করোনার বছরে ওয়েব সিরিজ দেখেই মোটামুটি মানুষ কাটিয়ে দিয়েছেন গোটা বছর। আর দর্শকদের জন্য নানা ধরণের ওয়েব কন্টেন্ট উপহার দিয়েছে হইচই। কিন্তু কোন কোন ওয়েব সিরিজ এই মুহূর্তে রয়েছে টপ রেটিং’এ। দেখে নিন চটপট।
একেনবাবুর জনপ্রিয়তা নিয়ে নতুন করে কিছু বলার নেই। হইচই এর সবচেয়ে জনপ্রিয় ওয়েব সিরিজ গুলির মধ্যে এটি অন্যতম। রহস্য সমাধান করতে করতে শুধু মুঠো ফোনে নয়, গোয়েন্দা প্রেমী বাঙালীর মনে পাকাপাকি জেয়গা করে নিয়েছেন একেনবাবু।
দেখতে হাস্যকর পেটুক হলেও বুদ্ধিতে কিন্তু বেশ তীক্ষ্ণ। ২০১৮য় পরিচালক অনির্বাণ মল্লিকের হাত ধরে ওয়েব দুনিয়ায় তার প্রবেশ। এখনো অবধি ৪টে সিজন মুক্তি পেয়েছে প্রতিটাই দর্শকদের মন জয় করেছে।
করোনার বছরে মুক্তি পেয়েছিল সিজন৪ ‘বর্মণ বাড়ির রহস্য’। করোনাকালে অতি জটিল সময়েও একটু বাড়তি অক্সিজেন হিসাবে ছিলেন তিনি। তাই একেনবাবু দর্শকদের রেটিং’এ বেশ ওপরে।
লকডাউনের সময়ে বাড়িতে বসে এরম একটি ট্রেজার হান্টের গল্প ভাবুন তো। একদিকে শাস্ত্রীয় সঙ্গীত অন্যদিকে টানটান থ্রিলার। অবশেষে কে পাবে তানসেনের তানপুরা, ধাঁধার সমাধান করতে করতে এগিয়ে যাওয়া। পরিচালক সৌমিক চট্টোপাধ্যায়ের হাত ধরে ২০২০ জুনে মুক্তি পায় ‘তানসেনের তানপুরা’।
মুখ্য চরিত্রে বিক্রম চ্যাটার্জি ও রূপসা চ্যাটার্জি। প্রথম সিজনের সাফল্যের পর, ২০২০ নভেম্বরে মুক্তি পায় দ্বিতীয় সিজনটি। প্রতিটা সিজনই দর্শকদের মন জয় করে নিয়েছে। বাংলা টেলি জগতের এরম একজন রোম্যান্টিক হিরোও যে গোয়েন্দা চরিত্রকে সুন্দর ভাবে ফুটিয়ে তুলতে পারে, সেটি যথেষ্ট সাবলীল ভাবেই করে দেখিয়েছেন বিক্রম। তাই তানসেনের তানপুরাও কিন্তু পছন্দের তালিকায় বেশ ওপরে।
বাংলাদেশের পরিচালক সৈয়দ আহমেদ শাওকির পরিচালনায় ২০২০ ডিসেম্বরে মুক্তি পায় এই ওয়েব সিরিজ। মুক্তির পর শুধু বাংলাদেশ নয়, হইচই এ রীতিমত সাড়া ফেলে দিয়েছিল এই ওয়েব সিরিজটি।
একটা ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজকে যতটা সম্ভব আকর্ষণীয় করে পরিবেশন করা যায়, সেই চেষ্টাই করেছেন পরিচালক। সঙ্গে মুখ্য চরিত্রে বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীর অভিনয়। ওনার অভিনয় দিয়েই উনি প্রমান করেছেন ওনার জনপ্রিয়তার কারণ। প্রতি মুহূর্তের টানটান উত্তেজনা এই সিরিজকে জনপ্রিয় করে তুলেছে। তাই হইচই’এ রেটিং শীর্ষস্থানে রয়েছে তাকদির।
