ফেসিয়াল তো আপনারা সবাই কম-বেশী করেছেন। পার্লারে গিয়ে একগাদা টাকা খরচা করে নামীদামী কোম্পানির ফেসিয়াল ব্যবহার করার অভিজ্ঞতাও নিশ্চয়ই আপনাদের আছে। কিন্তু ফেসিয়াল করে মুখে কখনও হীরের চমক পাননি তো? তাহলে আপনি VLCC ডায়ামন্ড ফেসিয়াল কিট কখনও ব্যবহার করেননি নিশ্চয়ই? আজকের আর্টিকলে রইলো VLCC ডায়ামন্ড ফেসিয়াল কিটের খাস খবর।
VLCC ডায়ামন্ড ফেসিয়াল কিট আদতে একটা স্পেশাল ফেসিয়াল। আর যেকোনো বিউটি পার্লারে গিয়েই আপনি এই ফেসিয়াল অনায়াসে করাতে পারবেন। তবে হ্যাঁ, আপনার ট্যাঁকের বেশ খানিক জোর থাকা কিন্তু এই ফেসিয়ালের ক্ষেত্রে খুব দরকার। কারণ অন্যান্য নর্মাল ফেসিয়ালের থেকে ডায়ামন্ড ফেসিয়াল একটু দামীই। পার্লারে করালে ৪০০০ থেকে ১০০০০ টাকা খরচা হবে। তবে চিন্তা করবেন না, গাঁটের কড়ি খরচা করতে পারলে অন্যান্য ফেসিয়ালের থেকে এফেক্টটাও কিন্তু বেশী পাবেন। আর বাজেট যদি কম থাকে, তাহলেও দুঃখ করবেন না। অন্য কোনো ব্র্যান্ডের ডায়ামন্ড ফেসিয়াল কিট (যেমন—শাহনাজ হুসেন, লোটাস, অক্সি ইত্যাদি) ব্যবহার করতে পারেন।
➡ ফেসিয়াল কোন বয়স থেকে করবেন জানুন।
VLCC ডায়ামন্ড ফেসিয়াল কিটের কিন্তু আপনার ত্বককে যত্নের ক্ষেত্রে সত্যিই কোনো জুড়ি নেই। আপনার ত্বককে দারুণ ভাবে এক্সফোলিয়েট করে উজ্জ্বল নরম ত্বক তো দেয়ই, তাছাড়া এই ফেসিয়াল করার পর আপনার মুখে একটা ইমিডিয়েট ফ্রেশনেস দেখতে পাবেন। আপনার ত্বককে টানটান করে রাখতে চাইলেও এটা আপনার বেস্ট অপশন হতে পারে।
আগেই বলেছি VLCC ডায়ামন্ড ফেসিয়াল কিটের খরচা খানিক বেশী হলেও এফেক্টও পাবেন কিন্তু বেশী। যেকোনো ধরণের ত্বকেই উপকার পাবেন। আপনার ত্বককে ভেতর থেকে পরিষ্কার করে শাইনি আর গ্লোয়িং এফেক্ট দিতে এটা বেস্ট। এই ডায়ামন্ড ফেসিয়াল কিটের ব্যবহারে আপনার মুখের কোষ অ্যাক্টিভেট হয়ে যায়, ফলে মুখের মেটাবলিজম ভালো হয়। আর আপনাকে তো রোজই বাইরে বেরোতে হয়। তাই পলিউশনে আর ট্যানে আপনার মুখে রিঙ্কল পড়ে নিশ্চয়ই খুব করুণ অবস্থা? তাহলে এই ফেসিয়াল কিট কিন্তু আপনার মাস্ট ট্রাই।
এমনি বিউটি প্রোডাক্টের দোকানে তো পেয়েই যাবেন। তাছাড়া অনলাইনেও অনায়াসে কিনতে পারবেন। নীচের লিঙ্ক দেখুন।
VLCC ডায়ামন্ড ফেসিয়াল কিট, ৫০ গ্রাম
দাম ৩৫০/-
অফারে দাম ২২৭/-
এই VLCC ডায়ামন্ড ফেসিয়াল কিটের মধ্যে থাকে,
১. ডায়ামন্ড ডি-টক্স লোশন।
২. ডায়ামন্ড স্ক্রাব।
৩. ডায়ামন্ড ম্যাসাজ জেল।
৪. ডায়ামন্ড ওয়াশ-অফ মাস্ক।
এটা সাধারণত বাড়িতে ব্যবহার করার জন্যই।
VLCC ডায়ামন্ড পলিশিং ফেসিয়াল কিট
দাম ১৬০০/-
অফারে দাম ১১৬০/-
এতে থাকে,
১. কম্ফ্রে ক্লিনজার কাম টোনার।
২. ডায়ামন্ড ডি-টক্স লোশন।
৩. ডায়ামন্ড স্ক্রাব।
৪. ডায়ামন্ড ম্যাসাজ জেল।
৫. ডায়ামন্ড ওয়াশ-অফ মাস্ক।
৬. অয়েল ফ্রি ময়েশ্চারাইজিং জেল।
সালোঁ সিরিজের এই কিট সাধারণত পার্লারে ব্যবহারের জন্যই। আরও বেশী প্রফেশনাল।আর ব্যবহার করার আগে প্রোডাক্টের প্যাকেটের ইন্সট্রাকশন কিন্তু খুব ভালো করে পড়ে নেবেন।
তাহলে আর দেরী কিসের? আপনার ত্বকের হারানো জেল্লা ফিরিয়ে আনতে, আর হীরের মতোই চমকানো স্কিন পেতে আজই কিনে ফেলুন এই স্পেশাল ডায়ামন্ড ফেসিয়াল কিট, আর গ্ল্যামারের ছটায় চমকে দিন সব্বাইকে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…