শীতকালে হিমেল হাওয়া গায়ে মেখে একটু রোদে আরাম কেদারা নিয়ে বসার আরামই আলাদা। বিশেষ করে আমাদের মতো গ্রীষ্মপ্রধান দেশে শীত তো অতিথি-মাত্র। তাই কলকাতাবাসী মূলত শীতের সবটুকু রূপ-রস রীতিমতো চেটেপুটে উপভোগ করতে চায়।
শীতের সোনালি রোদ উপভোগ করতে পছন্দ করেন। সবই ঠিক আছে, কিন্তু একটা কথা কি ভেবে দেখেছেন? – তা হল গরম পড়লে তো রোদ থেকে বাঁচতে ত্বকে সানস্ক্রিন লাগান, ঠিক তেমন যত্ন কি শীতকালে রোদের হাত থেকে বাঁচতে নেন?
শীতে কি সানস্ক্রিন লাগানো উচিত?
- অনেকের হয়তো এটা মনে হতে পারে যে শীতকালে রোদের থেকে বাঁচতে সানস্ক্রিন ব্যবহার করার প্রয়োজন নেই। গরমের দিনের মতো শীতের দিনেও কিন্তু সূর্যের অতিবেগুনি রশ্মি ত্বকের একইরকমভাবে ক্ষতি করে।
- তাই শীতকালে সূর্যের তেজ থেকে ত্বককে বাঁচাতে সানস্ক্রিন খুবই প্রয়োজনীয়।
- আর মনে রাখবেন শীতকালে এসপিএফ ৩০-৫০-এর মধ্যে যেকোনও সানস্ক্রিন ব্যবহার করা উচিত।
স্কিন টাইপ অনুযায়ী সানস্ক্রিন
এক ঝলকে দেখে নিন, কোন ধরণের ত্বকের মহিলারা কিরকম সানস্ক্রিন ব্যবহার করলে সূর্যের অতিবেগুনি রশ্মির হাত থেকে মুক্তি পাবেন সেইসঙ্গে ত্বকের অতিরিক্ত শুষ্কভাব থেকেও রেহাই পাবেন।
১) অয়েলি স্কিনের সুরক্ষায় সানস্ক্রিন
- যাদের অয়েলি স্কিন, তাদের শীতকালে খুব একটা সমস্যা হয় না। কারণ শীতের রুক্ষ-শুষ্কভাব তাদের খুব একটা কাবু করতে পারে না।
- অয়েলি স্কিন যাদের, তাদের ত্বক থেকে প্রাকৃতিক তেল নিঃসরণের ফলে ত্বক খুব একটা শুষ্ক হয় না।
- তবে রোদের হাত থেকে বাঁচতে অয়েলি স্কিনের মহিলাদের উচিত ওয়াটার-বেসড কোনও সানস্ক্রিন বেছে নেওয়া।
- এতে ত্বকের আর্দ্রতা আরও অনেক বেশি পরিমাণে ধরে রাখবে, সেইসঙ্গে ত্বকে খুব ভালো ভাবে মিশে যাবে। সেইসঙ্গে শুষ্ক ত্বকের সমস্যা থেকেও রেহাই পাওয়া যাবে।
২) ড্রাই স্কিনের সুরক্ষায় সানস্ক্রিন
- শীতের মরশুমে ত্বক এমনিতেই তার স্বাভাবিক আর্দ্রতা হারিয়ে ফেলে।তার ওপর যাদের শুষ্ক ত্বক, তাদের ক্ষেত্রে সমস্যাটা আরও বেশি।
- কারণ অতিরিক্ত শুষ্কতার জন্য ত্বক তার স্বাভাবিক ঔজ্জ্বল্য হারিয়ে ফেলে। যার ফলে ত্বক দেখতে লাগে প্রাণহীন।
- পাশাপাশি ত্বক শুকনো, খসখসে এমনকি চামড়া ফেটে যাওয়ার সমস্যাতেও ভোগেন শুষ্ক ত্বকের মানুষরা।
