ভাবুন তো, সন্ধের বিয়েবাড়ি বা পার্টির জন্য মেকআপ করতে বসেছেন ফুরফুরে মেজাজে। এদিকে গুচ্ছ ফাউন্ডেশন আর কন্সিলার লাগিয়েও গালের কালো দাগটা গায়েব করাই গেল না। বা সেলফি তুললেন বন্ধুদের সাথে, আপনার ত্বকের কালো দাগে সেলফিটাই এক্কেবারে যা তা হয়ে গেল! মুডটাই তো তখন অফ হয়ে যায়। চিন্তা করবেন না, চাপও নেবেন না। আপনার ত্বকের কালো দাগকে পার্মানেন্টলি ভ্যানিশ করার জন্য ৪ টে স্পেশাল ঘরোয়া উপায় নিয়ে আমরা এবার হাজির।
কালো দাগ কিন্তু নানা কারণেই হতে পারে। বয়সের জন্য তো হয়ই, তাছাড়া সান ট্যান, হরমোনের নানা রকম সমস্যা, মুখে ওয়াক্স করা, ব্রণর দাগ—ইত্যাদি থেকেও ত্বকে বিচ্ছিরি কালো দাগ হতেই পারে। আর দাগ যখন আছে, দাগকে তো তাড়াতেই হবে। তাই কালো দাগ তাড়াতে ঝটপট পড়ে ফেলুন আজকের আর্টিকল।
➡ ত্বকের কালো দাগ দূর করুন মেকআপ দিয়ে
যেকোনো রকমের কালো দাগ তাড়াতে চান? তাহলে চোখ বুজে ব্যবহার করুন লেবুকে। আপনার ত্বকের দাগ যত জেদি আর পুরোনোই হোক না কেন, লেবুতে থাকা সাইট্রিক অ্যাসিড আর ভিটামিন সি পারফেক্ট ব্লিচিং এজেন্টের মতো তাকে এক সপ্তাহে তাড়াবেই।
উপকরণ
লেবুর রস ১ টা গোটা, টক দই ১ চামচ।
পদ্ধতি
লেবুর রস আর টক দই একসাথে মিশিয়ে আপনার গোটা মুখে লাগিয়ে নিন। আধঘণ্টা মতো রেখে হালকা গরম জলে ধুয়ে ফেলুন। একদিন ছাড়া একদিন করবেন।
তবে হ্যাঁ, লেবুর রসে যেহেতু অ্যাসিড থাকে, তাই আপনার স্কিন যদি অতিরিক্ত সেনসিটিভ হয়, তাহলে ব্যবহার না করাই ভালো। ওতে কিন্তু উলটো ফল হতে পারে। আর লেবুর রস মেখে রোদে খবরদার যাবেন না, ত্বক পুড়ে কিন্তু ত্বকের বারোটা বেজে যাবে।
➡ ত্বকের যত্নে লেবুর রস কিন্তু পারফেক্ট
খাদি লেমন ফেস প্যাক, ৫০ গ্রাম
হিমালয়া হারবালস অয়েল ক্লিয়ার লেমন ফেস ওয়াশ, ১৫০ মি.লি.
জেদি দাগ কিছুতেই যাচ্ছে না? তাহলে ব্যবহার করুন আলুকে। আলুর প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি ত্বকের যেকোনো রকম দাগ হালকা করতে পারে। আর আলুতে থাকা স্টার্চ পিগমেন্টেশন দূর করে ত্বককে হেলদি রাখে।
উপকরণ
আলুর টুকরো ২ টি।
পদ্ধতি
আলুর টুকরো অল্প জল দিয়ে ভিজিয়ে আপনার ত্বকের কালো দাগের জায়গায় রাখুন। এভাবে ১০-১৫ মিনিট রেখে হালকা গরম জলে মুখ ধুয়ে নিন। এটা কিন্তু আপনি রোজই নিয়ম করে করবেন, তবেই উপকার পাবেন।
ত্বক আর চুলের নানা যত্নে অ্যালোভেরা কিন্তু অল টাইম মাস্ট। আমাদের শরীরে থাকা প্রায় ৯০% অ্যামাইনো অ্যাসিড অ্যালোভেরাতে থাকে। তাছাড়া ভিটামিন এ, বি, সি, বিটা-ক্যারোটিন ইত্যাদি ত্বকের বয়স দূর করা থেকে শুরু করে ত্বককে হেলদি করে তুলতেও সাহায্য করে। তাই আপনার ডেলি বিউটি রুটিনে এই মিরাকল প্ল্যান্টকে ব্যবহার করুন।
উপকরণ
ফ্রেশ অ্যালোভেরা জেল ২ চামচ।
পদ্ধতি
অ্যালোভেরা পাতা থেকে রস বের করে ওটা আপনার মুখে বা যেকোনো দাগের জায়গায় সরাসরি লাগান। ২০ মিনিট মতো রেখে ধুয়ে ফেলুন। দিনে বার দুয়েক নিশ্চিন্তে লাগাতে পারেন। আর ইচ্ছে হলে রাতে লাগিয়ে শুয়ে পড়ুন। আরও ভালো ফল পাবেন।
পতঞ্জলি সৌন্দর্য অ্যালোভেরা জেল, ১৫০ মি.লি.
খাদি ন্যাচারাল অ্যালোভেরা জেল, ২০০ গ্রাম
হিমালয়া ময়েশ্চারাইজিং অ্যালোভেরা ফেস ওয়াশ, ২০০ মি.লি.
লিস্টে ওটসকে দেখে আপনি নিশ্চয়ই অবাক হচ্ছেন? খেতে যত ভালোই হোক না কেন, কালো দাগকে তাড়াতাড়ি দূর করতে ওটস কিন্তু একদম পারফেক্ট। আপনার ঘরোয়া স্ক্রাবে ওটস ব্যবহার করুন। দেখবেন মরা চামড়া, ব্রণর দাগ সব কিছু কি তাড়াতাড়ি ভ্যানিশ হয়ে যাচ্ছে। তাছাড়া আপনার ত্বকের অয়েল কন্টেন্টকেও ওটস খুব ভালো ভাবে ব্যালেন্স করতে পারে।
উপকরণ
ওটস ৩ চামচ ভালো করে গুঁড়ো করা, মধু ১ চামচ, দুধ ১ চামচ।
পদ্ধতি
একটা বাটিতে মধু, দুধ আর গুঁড়ো করা ওটস ভালো করে মিশিয়ে আপনার মুখে মেখে ভালো করে মেখে নিন। যখন পুরোপুরি শুকিয়ে যাবে, তখন হালকা জল দিয়ে স্ক্রাব করে তুলে ফেলুন। একদিন ছাড়া একদিন এই স্ক্রাব ব্যবহার করেই দেখুন না। উপকার পেতে বাধ্য।
লোটাস হারবালস হোয়াইট গ্লো ওটমিল অ্যান্ড ইয়োগার্ট স্কিন হোয়াইটেনিং স্ক্রাব
ব্যাস, আর দেরী কীসের? ঘরোয়া টোটকা যখন জেনেই গেলেন, তখন আজ থেকেই লেগে পড়ুন কালো দাগ তাড়াও অভিযানে। ঠিকঠাক নিয়ম করে ফলো করুন। দেখবেন এক সপ্তাহে দাগ মুক্ত স্কিন পাবেনই।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…