শাড়ি বঙ্গ জীবনের অঙ্গ হতেই পারে। কিন্তু তাই বলে সব সময়ে শাড়ি পরলেই সেই এক রকম ভাবে পরতে হবে তার তো কোনও মানে নেই। বরং এই পার্টি মরসুমে শাড়িকে অনায়াসেই আপনার সঙ্গী করে নিতে পারেন। তবে আপনাকে একটু আপনার সিগনেচার রাখতে হবে ওই শাড়ির মধ্যে। কীভাবে? দেখে নিন নিজেই।
পার্টিতে যাচ্ছেন সিল্কের শাড়ি পরে, তাও আবার ব্ল্যাক। তার সঙ্গে আবার বেল্ট ক্যারি করছেন। উফ! এর থেকে ফাটাফাটি পার্টি কম্বিনেশন রাতের জন্য আর কিই বা হতে পারে! আজকাল কিন্তু এই শাড়ির সঙ্গে বেল্ট নেওয়া খুব ইন ফ্যাশনে। একদিনে শাড়ি পরাও হল, আবার স্টাইল করাও হল।
নাম শুনেই বুঝতে পারছেন শাড়িটাও যথেষ্ট ঝাঁঝালো। এই শাড়ি আপনার স্মার্টনেস এক ধাক্কায় কয়েক কদম বাড়িয়ে দেবে। সঙ্গে রয়েছে ডিজাইনার ব্লাউজ। এই লাল রঙ সত্যিই অন্যরকম আর ইউনিক। সারা শাড়িতে রয়েছে বুটির কাজ, তাই খুব বেশি জমকালো কাজও নয়। বেশ স্মার্ট লুক আনবে।
যারা একটু চেকের মধ্যে শাড়ি পরতে চান তাঁরা এটি ট্রাই করতে পারেন। ব্ল্যাক আর অরেঞ্জের অনবদ্য কম্বিনেশন। আঁচলে আর পাড়ের দিকে রয়েছে চওড়া গোল্ডেন জড়ির কাজ। আঁচলে বিশেষ করে আছে চেকের ডিজাইন। সরু করে প্লিট করে যদি আঁচল নেন তাহলে খুব ভাল লাগবে।
এই রঙটা একদম অনবদ্য। সত্যিই এই রঙের একটা শাড়ি আপনার কালেকশনে থাকা উচিত। সঙ্গে বলার শাড়িটা কিন্তু অত্যন্ত হাল্কা। আপনার মনে হবে আপনি কাগজ পরে আছেন। হাল্কা অরেঞ্জ দিয়ে ফ্যাব্রিকের কাজ একটা লাক্সারি লুক এনেছে। সঙ্গে অনবদ্য ব্লাউজ পেয়ে যাবেন।
লাল রঙের শাড়ি এমনিতেই রাতে পার্টিতে গেলে আমরা পরতে চাই। তার ওপর আবার নেটের শাড়ি। খুব ভাল কম্বিনেশন। সারা শাড়িতে গোল্ডেন হাল্কা বুটির কাজ আছে। পাড়ের গোল্ডেন কাজ বেশ সুন্দর। সঙ্গে আপনারা পেয়ে যাবেন আনস্টিচ ব্লাউজ পিস।
শাড়ি পরে স্টাইল করা যায় না যারা বলেন তাঁরা একবার এই শাড়ি দেখুন। এমন ইউনিক শাড়ি আর ইউনিক রঙ খুব কম দেখা যায়। পাড়ে থাকছে ব্ল্যাকের টাচ। সঙ্গে পাবেন একটি আকর্ষণীয় স্লিভলেস ব্ল্যাক ব্লাউজ। ব্লাউজ হবে জিপ ক্লোজার আর ভি-নেক। খুব বোল্ড একটা লুক পাবেন স্টাইল করে এই শাড়ি ক্যারি করলে।
সকালে ভাল কোনও অনুষ্ঠান থাকলে এরকম একটা শাড়ি মাস্ট। লাল আর হলুদের কম্বিনেশন খুব ভাল। পাড়ে রয়েছে লালের কাজ। সারা শাড়িতে আছে নানা সাইজের আয়নার কাজ যা শাড়িকে খুব সুন্দর বানিয়েছে। সঙ্গে পেয়ে যাবেন বুটি বুটি কাজ থাকা ব্লাউজ পিস।
কে বলেছে বেনারসি মানেই খুব ভারী আর ক্যারি করা মুশকিল। এই বেনারসি পরে দেখুন। বেনারসি পরেও যে ফ্যাশন হয় সেটা এবার বুঝবেন। ডিপ পিঙ্ক রঙের শাড়িতে জমিতে কোনও কাজ নেই। পাড়ে রয়েছে সুন্দর কাজ। সরু প্লিট করে আঁচল নিলে বেশি ভাল মানাবে। সঙ্গে পেয়ে যাবেন ব্লাউজ পিস।
উফ! অফিসের কোনও পার্টিতে এরকম শাড়ি! বা ধরুন অন্য কোনও সোশ্যাল গ্যাদারিংএ! এই শাড়ি একাই আপনার সিগনেচার তুলে ধরবে। অসাধারণ স্মার্ট লাগবে এই শাড়িতে। অফ হোয়াইট, ব্ল্যাক আর ইয়েলো দিয়ে কাজ। আঁচলে থাকছে গ্রিন আর ব্লুয়ের টাচ। এতো রঙ মিলে শাড়িটা জাস্ট ফাটাফাটি।
অলিভ গ্রিন রঙের এই শাড়ি রঙের দিক থেকে এমনিতেই ইউনিক। তার সঙ্গে এই শাড়িতে পাবেন নেটের কাজ। পাড়ে রয়েছে এমব্রয়ডারি করা কাজ। ডিপ অলিভ গ্রিন রঙের একটি আনস্টিচ ব্লাউজ পিস পেয়ে যাচ্ছেন। এটা খুব এলিগেন্ট একটা লুক আনবে।
এইরকম দশটা শাড়ি যদি আপনার কাছে থাকে, তাহলে যে কোনও অনুষ্ঠান হোক, আপনিই সেখানে স্পটলাইট পাবেন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…