Personal Care

স্পা এর খরচ বাঁচান, বাড়িতেই করুন প্যারাফিন ওয়াক্স প্যাডিকিওর

নেল স্যালোনে যাবার অভ্যাস থাকলে যে জিনিসটি আপনার চোখ এড়ায়নি তা হলো একটি সাদা বা গোলাপী সল্যুশন বা দ্রবণ যেখানে দেখে থাকবেন অনেককেই হাত ও পা ডোবাতে। মনের ভেতরে এই নিয়ে জিজ্ঞাসা ও তৈরি হয়েছে নিশ্চিত! বার বার ভেবেছেন কি হতে পারে ওটা?

আসলে ওই লিকুইডটার নাম হলো প্যারাফিন ওয়াক্স যা বেশিরভাগ মেশানো হয়ে থাকে বিউটি প্রোডাক্টসে চামড়া নরম ও মসৃণ করবার জন্য। স্কিনে হাইড্রেসন ও মেরামতির কাজে এটি বর্তমানে এক অভিনব দিশা। স্পা বা স্যালোনের চড়া দামের মহার্ঘ ট্রিটমেন্ট আপনি এবার বাড়িতেই ট্রাই করতে পারেন।জেনে নিন কিভাবে।

প্যারাফিন ওয়াক্স কি?

  • প্যারাফিন ওয়াক্স হলো একটি বর্ণহীন, নরম স্যাচুরেটেড হাইড্রোকার্বন। এটা মূলত তেল শুদ্ধিকরনের উপজাত দ্রব্য।
  • এখন অবশ্য পেট্রোলিয়াম বেসড ওয়াক্স মোমবাতি, ওয়াক্স পেপার, কসমেটিকস দ্রব্য এবং ইন্সুলেটর ইত্যাদি তৈরিতে ব্যবহৃত হচ্ছে।
  • স্পা ও স্যালোনে হাত ও পা এ প্যাডিকিউর করানোর কাজে এটির সাহায্য নেয়া হচ্ছে। এর পিচ্ছিল ও লুব্রিকেন্ট উপাদান হাড় ও মাসলে আরাম এর অনুভব দেয়।
  • প্যারাফিন ওয়াক্স করলে কালো দাগ হয় না ওয়াক্স করা অংশে।
  • এর সাথে এখন নানা এসেন্সিয়াল অয়েল মিশিয়ে একটা সেন্টেড ফ্লেভার দেবার চেষ্টা করা হয়। এগুলো ল্যাভেন্ডার, ভ্যানিলা, রোজমেরি, মিন্ট ইত্যাদিতে উপলব্ধ।

প্যারাফিন ওয়াক্স এর সুবিধা:

  • শুধুমাত্র বিউটি ট্রিটমেন্ট ই নয় নানা মেডিক্যাল ভ্যালু রয়েছে এই ওয়াক্স এর।এটি ব্যথা কমাতে ও রক্ত সঞ্চালন বাড়াতে সহায়ক।
  • এটা একধরনের হিট থেরাপি যার দ্বারা আপনি নিজের ক্লান্ত হাত পা কে দিতে পারেন একটা তরতাজা ভাব সাথে অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গ হয়ে ওঠে সতেজ।
  • ফাইব্রোম্যালগিরা, আর্থ্রাইটিস, অস্টিও আর্থ্রাইটিস, টেনডোনাইটিস, মাসল স্ট্রেসের মতো নানা যন্ত্রনা দায়ী অসুখের আরোগ্যের চাবিকাঠি কিন্তু এটি।এর মধ্যে থাকা থেরাপিক উপাদান সক্রিয় ভাবে আমাদের দেহে কাজ করে।
  • স্কেলেরোডার্মার এর ফলে স্কিনকে সফ্ট বানাতে এই প্যারাফিন ওয়াক্স এর জুড়ি নেই। কোলাজেন উৎপাদন নিয়ন্ত্রণ করে স্কিনকে নতুন জীবন দেয় একপ্রকার।
  • ত্বকের স্থিতিস্থাপকতা বজায় রাখা এর অন্যতম গুন।ফলে ত্বকের সংকোচন ও প্রসারণ স্বাভাবিক থাকে। মাসল ও আঙুলে ঝট করে ক্র্যাম্প হয়না।
  • শরীরের ডিটক্স করায়। বন্ধ সেলের পোরস খুলে দেয়, টক্সিন নিষ্কাশন করে।বাকি শরীরের কলকব্জা তাই ঠিক ভাবে কাজ করতে পারে।

