Most-Popular

ভাইফোঁটা সামনেই। দেখে নিন প্রবাসী দাদারা বোনেদের কি কি উপহার দিচ্ছে। আপনি কি চান?

দূর্গা পুজো শেষ লক্ষ্মী পুজো ও শেষ| মনটা একটু খরাপ খারাপ তাই না? কিন্তু আনন্দ করার আর নতুন নতুন গিফট পাওয়ার এখনো একটা সুযোগ কিন্তু আছে| সামনেই যে ভাই ফোঁটা| ভাই বোনের সুন্দর ও মিষ্টি সম্পর্ককে আরো মজবুত করার খুব সুন্দর একটা আনন্দ অনুষ্ঠান হলো এই ভাইফোঁটা| প্রতি বছর এই দিনটির জন্য সব ভাই ও বোনেরা অপেক্ষা করে থাকে| সব বোনেরা তাদের ভাইদের দীর্ঘ আয়ু ও মঙ্গল কামনা করে ভাইয়ের কপালে তিলক কাটে, আর মন পরে থাকে গিফটের এর দিকে| তার ওপর আপনার দাদা বা ভাই যদি প্রবাসী হন তাহলে তো আর কথায় নেই| বহু প্রতিক্ষিত দিনটি আসতে কিন্তু আর বেশি দেরী নেই| আপনি লিস্ট বানিয়ে ফেলেছেন তো কি কি নেবেন আপনার ভাইয়ের কাছ থেকে?

আমার কিছু বন্ধুর কাছে জানতে পারলাম তাদের দাদারা ভাই ফোঁটায় কি কি গিফট আনছে বোনেদের জন্য| শুনে কিন্তু আমার খুব হিংসে হলো| ইসস! আমার যদি কোনো দাদা বা ভাই বিদেশে থাকত তাহলে আমিও পেয়ে যেতাম এইসব দামী, এক্সপেনসিভ গিফ্ট| আপনি ও দেখে নিন তালিকাতে কি কি আছে| আর যদি আপনাদের কারো ভাই বা দাদা প্রবাসে থাকে তাহলে এখুনি হুকুম জারি করে দিন আপনার পছন্দের জিনিসটির|

১. apple আই ফোন 

এবারের ভাই ফোঁটায় প্রবাসী দাদাদের কাছ থেকে মাস্ট গিফটের তালিকায় প্রথমেই কিন্তু থাকছে অ্যাপেল আই ফোন ৮, ৮(S) আর আই ফোন ১০ বা x| একেবারে নতুন ঝকঝকে আই ফোন গিফট হিসেবে সব রকম গিফট কে টেক্কা দিতে পারে| ভাবুন একবার আপনার হাতে আই ফোন ৮, আর বন্ধু দের দেখিয়ে তাতে সবাই মাইল সেলফি ভাবতে পারছেন? তবে যদি আই ফোন ৮ নাই বা হলো আই ফোন সিরিস ৭ হলেও কিন্তু মন্দ হবেনা| আপনার দাদা যদি বাইরে থেকে থাকে এখুনি আর্জি পেশ করুন| হয়তো আপনিও পেয়ে যেতে পারেন|

২. হ্যান্ড ব্যাগ 

আপনার সাজ গোজের সাথে হ্যান্ড ব্যাগটি মানান সই না হলে স্টাইল কিন্তু সম্পন্ন হয়না| তাই আপনার দাদা যদি আপনার জন্য বেশ ভালো একটি হ্যান্ড ব্যাগ এনে দেয় আর তা যদি লুইস ভিটন, গুস্সী, Goyard, চ্যানেল, হের্মেস, কেলভিন ক্লেইন হয় তাহলে তো কথাই নেই| বাকি সব মহিলাদের মত এগুলির যে কোনো একটি আপনার সম্ভারে রাখার স্বপ্ন নিশ্চই আপনিও দেখে থাকবেন| এবারের ভাই ফোঁটায় উপহার হিসেবে প্রবাসে থাকা দাদাদের তালিকায় এই অপশন টি কিন্তু মাস্ট|