নাম শুনেই বোঝা যাচ্ছে কতটা রহস্যময় এই ওয়েব সিরিজ। অভিরুপ ঘোষের পরিচালনায় ২০১৯ এর অগাস্টে প্রথম মুক্তি পায় রহস্য রোমাঞ্চ ওয়েব সিরিজ। যথেষ্ট সাফল্যের পর ২০২০র মার্চে এর দ্বিতীয় সিজন এবং নভেম্বরে মুক্তি পায় তৃতীয় সিজন।
সিজন৩ তে বাড়তি আকর্ষণ হইচই এর জনপ্রিয় মুখ সৌরভ দাস। এছাড়াও সায়নি ঘোষ, কাঞ্চন মল্লিক। এটিও একটি টানটান থ্রিলার সিরিজ। যেটি হইচই’এ এখন টপ রেটিং’এ।
একজন লেখকের কল্পনার মাধ্যমেই তিনি সৃষ্টি করেন নানান অমূল্য সম্পদ। কিন্তু তার কল্পনা যদি তার বাস্তব জীবনকে ক্ষতবিক্ষত করে তোলে, যদি বাস্তব জগত ছেড়ে কল্পনার জগতেই বিচরণ করতে শুরু করেন এবং তার কল্পনাকে বাস্তবে দেখতে পান তাহলে ঠিক কি কি হতে পারে, এবং তার এই মানসিক অসুস্থতার সুযোগে কীভাবে তার প্রিয়জনরা তাকে কাজে লাগায়।
সৌরভ চক্রবর্তীর পরিচালনায় ২০২০’র ফেব্রুয়ারীতে মুক্তি পায় শব্দজব্দ। বেশ অন্যরকম একটি সাইকোলজিক্যাল থ্রিলার, যেখানে মুখ্য চরিত্রে ছিলেন রজত কাপুর। একদিকে অনবদ্য গল্প অন্যদিকে রজত কাপুরের অভিনয় মুগ্ধ করেছিল সকলকে, সাথে স্বয়ং বিগ বি অমিতাভ বচ্চনকেও।
পরিচালক সায়ন্তন ঘোষালের হাত ধরে, ২০১৭র অক্টোবরে হইচই এ প্রবেশ করেন ব্যোমকেশ। প্রবেশ করা মাত্রই গোয়েন্দা প্রেমী বাঙালীর মন জয় করে নিয়েছেন তিনি। এই বছর তার সিজন৬ মুক্তি পেয়েছে।
গল্প মগ্ন মৈনাক। আর প্রতিবারের মত এইবারও অনির্বাণ ভট্টাচার্য মুগ্ধ করেছে দর্শকদের। এই চরিত্রে তার সাফল্য এতোটাই যে, হইচই এ ব্যোমকেশ মানেই অনির্বাণ ভট্টাচার্য তাকে ছাড়া ব্যোমকেশ অসম্পূর্ণ। আর তাই ব্যোমকেশ সবসময় পছন্দের তালিকার ওপরে ছিল আর থাকবে।
নাম ওয়েব সিরিজ হলেও, ওয়েব সিরিজ বলতে আমরা যা বুঝি এটা তা নয়, বরং তার থেকে একদমই আলাদা কিছু। মুক্তির পর ব্যাপক সাড়া লাভ করেছে এই সিরিজটি। বিগত কয়েক বছরে এবং বিশেষত করোনার বছরে আমরা হারিয়েছি অনেক তারাদের। তাঁদের বিশেষ শ্রদ্ধাঞ্জলি নিবেদনই হল ‘তারাদের শেষ তর্পন’।
যেখানে খেলার জগৎ থেকে শুরু করে গানের, অভিনয়ের জগতের বিভিন্ন তারাদের কথা আলাপ আলোচনা, তাঁদের স্মৃতিচারণ সঙ্গে তাঁদের পছন্দের গানে তাঁদের শ্রদ্ধা জ্ঞাপন।
স্মৃতিচারণেও ছিলেন সব বিখ্যাত ব্যক্তিত্বরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় থেকে শুরু করে সৌরভ গাঙ্গুলি ও আরও অনেকে। সিরিজটি দেখতে দেখতে প্রত্যেক দর্শকেরই তার প্রিয় তারকার প্রয়ানে চোখ ভিজে উঠেছে। তাই এটিও হইচই-এ এখন টপ রেটিং এ।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…