নূপুর আবার আজকাল কেউ পরে নাকি? বড্ড সেকেল! এরকম ভাবনা কয়েকদিন আগে অবধিও ছিল। কিন্তু ইদানিং ‘বুলবুল’ সিনেমা দেখার পর থেকে এই ভাবনা এখন সেকেলে থেকে একেলে হয়ে উঠেছে রাতারাতি।
ফ্যাশান দুনিয়ায় স্বমহিমায় আবার নিজের জায়গা ফিরে পেয়েছে রুপোর নক্সা কাটা পায়ের এই অলঙ্কার। আর সে কথা মাথায় রেখেই আজকে আপনাদের দরবারে পেশ করলাম ১০টি নক্সা কাটা ট্রাডিশনাল স্টাইলের নূপুর ডিজাইন।
স্টোন সেটিং রুপোর নূপুর। কালো রঙের পাথর রুপোলী রঙের সাথে দারুন সুন্দর ভাবে মিশেছে এতে। ভারতীয় পোশাকের সাজে পায়ে এই একজোড়া নূপুর কিন্তু দারুন দেখাবে।
মোটা নক্সা করা নূপুর পরতে বেশি পছন্দ করলে বানিয়ে নিন এরকম একজোড়া।
সাঁওতালি মেয়েদের গলায় এরকম ধরণের নক্সা করা নেকলেস শান্তিনিকেতন গেলে দেখতে পাবেন। সেই স্টাইলেই বানানো যেতে পারে রুপোর একজোড়া নূপুর। ভালো বই মন্দ দেখাবে না পরলে।
প্রতিটি বাঙালী মেয়ের গয়নার বাক্সে একজোড়া একরম হার খুঁজলেই পাওয়া যাবে। সেই নক্সার ধরনেই বানানো এই সেটটি।
আগেকার দিনে ঠাকুমা – দিদারা এরকম ধরণের মোটা বালা হাতে পরতেন, সেই বালার স্টাইলে একজোড়া নূপুর আপনি পায়ের জন্য এবার পুজোর আগে বানাতেই পারেন।
সবসময় পরে থাকার জন্য হালকা ওজনের সিম্পল ডিজাইনের এই নূপুরটি।
নানা রঙের পাথর বসানো সুন্দর নূপুর। পায়ের সৌন্দর্য দ্বিগুণ করে তুলবে এই সেটটি হলফ করে বলতে পারি।
অথেনটিক স্টাইলে, অনেকটা বেদেনীদের অলঙ্কারের ধাঁচে বানানো এই রুপোর নূপুরটি।
গলার মোটা সোনার চেনের মত করে বানানো হয়েছে এই সেটটি।
ছবি দেখে মনে হয় পায়ে যেন রুপোর জুঁই ফুল লাগিয়ে দিয়েছে কেউ। সেরকম ডিজাইনে বানানো এই নূপুরের সেটটি।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…