ঋতুপর্ণা সেনগুপ্ত, শুভশ্রী গাঙ্গুলী, কোয়েল মল্লিক, মিমি চক্রবর্তী নুসরত জাহান ও আরও অনেক টলিউডে নায়িকার লিস্ট বেশ লম্বা। একে অপরকে টেক্কা দেয়। বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে তারা মন জয় করে চলেন দর্শকদের। পরিশ্রম করে চলেন ক্যামেরার ওপারে। কিন্তু এই পরিশ্রমের পেছনে পারিশ্রমিক কত পান তারা ভেবেছেন? ছবি প্রতি কত টাকা উপার্জন করেন টলি নায়িকারা? কে বেশি কে কম আপনাদের জন্য নিয়ে এসেছি সেই হাড়ির খবর।
প্রথমেই বলতে হচ্ছে তার কথা। এখন টলিউডের অন্যতম জনপ্রিয় নায়িকা তিনি। শুধু জনপ্রিয় নন শোনা যাচ্ছে বর্তমানে তিনিই নাকি সবচেয়ে বেশি চার্জ করেন প্রতি ছবি পিছু। তিনি প্রতি ছবি পিছু ২৩ থেকে ২৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। যিনি ‘পিতৃভূমি’ ছবি দিয়ে শুরু করেছিলেন টলিউড যাত্রা। তারপর ‘চ্যালেঞ্জ’ ছবির পর তার জনপ্রিয়তা বাড়তে থাকে। এখনো অবধি তার শেষ কাজ ‘পরিনিতা’ও যথেষ্ট সাফল্য অর্জন করেছে।
এরপরই আসছে আরেক জনপ্রিয় নায়িকা নুসরত জাহানের নাম। দেবের বিপরীতে ‘খোকা ৪২০’ দিয়ে শুরু হয় যাত্রা। প্রথম ছবিতেই বেশ সাফল্য লাভ করেন। এরপর এক এক করে বিভিন্ন ছবিতে বিভিন্ন চরিত্রে তিনি মন জয় করেছেন দর্শকদের। তিনিও ছবি পিছু বেশ ভালোই টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন। জানা যাচ্ছে প্রতি ছবি পিছু তিনি নিয়ে থাকেন প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা।
টলিউডের সবচেয়ে জনপ্রিয় নায়িকাদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন কোয়েল মল্লিক। জনপ্রিয়তায় তিনি অনেক এগিয়ে। তিনি পরপর খুব একটা ছবি না করলেও যেগুলো করেন সেগুলোই যেন সুপারহিট হয়। অভিনেতা জিৎ এর সঙ্গে জুটি বেঁধে অনেক সুপারহিট ছবিতেই তিনি কাজ করেছেন। তাই প্রতি ছবি প্রতি তার পারিশ্রমিকও বেশ বেশি। শোনা যায় তিনি নাকি ২০ থেকে ২৫ লাখ টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন।
সিরিয়াল থেকে ক্যারিয়ার শুরু করলেও এখন কিন্তু টলিউডের গুরুত্বপূর্ণ মুখ তিনি। একের পর এক সাফল্য পেয়ে তিনি এখন জনপ্রিয়তার শিখরে। বিভিন্ন চরিত্রে পরিশ্রম করে জেয়গা করে নিয়েছেন দর্শকদের মনে। আর পারিশ্রমিক হিসাবে ছবি প্রতি তিনি নিয়ে থাকেন ১৮ থেকে ২০ লক্ষ্য টাকা।
নব্বই এর দশকে তিনি একাই মাত করে রেখেছিলেন টলিউডকে। বলা যায় একাই অনেকটা এগিয়ে নিয়ে গিয়েছিলেন বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিকে। আজও তিনি সমান জনপ্রিয়। বেশ অন্যরকম চরিত্রে তিনি এখন ধরা দেন। শোনা যায় প্রত্যেক ছবি পিছু তার পারিশ্রমিক হয় ১১ থেকে ১৪ লক্ষ্য টাকা।
টলিউডের নতুন মুখ হলেও ইতিমধ্যেই বেশ জনপ্রিয় হয়ে উঠেছেন। এখনো অবধি তার অভিনয় করা তিনটি ছবিই যথেষ্ট সাফল্য পেয়েছে। বিশেষ করে ‘চিনি’ ও ‘ট্যাংরা ব্লুজ’এ তার অভিনয় প্রশংসা পেয়েছে। বিশেষ করে টিনএজ তাকে বেশ পছন্দ করছে। তাই ডিরেক্টরাও তাকে নিয়ে কাজ করতে আগ্রহী। জানা যাচ্ছে প্রতি ছবি পিছু তিনি পারিশ্রমিক নিচ্ছেন প্রায় ১২ লক্ষ্য। তবে আউটডর শুটিং থাকলে তার চার্জ আরও বেশি।
