Most-Popular

বর্ধমানের বিখ্যাত মিহিদানা ও সীতাভোগের সেরা দোকানের ঠিকানা হাতের মুঠোয়

সীতাভোগ ও মিহিদানা- নামদুটি শুনলেই জিভে চলে আসে জল। কি, তাই তো? আর তা হবেই না কেন, সীতাভোগ মিহিদানা-দুটি মিষ্টি স্বাদের দিক থেকে একেবারে অনবদ্য। আর সীতাভোগ আর মিহিজানার নাম শুনলে যে জায়গাটির কথা বিশেষভাবে মাথায় আসে তা হল বর্ধমান।

বলতে গেলে বর্ধমানের ইউএসপি বা ব্র্যান্ড-যাই বলুন না কেন সীতাভোগ এবং মিহিদানার নামই কিন্তু সবার প্রথম মাথায় আসে। আর এই প্রসঙ্গে বিখ্যাত কৌতুককার তথা অভিনেতা নবদ্বীপ হালদার একবার বলেছিলেন, ‘বাগবাজারের রসগোল্লা, আপনাদের জন্য রইল বর্ধমানের প্রসিদ্ধ ১০টি মিষ্টান্ন ভান্ডারের খোঁজ, যেখানে গেলে আপনি পেয়ে যেতে পারেন সেরার সেরা মিষ্টিগুলি। ভীমনাগের সন্দেশ, বর্ধমানের সীতাভোগ মিহিদানা দরবেশ’।

বর্ধমানে সীতাভোগ-মিহিদানার খোঁজ করলে প্রায় ১০৮টি দোকানের নাম করতে হয়। তবে শুধুমাত্র আপনাদের জন্য রইল বর্ধমানের প্রসিদ্ধ ১০টি মিষ্টান্ন ভান্ডারের খোঁজ, যেখানে গেলে আপনি পেয়ে যেতে পারেন সেরার সেরা মিষ্টিগুলি। দেখে নিন এক ঝলকে-

১) গণেশ মিষ্টান্ন ভান্ডার

বর্ধমানের সর্বপ্রচারিত এবং জনপ্রিয় মিষ্টান্ন ভান্ডারের মধ্যে অন্যতম হল গণেশ মিষ্টান্ন ভান্ডার। বর্ধমান শহরের বুকে অবস্থিত এই মিষ্টির দোকান সীতাভোগ এবং মিহিদানার জন্য খুবই বিখ্যাত। সারা রাজ্য থেকে মানুষ আসেন এই দোকানের সীতাভোগ, মিহিদানা চেখে দেখতে। এই দোকানের ঠিকানা হল- রাণিগঞ্জ বাজার, বি বি ঘোষ রোড বর্ধমান-৭১৩১০১। এই দোকান খোলা থাকে সোমবার থেকে রবিবার সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

২)রাধাকৃষ্ণ সুইটস

বর্ধমানের আরও এক মিষ্টান্ন ভান্ডার যারা সুস্বাদু মিষ্টান্ন প্রস্তুতকার হিসাবে পরিচিত তারা হলেন রাধাকৃষ্ণ সুইটস। ঠিকানা- গুরুদাসীপাড়া খোসবাগান, আর বি ঘোষ রোড, বর্ধমান-৭১৩১০১, দোকান খোলা থাকে সোম থেকে রবিবার সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত।

৩) আদি অনন্ত মিষ্টান্ন ভান্ডার

আদি অনন্ত মিষ্টান্ন ভান্ডারের ঠিকানা হল কালিতলা, বি সি রোড, বর্ধমান-৭১৩১০১ । এই মিষ্টান্ন ভান্ডারটিও সোম থেকে রবিবার সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকে।

৪) যোগমায়া মিষ্টান্ন ভান্ডার

ঠিকানা- পীরতলা, সদরঘাট রোড, ছোটনীলপুর, বর্ধমান- ৭১৩১০৩ । এই দোকান খোলা থাকে সোমবার থেকে রবিবার সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

৫) রাধাবল্লভ মিষ্টান্ন ভান্ডার

প্রসিদ্ধ এই মিষ্টান্ন ভান্ডারটি অবস্থিত মুখার্জ্জী সুপার মার্কেট, বি বি ঘোষ রোড , বর্ধমান-৭১৩১০১। প্রসিদ্ধ এই মিষ্টান্ন ভান্ডারটি সোমবার থেকে রবিবার সকাল সাড়ে ৭টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত খোলা থাকে।

৬) উদয়ন মিষ্টান্ন ভান্ডার

এই মিষ্টান্ন ভান্ডারটি অবস্থিত তেঁতুলতলা বাজার, বি বি ঘোষ রোড, বর্ধমান- ৭১৩১০১। সুপ্রসিদ্ধ এই মিষ্টান্ন ভান্ডারটি সোমবার থেকে রবিবার সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত খোলা থাকে।

৭) দেশপ্রিয় মিষ্টান্ন ভান্ডার

প্রসিদ্ধ এই মিষ্টান্ন প্রস্তুতকারকদের ঠিকানা হল- তিনকোনিয়া বাস স্ট্যান্ড, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, বর্ধমান- ৭১৩১০১, দোকান খোলা থাকার সময় সোমবার থেকে রবিবার সকাল সাড়ে ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত।

৮) গন্ধেশ্বরী মিষ্টান্ন ভান্ডার

স্পন্দন কমপ্লেক্স, স্টেশন বাজার, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, বর্ধমান- ৭১৩১০১, দোকান খোলা থাকার সোমবার থেকে শনিবার সময় সকাল সাড়ে ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং রবিবার সকাল সাড়ে ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত।

৯) মা মনসা মিষ্টান্ন ভান্ডার

এই দোকানের ঠিকানা হল- ভাঙাকুঠি, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, বর্ধমান- বর্ধমান- ৭১৩১০১। প্রসিদ্ধ এই মিষ্টান্ন ভান্ডারটি খোলা থাকে সোমবার থেকে রবিবার সকাল ৮টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত।

১০) গাঙ্গুরাম’স

এই মিষ্টান্ন ভান্ডারের কথা আলাদা করে বলার আর কিছুই নেই। কলকাতাতেও এর অনেকগুলি আউটলেট রয়েছে। গাঙ্গুরাম’স-এর মিষ্টির চাহিদা কিন্তু শুধু কলকাতাতেই নয় সীতাভোগ ও মিহিদানার জন্য এর আউটলট রয়েছে বর্ধমানেও। বর্ধমানে এর ঠিকানা হল তিনকোণিয়া, গ্র্যান্ড ট্রাঙ্ক রোড, বর্ধমান-৭১৩১০১। দোকান খোলা থাকার সময় হল সোমবার থেকে রবিবার প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ৯টা পর্যন্ত।

Indrani Mukherjee

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

3 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

3 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

3 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

3 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

3 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

3 বছর ago