বাড়িতে বসে প্যারাফিন ওয়াক্স প্যাডিকিউর করার উপায়:

প্রাথমিক ধাপ:

  • এই স্টেপে একটা মাইক্রোওয়েভ বোল নিয়ে তাতে ৭০০-১০০০গ্রাম মতো মোম নিয়ে সেটা গরম করতে দিতে হবে।
  • গরম করে সেটা তরল এ পরিণত করে ফেলুন।
  • তরলটিকে ঠান্ডা হতে দিন। থার্মোমিটার দিয়ে উষ্ণতা পরীক্ষা করতে থাকুন।১২৫৹ফারেনহাইট হলে বুঝবেন সেটা ইউজ করার উপযুক্ত হয়েছে।
  • তরল এর উপরে একটা আস্তরণ পড়তে দেখলেও বুঝতে পারবেন যে তরল এবার ঠান্ডা হওয়া শুরু হয়েছে।

যেভাবে স্কিনে লাগাবেন:

  • লাগানোর আগে দুটো হাতে যতদূর অব্দি করাতে চান সেই অব্দি অলিভ অয়েল বা বডি লোশন মেখে নেওয়া আবশ্যক।ওয়াক্স লাগানোর জন্য আর্দ্রতা জরুরি কারণ ওটা এবসর্ব হয়ে যায়।
  • এবার গলিত মোমে দুটো হাত একসাথে ডোবান। তারপর বের করে ৫ সেকেন্ড মতো হাওয়ায় রাখুন ও তারপর আবার ডোবান।
  • এইভাবে করতে থাকুন যতক্ষন না পর্যন্ত ত্বকে ৫-৭টা লেয়ার পড়ছে।

শেষ পর্যায়:

  • লাগানোর পর দুটো হাত নাড়াচাড়া করবেন না।কিছু প্লাস্টিক বা তোয়ালে দিয়ে ঢেকে রেখে দিন।
  • এবার আপনি এসব ভুলে যান। মনের আনন্দে বসে নিজের টিভি শো দেখুন কারণ এই প্যাডিকিউর কমপক্ষে ৩০মিনিট রাখা দরকার। কাজেই বুঝতে পারছেন।
  • ৩০মিনিট পার হলে টিস্যু পেপার দিয়ে মোম ছাড়িয়ে নেবেন।
  • এরপর এক্সেলেন্ট রেজাল্ট পেতে ময়েশ্চারাইজিং ক্রিম হাতে মেখে নেবেন।দারুন ফল পাবেন।

উপকার:

হাতের ফাটা ভাব ও রাফনেস গায়েব হতে দেখবেন নিমেষে। সাথে নখ ও হবে মোলায়েম ও ঈর্ষণীয়।

সাইড এফেক্টস:

  • দেখুন সেই অর্থে এই প্যাডিকিউর এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।তবে এটা করার সময় নখে নেল পলিশ পরবেন না। চাইলে কিউটিকল তেল লাগিয়ে রাখতে পারেন।
  • এটা সম্পূর্ণ হাইজেনিক ল্যাব পরীক্ষিত প্রক্রিয়া। প্যারাফিন কম উত্তাপেই গলে যায়।তাই ত্বক পুড়ে যাবার ভয় নেই।
  • স্পর্শকাতর ত্বকে রাশ,রেড বাম্প ও চুলকুনি দেখা দিতে পারে। তাই সাবধান।
  • ত্বকে ফোলাভাব, অসাড়তা এবং ডায়াবেটিস এর সমস্যা থাকলে ভুলেও ট্রাই করবেন না।
Amit Bajaj

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago