লক্ষ্মী বাস করেন, এবং এটি নাকি আমাদের ভালো রাখার জন্য অনেক শক্তির জোগান দেয়। অনেক সময়ে তো এই যন্ত্রমকেই বিশ্ব বলে ধরা হয় আর এর পুজো করাকেই সকল দেবদেবীর পুজো করার সমান ধরা হয়। তাহলে বুঝতেই পারছেন তো, কত দরকারী আপনার বাড়িতে শ্রী যন্ত্রম স্থাপন করা।
এই শ্রী যন্ত্রম পুজো করলে আপনি বেশ কিছু দিক থেকে উন্নতি পাবেন। যেমন,
ক. এটি শুধু আপনাকে অর্থই দেবে না, আপনার যাতে বিদ্যা লাভ হয়, আপনি যাতে পণ্ডিত ব্যক্তি হন, সেটির আশীর্বাদও আপনি পাবেন।
খ. আপনি মানসিক ভাবে অনেক শক্তিশালী হবেন।
গ. আপনার সঙ্গে যারা আছেন তাঁরা খুবই সুখে থাকবেন।
ঘ. এর পুজো করলে আপনার কর্মক্ষেত্রে উন্নতি হবে।
ঙ. দীপাবলির দিন যদি আপনি মন দিয়ে এই যন্ত্রমের পুজো করেন আপনার বাড়িতে সারা বছর অর্থের কমতি হবে না।
আপনি কোনও ধাতু, যেমন সোনা, রুপো বা তামা দিয়ে এটি তৈরি করতে পারেন। আপনি এটি আপনার ঘরে বা অফিসে স্থাপন করতে পারেন। ঘরে স্থাপন করলে পুজোর জায়গায় শুদ্ধ ভাবে স্থাপন করুন। একটি লাল কাপড়ের উপর এটি বসান আর রোজ নিয়ম করে পুজো করুন। দেখবেন যেন এই যন্ত্রমের উপর সূর্যের আলো এসে পড়ে। রোজ প্রদীপ আর ধূপকাঠি দেখাবেন। আর মন্ত্র উচ্চারণ করবেন। মন্ত্রগুলি হল,
ক. ওম মহালক্ষ্মৈ নমঃ
খ. ওম হ্রিং ক্লিং হ্রিং শ্রীং মহালক্ষ্মৈ নমঃ
গ. শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মৈ নমঃ
তাহলে এখনই বাড়িতে শ্রী যন্ত্রম নিয়ে আসুন। নির্দিষ্ট শুভ দিন দেখে বাড়িতে প্রতিষ্ঠা করুন আর মন দিয়ে পুজো করুন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…