ইনিও তার ক্যারিয়ার শুরু করেছিলেন টিভি সিরিয়ালের মাধ্যমে। কিন্তু এখন তিনি পৌঁছে গেছেন সাফল্যের শিখরে তার পরিশ্রমের মাধ্যমে। টলিউডের বেশ জনপ্রিয় মুখ হয়ে উঠেছেন। এখন অনেক ছবিতেই তাকে দেখা যাচ্ছে। এই পরিশ্রমের জন্য পারিশ্রমিক হিসাবে নিয়ে থাকেন প্রায় ১৮ থেকে ২০ লক্ষ্য টাকা।
বাংলা ফিল্ম জগতের বেশ দক্ষ অভিনেত্রী হলেন পাওলি দাম। তাকে খুব বেশি ছবিতে দেখা যায় না। তিনি ছবি করেন বেঁছে বেঁছে। কিন্তু যেকটি ছবিতে তাকে দেখা যায় সবকটিতেই তার অভিনয় বেশ প্রশংসা পায়। সম্প্রতি ‘কণ্ঠ’ ছবিতে তার অভিনয় প্রশংসা পেয়েছিল। জানা যাচ্ছে প্রত্যেক ছবির জন্য তার পারিশ্রমিক প্রায় ১০ লক্ষ্য টাকা।
টলিউডের সুন্দরী, বোল্ড ও অন্যতম দক্ষ অভিনেত্রী রাইমা সেন। হবে নাই বা কেন মহানায়িকার নাতনি বলে কথা। তাই যেমন তেমন ছবিও তিনি করেন না। পছন্দের ছবি ছাড়া তাকে খুব একটা দেখা যায়না। তাকে দেখা যায় বিশেষ ধরণের ছবিতে। তবে শোনা যাচ্ছে প্রত্যেক সিনেমা পিছু তার পারিশ্রমিক প্রায় ৮ থেকে ১০ লক্ষ্য।
দেবের বিপরীতে ‘অ্যাই লাভ ইউ’ ছবিতে প্রথম জনপ্রিয়তা পান। তারপর থেকে বাড়তে তার জনপ্রিয়তা। একের পর এক সুপারহিট ছবিতে তাকে দেখা গেছে। তবে শুধু ছবি নয় বাংলা ওয়েব জগতেও তিনি বেশ জনপ্রিয় হয়ে উঠছেন। সম্প্রতি বেশ কিছু ওয়েব সিরিজেই তাকে দেখা গেছে। তবে সূত্র মারফত খবর, প্রত্যেক ছবি পিছু তিনি নেন ৮ থেকে ১০ লক্ষ্য টাকার মত পারিশ্রমিক।
টলিউডের অন্যতম মিষ্টি অভিনেত্রী শ্রাবন্তি চট্টোপাধ্যায়। একের পর এক সুপারহিট ছবিতে কাজ করে জনপ্রিয়তার শিখরে পৌঁছেছেন। শোনা যায় প্রত্যেক ছবি পিছু তিনি নাকি চার্জ করেন প্রায় ১৮ থেকে ২০ লক্ষ্য টাকা।
ইনিও আরেক জনপ্রিয় নায়িকা। টলিউডের জনপ্রিয় নায়ক জিৎ এবং দেব এর বিপরীতে তার বেশ কিছু সুপারহিট ছবি আমরা দেখেছি। এই বিভিন্ন চরিত্রে পরিশ্রমের জন্য তার পারিশ্রমিক ১৪ লক্ষ্য টাকা।
ইনিও টলিউডের নতুন মুখই বলা যায়। তবে ইতিমধ্যেই বেশ কিছু ছবি করে ফেলেছেন এবং সাফল্যও পেয়েছেন যথেষ্ট। রাজ চক্রবর্তীর পরিচালনায় ‘পারবনা আমি ছাড়তে তোকে’ ছবি দিয়ে শুরু করেন ক্যারিয়ার। প্রথম ছবিতেই বেশ জনপ্রিয় হয়ে ওঠেন। তারপর একের পর এক ছবিতে পেয়েছেন সাফল্য। শোনা যায় প্রত্যেক ছবিতে তিনি পারিশ্রমিক হিসাবে নিয়ে থাকেন প্রায় ১৪ লক্ষ্য টাকা।
ওপরে দেওয়া প্রত্যেকটি তথ্যই প্রচলিত তথ্যের ওপর ভিত্তি করে একটি আনুমানিক পরিমাণ দেওয়া। এক্ষেত্রে আউটডর শুটিং থাকলে সবাই আরেকটু বেশি চার্জ করেন। এদের মধ্যে আপনার প্রিয় কে জানাতে ভুলবেন না। আর এরকমই টলিউডের টপ সিক্রেট খবর জানতে চোখ রাখুন আমাদের পেজে।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…