৩. পারফিউম

পারফিউম ও কিন্তু গিফট হিসেবে মন্দ নয়| তা অবশ্য যে সে পারফিউম নয় খোদ লোমানি, কেলভিন ক্লেইন, বুর্বের্রী, চ্যানেল, ডলস গাব্বানা, গুস্সী| এই গিফ্ট পেয়ে খুশি হবেনা এরকম নিশ্চই কাউকে খুঁজে পাওয়া দুস্কর|

৪. ঘড়ি 

এবার প্রবাসী দাদারা অনেকেই তাদের আদরের বোনেদের আর্জি মত এক্সক্লুসিভ হ্যান্ড ওয়াচ আনছেন গিফট হিসেবে| তবে তা রাদো,ফসিলস, আপেল, রোলেক্স না ভার্সাচে হবে তা অবশ্য দাদাই ঠিক করবে|

৫. ডিসাইনার ড্রেস  

ডিসাইনার ড্রেস কে না পছন্দ করে? তাই এবারের প্রবাসী দাদাদের পছন্দের তালিকায় থাকছে তাদের বোনেদের জন্য আরমানি, ডলস এন্ড গাব্বানা, প্রডা, চ্যানেল, গুস্সী, মার্ক জেকব্স, ডিওর ইত্যাদি ইন্টারন্যাশনাল ব্রান্ডের ডিসাইনার ড্রেস|

৬. ডিসাইনার জুতো

আমাদের স্টাইল কিন্তু সম্পূর্ণ হয় ভালো জুতো একটি পায়ে থাকলে| তাই আদরের বোনেদের আর্জি মত প্রবাসী দাদারা তাদের বোনেদের জন্য গিফটের তালিকা থেকে জুতো অপশনটি কিন্তু বাদ দিতে পারেননি| দাদা যদি এখনো আপনার পছন্দের জুতো না কিনে থাকেন তাহলে এই ব্র্যান্ড অপশনগুলি এখুনি পাঠিয়ে দিন গুস্সী, মিউ মিউ, ব্রাইন আটউড, জিম্মি চু, ওয়াল্টার স্তেইগের লুইস ভিটন| এই জুতোর মধ্যে যে কোনো একটি পরে রাম্পে না হলেও রাস্তায় হেটে বন্ধুদের তাক লাগিয়ে দিন|

৭. আপেল ম্যাকবুক, আইপ্যাড

এবারের ভাই ফোঁটায় দাদার কাছ থেকে গিফট হিসেবে ম্যাকবুক বা আই প্যাড গিফ্ট হিসেবে আপনি পেয়েই যেতে পারেন| আপনার সংকলনে একটি ম্যাকবুক থাকলে ক্ষতি কি? গিফট হিসেবে ম্যাকবুক আমার কাছে কিন্তু বেশ ইর্ষনীয় ব্যাপার, আপনার কাছে?

দেখছেন তো দাদা বা ভাই প্রবাসে থাকলে কত মজা| আপনার যদি দাদা বা ভাই প্রবাসী হয় তাহলে লিস্ট গুলো এখুনি পাঠিয়ে দিন| তবে আমার কাছে ভাইফোঁটা অনুষ্ঠানটি ভাই ও বোনের ভালবাসা ও আনন্দের দিন| ভাই বা বোনের কাছ থেকে পাওয়া ছোট্ট একটা  গিফট অনেক বেশি দামী হয়ে ওঠে এই দিনটিতে| তবে যদি আপনার দাদা বা ভাই প্রবাসী হয় তাহলে তো আর কথায় নেই| কারণ এখন শুধু প্রতীক্ষা,  চুটিয়ে সবাই মিলে একসাথে চুটিয়ে মজা করার আর ভালো ভালো উপহার পাবার|

 

 

 

অন্বেষা দত্ত লাহিড়ী

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago