চুলের জন্য ভৃঙ্গরাজের উপকারিতা নিয়ে আর নতুন করে বলার নেই। সুন্দর চুল চাই? তাহলে কিচ্ছুনা, জাস্ট ব্যবহার করুন ভৃঙ্গরাজ তেল। ভৃঙ্গরাজ তেল স্ক্যাল্পের রক্তসঞ্চালন উন্নত করে। তার ফলে চুলের বৃদ্ধি তো ঘটেই। সেই সঙ্গে হেয়ার ফলিকলকে ভেতর থেকে নারিশ করে। চুলের অকালপক্কতা নিয়ন্ত্রণ করে। এছাড়াও স্ক্যাল্পের অন্যান্য সমস্যা যেমন চুলকানি, খুশকি এসবও নিয়ন্ত্রণ করে। এক কোথায় হেলদি স্ক্যাল্প ও হেলদি চুল। বিভিন্ন ভাবেই ব্যবহার করতে পারেন ভৃঙ্গরাজ তেল। দেখে নিন কী কী ভাবে ব্যবহার করলে, ম্যাজিকের মত উপকার পাবেন এই তেল থেকে।
উপকরণ
২চামচ ভৃঙ্গরাজ তেল।
পদ্ধতি
ভৃঙ্গরাজ তেল গরম করে নিন। হালকা গরম তেল স্ক্যাল্পে ভালো করে ম্যাসাজ করুন। অন্তত আধঘণ্টা রেখে দিন। এর বেশী রাখতে পারলে আরও ভালো। তারপর মাইলড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুদিন এই তেল ম্যাসাজ করুন। ধীরে চুল দেখবেন কেমন ঘন, সাইনি হচ্ছে এবং ভলিউমও বাড়বে চুলের।
চুল ভালো রাখতে স্পেশাল আমলা তেল? এটা না করে, আমলকীকে ব্যবহার করুন ভৃঙ্গরাজের সাথে। চুল পাবে এক্সট্রা ভিটামিন সি এর পুষ্টি।
উপকরণ
১চামচ আমলকী পাউডার ও ২চামচ ভৃঙ্গরাজ তেল।
পদ্ধতি
তেলের মধ্যে আমলকী পাউডার মেশান। এটা এবার কম আঁচে গরম করুন। ততক্ষণ গরম করুন, যতক্ষণ না পাউডারের রঙ পরিবর্তন হচ্ছে। পাউডার গাঢ় ব্রাউন রঙের হয়ে গেলে নামিয়ে নিন। তারপর তেল আলাদা জেয়গায় সংরক্ষণ করুন। এটা স্ক্যাল্পে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। ১৫ মিনিট মত ম্যাসাজ করুন। তারপর একঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। মাইলড শ্যাম্পু হলে ভালো হয়। সপ্তাহে দু থেকে তিনদিন করুন। একমাস পর চুলের তফাৎটা নিজেই বুঝতে পারবেন।
হার্ব এসেনশিয়াল পিওর আমলা, ১০০ গ্রাম
দাম ১৫০/-
নতুন চুল গজাতে ক্যাস্টর অয়েলের থেকে ভালো উপাদান আর কিছু নেই। আর ভৃঙ্গরাজের সাথে ব্যবহার করলে তো কোন কথাই নেই।
উপকরণ
১চামচ ক্যাস্টর অয়েল ও ১চামচ ভৃঙ্গরাজ তেল।
পদ্ধতি
দুটি তেল একসাথে মিশিয়ে গরম করুন। তারপর হালকা গরম তেল স্ক্যাল্পে ম্যাসাজ করুন। ভালো করে ১৫ মিনিট ম্যাসাজ করুন। অন্তত একঘণ্টা রেখে দিন। তারপর মাইলড শ্যাম্পু দিয়ে পরিষ্কার করে ফেলুন। সপ্তাহে দু তিনদিন করলে, একমাসের মধ্যেই নতুন চুল গজাবে ও চুল পড়াও কমবে।
চুল খুব রুক্ষ? ফেটে যাচ্ছে? তাহলে এর থেকে ভালো ট্রিটমেন্ট বোধহয় আর কিছু হয় না। কারণ জবা ফুল ও পাতা দুটোই জাস্ট অসাধারণভাবে চুলকে নারিশ করে। স্ক্যাল্পকে ভেতর থেকে হাইড্রেটেড রাখে। দেয় স্মুথ ও সফট চুল।
উপকরণ
দুটি জবা ফুল ও ২চামচ ভৃঙ্গরাজ তেল।
পদ্ধতি
জবা ফুলের পাপড়ি নিন। তেলের মধ্যে পাপড়ি দিয়ে তেল গরম করুন। যতক্ষণ না পাপড়ি ও তেলের রঙ পরিবর্তন হচ্ছে, ততক্ষণ পর্যন্ত গরম করুন। রঙ পরিবর্তন হলে, মানে কালচে লাল হলে নামিয়ে নিন। একটু ঠাণ্ডা হলে পাপড়ি বাদ দিয়ে দিন। এবার এই তেলটা স্ক্যাল্পে ম্যাসাজ করুন। অন্তত একঘণ্টা রাখুন। তারপর মাইলড শ্যাম্পু দিয়ে ধুয়ে ফেলুন। সপ্তাহে দুদিন করুন।
➡ চুল লম্বা করতে জবা ফুলের হেয়ার প্যাক।
শিকাকাই হল প্রাকৃতিক শ্যাম্পু, যেটা খুব সুন্দরভাবে স্ক্যাল্পকে পরিষ্কার করে। স্ক্যাল্পের সমস্ত ময়লা এমনকি খুশকিও পরিষ্কার করে দেয়। সাথে ভৃঙ্গরাজ তো আছেই চুলকে হেলদি করে তুলতে।
উপকরণ
১চামচ শিকাকাই পাউডার ও ২চামচ ভৃঙ্গরাজ তেল।
পদ্ধতি
শিকাকাই পাউডার ও ভৃঙ্গরাজ তেল একসাথে গরম করুন। যখন পাউডার একদম কালচে লাল বা গাঢ় রঙের হয়ে যাবে, তখন নামিয়ে নিন। একটু ঠাণ্ডা হলে, স্ক্যাল্পে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। একঘণ্টা বা তার বেশী রাখুন। তারপর মাইলড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুদিন করুন।
ওপরের এই উপকরণগুলো কিছুই জোগাড় করতে না পারলে, নারকেল তেলের সাথেই ব্যবহার করুন। তাতেও অনেক উপকার পাবেন।
উপকরণ
১চামচ নারকেল তেল ও ১চামচ ভৃঙ্গরাজ তেল।
পদ্ধতি
নারকেল ও ভৃঙ্গরাজ তেল মিশিয়ে নিন। এটা গরম করুন। হালকা গরম এই তেল স্ক্যাল্পে সার্কুলার মোশনে ম্যাসাজ করুন। একঘণ্টা বা সারারাত রাখতে পারলে আরও ভালো। পরদিন সকালে মাইলড শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে দুদিন মাখুন এই তেল।
সুন্দর চুল পেতে প্রতিটাই জাস্ট অনবদ্য ট্রিটমেন্ট। এক একটা এক এক সপ্তাহে ট্রাই করে দেখুন। কথা দিচ্ছি চুল নিয়ে আর ভাবনায় পড়তে হবে না।
https://dusbus.com/bn/chuler-jotno-nite-modhur-ghoroya-pack-5-ti/
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
ঢাকা এই তেল কোথায় পাবো ?
আয়ুর্বেদের দোকানে জিজ্ঞাসা করেন। যদি থাকে পেয়ে যাবেন।