কিছুদিন আগেই খবরের শিরোনামে এসেছিল লেবাননের রাজধানী বেইরুট। এক বিধ্বংসী অগ্নিকান্ড, মানুষের মৃত্যু গোটা বিশ্বকে স্তম্ভিত করে দিয়েছিল। কিন্তু সেই খবরের সূত্রেই যে আজ আবার বেইরুট শিরোনামে চলে আসবে সেটা কে জানত! তবে এবারে বেইরুট মজার এক ঘটনাকে কেন্দ্র করে সবার সামনে এসেছে। শীতের ছুটির মরশুমে আলাদাই আনন্দ দেয় সেই দৃশ্য।
আমরা সবাই জানি যে বেইরুটের অগ্নিকান্ড নিয়ে তদন্ত চলছে। আর সেই তদন্তের নানান ‘আপডেট’ সংবাদমাধ্যমের সাহায্যে আমরা পেয়ে যাচ্ছি। এরকমই এক আপডেট দিচ্ছিলেন স্কাই নিউজ আরবিয়ার সিনিয়র রিপোর্টার লারিসা আউন। তিনি বেইরুটে একটি রাস্তায় দাঁড়িয়ে লাইভ অন ক্যামেরা কিছু গুরুত্বপূর্ণ খবর পরিবেশন করছিলেন ওই অগ্নিকান্ডের বা বিস্ফোরণের তদন্ত নিয়ে।
এই পর্যন্ত সব ঠিকই ছিল। কিন্তু হঠাৎ কোথা থেকে চলে আসে এক সাদা মিষ্টি বিড়াল। বিড়াল এসেই লারিসার কোটের থেকে ঝুলতে থাকা একটা বেল্ট নিয়ে খেলতে থাকে। এটা শুধু একবার নয়, বিকেলের দিকে লারিসা যখন আবার রিপোর্টিং শুরু করেন লাইভ ওই রাস্তায় দাঁড়িয়ে, তখন ওই মিষ্টি বিড়াল আবার চলে আসে আর ওইভাবেই খেলা করতে থাকে।
আপনারা নিশ্চয়ই ভাবছেন যে সিরিয়াস খবর পরিবেশনের সময়ে বিড়াল চলে এলে আর কি করবেন একজন প্রফেশনাল সাংবাদিক! নিশ্চয়ই হাত বা পা দিয়ে সরিয়ে দেবেন দূরে। কিন্তু লারিসা তা করেননি। যতক্ষণ ক্যামেরা অন ছিল, লারিসা খবর পরিবেশন করে গেছেন। কোনওরকম বিচ্যুতি ঘটেনি খবর পরিবেশনে। খবর পরিবেশন হয়ে গেলে, ক্যামেরা বন্ধ হলে তিনি হেসে ফেলেন আর সবাইকে দেখান এই কাণ্ড। বিকেলের দিকেও তিনি এই একই কাজ করেন। আর সবচেয়ে বড় কথা, দুইবারই তিনি এই সুন্দর মিষ্টি দৃশ্য টুইটারে শেয়ার করেন। এই মিষ্টি বিড়ালকে তিনি তাঁর ‘লয়্যাল ফলোয়ার’ বলেও সম্বোধন করেন।
সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য এখন ভাইরাল। মানুষজনের কত্ত মিষ্টি প্রতিক্রিয়া এই বিড়ালকে নিয়ে। কেউ কেউ বলছেন লারিসার উচিত এই বিড়ালকে বাড়ি নিয়ে যাওয়া। কেউ আবার লারিসার প্রশংসা করছেন এই বলে যে লারিসা খুব ভাল প্রফেশনালিজম দেখিয়েছেন খবর পরিবেশনের সময়ে। কেউ বা আবার বলছেন লারিসা কিন্তু খবর বলতে বলতে বিড়ালটাকে কোলে নিয়ে নিতেই পারতেন। বেশ অন্যরকম হত তাহলে ব্যাপারটা। কেউ আবার বলেছেন, লারিসার থেকে সব সাংবাদিকদের শিক্ষা নেওয়া উচিত সাংবাদিকতার আর পেশাদারিত্বের।
মোট কথা হল, সোশ্যাল মিডিয়ায় এই মিষ্টি বিড়াল এখন সেলিব্রিটি। সত্যিই, সুকুমার রায় বিড়ালের ক্ষমতা নিয়ে কম ভুল কিছু কিন্তু ভাবেননি, কি বলেন!
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…