ট্রান্সপারেন্ট শাড়ি মানেই সিনেমায় বৃষ্টি ভেজা রোম্যান্টিক গানের সিন শুধু আর নয়। ফ্যাশান দুনিয়ার নতুন ট্রেন্ড এই ট্রান্সপারেন্ট শাড়ি। আর হালফিলের ফ্যাশান মানেই নায়িকারা তার রোল মডেল।
ট্রান্সপারেন্ট শাড়ি ট্রাই করার আগে দেখে নিন টলি বলি নায়িকাদের এই শাড়ি লুক। তারপর পছন্দের নায়িকার মত আপনিও সেজে উঠুন ট্রান্সপারেন্ট শাড়ির ঝলকে।
বাংলাদেশ ও বাংলা সিনেমায় দক্ষতার সাথে অভিনয়ের পাশাপাশি জয়া আহসান নিজের স্টাইল স্টেটমেন্ট সুন্দর করে তুলে ধরেছেন ট্রান্সপারেন্ট শাড়িতে।
প্রথম থেকেই অভিনেত্রী কোয়েল মল্লিক জনপ্রিয় তাঁর কিউটনেসের জন্য। ট্রান্সপারেন্ট শাড়িতে তাঁর সেই কিউটনেস বজায় রয়েছে।
ট্রান্সপারেন্ট শাড়িতে কাঙ্গনা আরও বেশি সুন্দর, একেবারে রানির মত দেখাচ্ছেন।
হিন্দি সিনেমায় এখনকার সবচেয়ে স্টাইলিশ নায়িকা সোনাম কাপুর। তাই ট্রান্সপারেন্ট শাড়িতেও তিনি নিয়ে এসেছেন আলাদা ঝলক।
বেগমজান করিনার সৌন্দর্য আর স্টাইল নিয়ে আলাদা করে কি আর লিখবো। ট্রান্সপারেন্ট শাড়ির শোভা তিনিই দ্বিগুণ করে তুলেছেন এই ছবিতে।
রাজরানি বলতে যা বোঝায় একেবারে তাই দেখতে লাগচ্ছে অনুষ্কাকে। একেবারে রয়াল লুক।
দীপিকার ডিভা লুকের জন্য যেন আরও বেশি করে তাঁকে ভালো লাগে সবার। এখানেও তা তিনি বজায় রেখেছেন সিম্পলিসিটির সাথে। এক কথায় অপূর্ব।
হালফিলে বাদশার ‘গেন্দা ফুল’ মিউজিক অ্যালবামে জ্যাকলিন আরেকবার প্রমাণ করেছেন তাঁর জলিনেস। আর তা ট্রান্সপারেন্ট শাড়িতেও ১০০% বজায় রেখেছেন।
আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…
পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…
আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…
বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…
ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…
প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…
View Comments
Good