রাজ্যে মাঝারি মেধার ছাত্রছাত্রীদের জন্য খুবই উদ্বেগজনক বিষয় হলো মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক শিক্ষার পর একটা কাজের সন্ধান। এ ব্যাপারে রাজ্যসরকার তাদের নানা কারিগরি ও বৃত্তি মূলক প্রশিক্ষণ এর ব্যবস্থা করেছেন।
প্রথাগত শিক্ষার দ্বারাই সমাজে প্রতিষ্ঠা পাওয়া যায় এই ধারণা বোধয় এখন অচল। তাই কলা, বাণিজ্য বা বিজ্ঞান শাখায় পড়াশোনা করা ছাড়াও নানা ধরণের পেশামুলক হাতের কাজ শিখে নেয়া যায় সরকারি প্রতিষ্ঠানে। স্বল্প সময়ে ও কম খরচে এই কোর্সগুলো সাধারণ ও নিম্নবিত্ত পরিবারের ছেলেমেয়েরাও সহজে করে নিতে পারে।
কর্মপরিকল্পনা ও ভবিষৎ এর দিশারী:
যেহেতু ভারী বা বড় শিল্প নেই তাই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের দিকে দৃষ্টি দিয়েই বেকারদের কর্মমুখী করে ভবিষৎ জীবনের দিশা দেখানোই এগুলির লক্ষ। তাই আপনাদের জন্য রইল এরকম কিছু কাজের খোঁজ।
ভোকেশনাল ট্রেনিং এবং সেল্ফ এমপ্লয়মেন্ট স্কিম:
পশ্চিমবঙ্গ সরকার এর অধীনে ক্রীড়া ও যুব পরিষেবা বিভাগ ২০ এর বেশি বিভিন্ন বৃত্তিমূলক কোর্সকে অনুমোদন দিয়েছে। এগুলির প্রশিক্ষণ রাজ্যসরকার এর অনুমতি প্রাপ্ত বিভিন্ন শিক্ষাকেন্দ্র থেকে পাওয়া যায়। কোর্সগুলো হলো নিম্নরূপ –
- ডিপ্লোমা ইন্টিরিয়র ডেকোরেশন ও ডিজাইনিং
- ইন্টিরিয়র ডেকোরেশন ও ডিজাইনিং এ এডভান্স ডিপ্লোমা
- ডিপ্লোমা ইন ফ্যাশন ডিজাইনিং
- অ্যাডভান্স ডিপ্লোমা ফ্যাশন ডিজাইনিং
- টেক্সটাইল ডিজাইনিং এ সার্টিফিকেট কোর্স
- সার্টিফিকেটে টেলিফোন রিপেয়ারিং ও সার্ভিসিং
- মোবাইল ও টেলিফোন সারাই ও সার্ভিসিং এর ওপর ডিপ্লোমা
- স্টিল ফটোগ্রাফিতে ডিপ্লোমা
- কম্পিউটার হার্ডওয়ার রিপেয়ারিং ও মেইনটেনেন্স এ ডিপ্লোমা
- কম্পিউটার হার্ডওয়ার রিপেয়ারিং ও মেইনটেনেন্স এ এডভান্স ডিপ্লোমা
- রেডিও টিভি টেপ রেপেয়ারিং এ ডিপ্লোমা
- সার্টিফিকেট ভিডিওগ্রাফি
- সিল্ক স্ক্রীন প্রিন্টিং এ সার্টিফিকেট ও ডিপ্লোমা
- সার্টিফিকেট ইলেকট্রিকাল যন্ত্রপাতি সার্ভিসিং ও রিপেয়ারিং
- এয়ার কন্ডিশনিং ও ইঞ্জিনিয়ার এর উপর সার্টিফিকেট
- সার্টিফিকেট আঙ্কারিং
- বিউটিশান এর কোর্স এর উপর সার্টিফিকেট
- মোটর ট্রেনিং
পশ্চিমবঙ্গে ছাত্রযুবা দের নিজের পায়ে দাঁড়ানোর এক সুবর্ণ সুযোগ প্রদান করা হচ্ছে এই প্রশিক্ষনগুলোর মাধ্যমে। তারা যাতে তাদের স্কিল অনুযায়ী সঠিক নির্দেশনা পেয়ে তাদের সামর্থ্যের সম্পূর্ণ বিকাশ ঘটাতে করতে পারে সেদিকে লক্ষ দেয়া হয়েছে। এই ভোকেশনাল ট্রেনিং সেন্টার গুলি দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি ও বর্ধমান এও ছড়িয়ে রয়েছে।
কম্পিউটার প্রশিক্ষণ:
