কলকাতা

ট্র্যাভেল টিপস – ঘুরতে যাওয়ার আগে প্যাকিং করার সময় কষ্ট হবে না আর

এই যান্ত্রিক জীবনের থেকে একটু দূরে গিয়ে নিজেকে রিফ্রেশ করে নিতে চায় সবাই। আর তাই মাঝে মাঝেই অফিস কিংবা নিজস্ব ব্যস্ততা থেকে ছুটি নিয়ে চলে যায় বেড়াতে। কিন্তু আমাদের অনেকেরই হয়তো জানা নেই, ঘুরতে যাবার আগে প্রয়োজন কিছু সঠিক প্রস্তুতির। তা না হলে অনেক সময়েই, পরিকল্পনার অভাবে আমাদের ভ্রমণ তেমন আনন্দের নাও হতে পারে। তাই জেনে নেওয়া যাক কিছু ট্রাভেল টিপস।

ভ্রমনে যাবার আগে যে বিষয়গুলি আমাদের মাথায় রাখতে হবে

  • ১.ভ্রমণে যেদিন যাবেন তার আগের রাতে ভাল করে ঘুমানো দরকার।
  • ২.ভ্রমণের জন্য যে এলাকায় যাবেন, সেই এলাকায় কোন রোগের প্রাদুর্ভাব আছে কিনা, তা আগে থেকে জেনে নিন।
  • ৩.ভ্রমণ শুরু করার আগে ভরপেট না খাওয়াই ভালো। হালকা খাওয়া দাওয়া করার চেষ্টা করুন।
  • ৪.আপনার বিশেষ কোন অসুখ থাকলে প্রয়োজনীয় ওষুধ সাথে নিতে ভুলবেন না।
  • ৫.যানবাহন চলাকালে কোন বই বা খবরের কাগজ পড়বেন না এবং মোবাইল বা ইন্টারনেট ব্যবহারের থেকে বিরত থাকুন।
  • ৬.দীর্ঘ ভ্রমণে পা দুটো যতটা সম্ভব ছড়িয়ে বসার চেষ্টা করুন। মাঝে মাঝে পা নাড়াচাড়া করুন যাতে রক্ত চলাচল ঠিক থাকে। একটানা বেশিক্ষণ না বসে থেকে মাঝে মাঝে একটু হাঁটার চেষ্টা করুন।

ভ্রমনে যাবার সময় যা যা সঙ্গে নেবেন

প্রথমেই, কি কি নেবেন, তার একটি তালিকা সাদা কাগজে তৈরি করে ফেলুন। এই তালিকার মধ্যে রাখবেন-

ট্রাভেল ব্যাগ, গামছা অথবা তোয়ালে, অতিরিক্ত কাপড় (প্রয়োজন অনুযায়ী), সানগ্লাস, টিস্যু পেপার, আগুন জ্বালানোর জন্য লাইটার, বন্য এলাকা হলে কয়েল, জলের বোতল, সাবান, শ্যাম্পু, লোশন, বডি স্প্রে, টুথব্রাশ ও টুথপেস্ট, আয়না এবং চিরুনি, নোটবুক ও কলম, টর্চ লাইট এবং ব্যাটারি, ক্যামেরা ও ব্যাটারি এবং সাথে চার্জার, মোবাইল আর অতিরিক্ত আরেকটি ব্যাটারি, মোবাইল চার্জার এবং বাইনোকুলার।

ফার্স্ট এইড কিট হিসাবে নিতে পারেন অ্যান্টিসেপটিক মলম, নিউকপ্লাস, খাবার স্যালাইন, প্যারাসিটামল জাতীয় ট্যাবলেট, এসিডিটির জন্য এন্টাসিড, যাদের ভোমিটিং টেন্ডেন্সি আছে তাদের জন্য এভোমিন ট্যাবলেট, সর্দি-কাশি অথবা হালকা জ্বরের জন্য হিস্টাসিন, পেটে ব্যথার জন্য ফ্লাজিল, এবং কিছু হজমি চকলেট।

ভ্রমণ চলাকালীন কিছু টিপস

  • ১.জুতোর ব্যাপারে অবশ্যই বাড়তি সতর্কতার প্রয়োজন আছে। আরামদায়ক ক্যাটস হলে ভালো হয়। মহিলাদের হিল জুতো ব্যবহার না করাই ভালো।
  • ২.প্রত্যেক মহিলারই উচিত ঘুরতে যাবার সময় স্বর্ণের কোন অর্নামেন্টস পরিধান না করা।
  • ৩.একটি কার্ডে আপনার ঠিকানা ও মোবাইল নাম্বার লিখে ব্যাগে রেখে দিন। ব্যাগ হারিয়ে গেলে যাতে ফেরত পাবার সম্ভাবনা থাকে।
  • ৪.ভ্রমণের সময় দামি মোবাইল কখনোই ইউজ করবেন না। মানিব্যাগ সাবধানে রাখবেন।
  • ৫.যখন ভ্রমণ করবেন তখন আপনার লাগেজ, হালকা রাখার চেষ্টা করুন।
  • ৬.হাতে অথবা পরিধানের মাধ্যমে আপনি আপনার জ্যাকেট ব্যবহার করার চেষ্টা করুন।
  • ৭.খালি, একটি ফোল্ডেবল ব্যাগ অবশ্যই সঙ্গে রাখবেন যাতে কেনাকাটা করলে ওই ব্যাগের মারফত, ক্যারি করতে পারেন।
  • ভ্রমণের প্রস্তুতির এই টিপসগুলো অনুসরন করলে অবশ্যই আপনার ভ্রমণ আনন্দদায়ক হবে। গ্যারান্টি দিলাম।
সোমা দাস

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago