ব্লাউজ ডিজাইন যা এবারের পুজোয় আপনার শাড়ির জন্য স্পেশাল
দুর্গা পুজো আসতে আর মাত্র একমাস বাকি। তাই ধীরে ধীরে পুজোর কেনাকাটা নিশ্চয়ই শুরু করে দিয়েছেন। আর শাড়ি পরার অপেক্ষায় যারা আছেন পুরো পুজো জুড়ে, তাদের তো ভারী মুশকিল। আর কয়েকদিনের মধ্যে ব্লাউজ বানাতে না দিলে নতুন শাড়ি পরতেই পারা যাবে না যে!
কি রকমের শাড়ি কিনবেন তা আপনার পছন্দের। আমরা হেল্প করতে পারি ব্লাউজ ডিজাইনের ক্ষেত্রে। আপনার শাড়ির সাথে ঠিক কিরকম ব্লাউজের ডিজাইন মানাবে ও সবার চেয়ে আলাদা দেখাবে আপনাকে, তা নিয়ে আজকের এত কথা। চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক ১০টি লেটেস্ট ও ট্রেন্ডি ব্লাউজ ডিজাইন।
১. ইউ স্টাইল ব্লাউজ ব্যাক ডিজাইন | U Style Blouse Back Design
সামনে বোট নেক স্টাইল কিন্তু ব্যাকের ডিজাইন একেবারে অন্যরকম। ইংরেজির U অক্ষরকে উল্টে দিলে যেমন দেখতে হয়, ঠিক সেই ডিজাইনে ব্লাউজের পিছনে কাটিং করা হয়েছে।
সিল্ক, বেনারসি, কাঞ্জিভরম শাড়ির সাথে এরকম সুন্দর একটি ব্লাউজ আপনাকে এনে দেবে আলাদা ক্লাসিনেস।