- আজকাল কম্পিউটার এর প্রয়োজনীয়তা সর্বজনবিদিত। তাই প্রথাগত শিক্ষাগত যোগ্যতার সাথে কম্পিউটার এ কোর্স করে নিলে তা চাকরি পেতে সুবিধার জায়গা করে দেয় কম্পিউটার এপ্লিকেশন, ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা করে সার্টিফিকেট পাওয়া যায় যার দ্বারা নানা সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ থাকে।
- রাজ্য যুব কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রর দ্বারা সিটা, ডিটা ইত্যাদি কোর্স বা ডেস্কটপ পাবলিশিং উপর কোর্স করে নিজেদের ভবিষ্যৎ গড়তে পারে ছাত্রছাত্রীরা।
হস্তশিল্প:
- পশ্চিমবঙ্গের ক্ষুদ্র, ছোট,মাঝারি শিল্প দপ্তর এর উদ্যোগে হস্তশিল্প ও সংস্কৃতির ঐতিহ্যকে বর্তমান চাহিদা ও আকল্পে ঢেলে সাজানো হচ্ছে।
- এই পরিষেবা ও পরিকল্পনায় ডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেন্টার ও সাবডিস্ট্রিক্ট ইন্ডাস্ট্রি সেক্টরকে সামিল করে জেলা ও গ্রামস্তরে সমস্ত বেকারদের হস্তশিল্প এ আগ্রহী হতে অনুপ্রাণিত করা হচ্ছে।
- এর জন্য তারা সরকার পরিচালিত আর্ট এন্ড ক্র্যাক্ট কলেজ গুলো থেকে পেন্টিং, স্কাল্পচার, টেক্সটাইল ডিজাইন, সিরামিক আর্ট, মাটির কাজ ইত্যাদির উপর প্রশিক্ষণ দিয়ে নিজেদের দক্ষতাকে ঘষামাজা করে নিতে পারবে।
- তাদের হস্তশিল্প সামগ্রী জেলাস্তরীয় বিভিন্ন মেলাতে প্রদর্শন ও বিক্রির সুযোগ রয়েছে। রাজ্যসরকারের বিভিন্ন শোরুম যেমন বিশ্ববাংলা, মঞ্জুসা বা বঙ্গশ্রীতেও তা পাওয়া যাবে।
- এমনকি বয়স্কদের জন্য পেনশন ও সবার জন্য আর্টিশান ক্রেডিট কার্ডের ব্যবস্থা ও করছে সরকার।
ফল সবজি সংরক্ষণ এর সার্টিফিকেট ট্রেনিং:
- অর্থনৈতিক ক্ষেত্রে কৃষির অবদান থাকে সবার আগে। গ্রামীন এলাকায় খাদ্য প্রক্রিয়াকরণ, সংরক্ষণ ও চাষ এই বিষয়গুলোতে দক্ষতাবৃদ্ধি করে তাদের উপার্জনের দিকটি সুনিশ্চিত করতে চাইছে সরকার।
- এর জন্য কলকাতাতে ফ্রুট ও ভেজিটেবল প্রিজার্ভেশন কাম কমিউনিটি সেন্টার। তা ছাড়াও রাজ্যজুড়ে ২২টা প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে খাদ্য প্রক্রিয়াকরণ ও কৃষি দপ্তরের রক্ষণাবেক্ষণে।
বিবিধ:
- এছাড়াও গভর্নমেন্ট ইঞ্জেনিয়ারিং ও লেদার টেকনোলজি এর মত প্রতিষ্ঠান থেকে চামড়াজাত দ্রব্য ও পাদুকা শিল্পের মতো কোর্স করা যেতে পারে। West Bengal State Council Of Tech Education অনুমোদিত এই কোর্স।
- এছাড়াও গভর্নমেন্ট টেলারিং ইনস্টিটিউট থেকে পোশাকজাত দ্রব্য বাজারজাত করণের সুবিধা রয়েছে টেলারিং এর উপর ডিপ্লোমা ও এডভান্সড কোর্স করলে।
- টুল ও ডায়িং উপর যন্ত্রপাতি ও ছাঁচ তৈরির কাজ ও শিখে নিতে পারেন সহজেই। এগুলোর মাধ্যমে হয়ে উঠুন স্বনির্ভর।