- তাই শুষ্কতার হাত থেকে বাঁচতে এবং একইসঙ্গে ত্বকের অতিবেগুনী রশ্মির সঙ্গে মোকাবিলা করতে এমন সানস্ক্রিন বেছে নিন যাতে ময়েশ্চারের পরিমাণ বেশি।
- অতিরিক্ত ময়েশ্চার বা আর্দ্রতাযুক্ত সানস্ক্রিন শীতকালে শুষ্ক ত্বকের যাবতীয় সমস্যার সমাধান করতে বিশেষভাবে সাহায্য করে।
৩)নর্মাল স্কিনের সুরক্ষায় সানস্ক্রিন
- নর্মাল স্কিন যাদের তারা সবচেয়ে ভাগ্যবান, কারণ তাদের ত্বকে তো কোনও সমস্যাই নেই। – এ ধারণা সম্পূর্ণ ভুল।
- তবে একথা ঠিক যে, যাদের নর্মাল স্কিন, তাদের গ্রীষ্মকালে খুব একটা সমস্যা হয় না।
- কিন্তু শীতকালে নর্মান স্কিনও রুক্ষ-শুষ্ক হয়ে প্রাণহীন দেখতে লাগে।
- তাই এই সময়ে ত্বকের সঙ্গে মানানসই, পাশাপাশি সূর্যের অতিবেগুনী রশ্মির হাত থেকে বাঁচতে বেছে নিন ক্রিম-বেসড সানস্ক্রিন।
৪) সেনসিটিভ স্কিনের সুরক্ষায় সানস্ক্রিন
- সেনসিটিভ ত্বক যাদের তাদের যে কোনও ঋতুতেই সমস্যার মুখে পড়তে হয়।
- কারণ সেনসিটিভ ত্বকে যাই লাগানো হোক না কেন তাতেই যে-কোনওরকম ব়্যাশ বা ফুশকুড়ির মতো সমস্যা দেখা দিতে পারে।
- তাই অতিরিক্ত কেমিক্যেল রয়েছে এমন সানস্ক্রিন না ব্যবহার করাই ভাল।
- যেকোনও লাইটওয়েট সানস্ক্রিনি এই ত্বকের জন্য একেবারে আদর্শ।
৪টি ভালো সানস্ক্রিনের খোঁজ
স্কিনের নানা ধরন অনুযায়ী বেছে আনা সবচেয়ে ভালো মানের ৪টি সানস্ক্রিন। আপনার স্কিনের ধরন মিলিয়ে নিয়ে এগুলোর মধ্যে থেকে এক্তি চাইলে এবারের শীতে ব্যবহার করতে পারেন।
১. L’Oreal Paris UV Perfect Advanced 12H UV Protector
Buy Here
লরিয়েল প্যারিস অ্যাডভান্সড সানস্ক্রিন SPF-50 যুক্ত এই সানস্ক্রিন। এটি সব রকমের স্কিনের জন্য খুব ভাল কারণ এটি ওয়াটারপ্রুফ এবং এটি ব্যবহার করলে ঘাম হয় না।
২. Lotus Herbals Safe Sun UV Screen Matte Gel
Buy Here
লোটাস হার্বাল সেফ সান UV স্ক্রিন ম্যাট জেল। এই সানস্ক্রিটিও SPF-50 যুক্ত। যা শীতকালে ত্বকের জন্য একেবারে সঠিক। অয়েলি স্কিনের জন্য এই সানস্ক্রিন আদর্শ।
৩. Lakme Sun Expert SPF 50
Buy Here
লোশন বেসড হওয়ার কারণে এটি অয়েলি থেকে নর্মাল স্কিনের জন্য এটি খুবই উপযোগী।
৪. Biotique Bio Sandalwood Face & Body Sun Lotion
Buy Here