Most-Popular

ত্বকের যত্ন নেওয়ার ঘরোয়া টিপস পর্ব-২

আগের দিন ‘ত্বকের যত্ন নেওয়ার ঘরোয়া টিপস পর্ব-১‘ লেখায় কয়েকটা সহজ ঘরোয়া উপায় আপনাদের সাথে শেয়ার করেছি। আজ আরও কিছু টিপস শেয়ার করছি, এই গরমে ত্বকের যত্ন নিতে।

স্কিনকে হেলদি ও গ্লোয়িং রাখতে খুব সহজ কয়েকটা বিষয় খেয়াল রাখুন। দেখবেন আর কোন সমস্যাই থাকছে না।

১.  প্রতিদিন ভিটামিন সি খেতে পারলে খুব ভালো। এরজন্য প্রতিদিন কমলালেবু বা মুসুম্বি লেবু খেতে পারেন। না হলে প্রতিদিন দিন সকালে, একগ্লাস জলে একটু পাতিলেবুর রস ও হাফ চামচ মধু মিশিয়ে খান।

২.  স্কিনকে টাইট ও ব্রাইট রাখতে প্রতিদিন ভিটামিন এ খেতে পারলে খুব ভালো হয়। এরজন্য প্রতিদিন ডায়েটে ডিমের কুসুম, কম ফ্যাটযুক্ত দুধ, সামুদ্রিক মাছ এগুলো রাখুন। এছাড়াও গাজর, তরমুজ, পাকা পেঁপে এগুলো বেশী করে খেতে পারেন। এগুলোর রঙ বা বিটা ক্যারোটিন খুব উপকারী।

৩.  ক্ষতিকর সূর্যরশ্মি থেকে স্কিনকে অবশ্যই বাঁচিয়ে রাখুন। এরজন্য বাইরে যাওয়ার ১৫ থেকে ২০ মিনিট আগে সানস্ক্রিন। আর রোদ বেশী থাকলে, সানস্ক্রিনের সাথে ছাতা, সানগ্লাস ব্যবহার করুণ।

৪.  শুধু মুখ ফর্সা হলেই তো হবে না, তার সাথে পুরো বডিই ফর্সা হতে হবে। এরজন্যই মুখের মত পুরো বডিও সপ্তাহে একদিন স্ক্রাবিং করা দরকার। এরজন্য যেকোনো ন্যাচারাল স্ক্রাব বা বাড়িতেও স্ক্রাব বানিয়ে নিতে পারেন। চিনি ও মধু মিশিয়ে বডি স্ক্রাবিং করতে পারেন ৩ থেকে ৫ মিনিট।

৫.  যদি প্রতিদিন তেমন কোন দৌড়ঝাপের কাজ না করেন, তাহলে প্রতিদিন এক্সারসাইজ করুণ। আর জল বেশী করে খান।

অ্যান্টি এজিং টিপস

বয়স বাড়ার সাথে সাথে স্কিনের বয়সও বাড়ে । স্কিনের বয়সকে তো বাড়তে দেওয়া চলবে না, স্কিনের বয়সকে ধরে রাখতে বেসিক কিছু টিপস বা বিষয় মাথায় রাখবেন। যেমন হেলদি ডায়েট মেনে চলা। শরীরকে ফিট রাখা। বিভিন্ন বদভ্যাস যেমন ধূমপান, মদ্যপান বন্ধ রাখা।

ঋতু পরিবর্তনের সাথে কীভাবে নেবেন স্কিনের যত্ন

অয়েলি স্কিন

অয়েলি স্কিনের মানেই যে ময়েশ্চারাইজার লাগবে না, সেটা নয়। স্কিনে অতিরিক্ত তেল উৎপাদন হচ্ছে বলেই যে, স্কিন নারিশ হচ্ছে ময়েশ্চারাইজড হচ্ছে সেটা নয়। অয়েলি স্কিনকেও সারাবছর ময়েশ্চারাইজড রাখা দরকার। শীতে এই স্কিন একটু ড্রাই হয়ে যায়। এই সময় অবশ্যই রোজ ময়েশ্চারাইজার। অয়েলি স্কিনের জন্য জেল বেশ ময়েশ্চারাইজার ভালো।

আর গরমকালে তো তেলতেলে ভাব আরও বেড়ে যায়। অয়েলি হবার কারনে ময়লাও বেশী আটকে যায় স্কিনে। তাই গরমকালে স্কিন পরিষ্কার রাখুন। এবং তার পর অবশ্যই টোনিং। এর ফলে স্কিনে অতিরিক্ত তেল ময়লা জমে থাকতে পারবে না।

ড্রাই স্কিন

ড্রাই স্কিনে ময়েশ্চারাইজার একটা গুরুত্বপূর্ণ বিষয়। শীতে তো অবশ্যই দিনে দু তিনবার ময়েশ্চারাইজার। আর গরমেও রোজ ময়েশ্চারাইজার মাখবেন।

কম্বিনেশন স্কিন

কম্বিনেশন স্কিনে ড্রাই ও অয়েলি দুধরণের স্কিনের সমস্যাই দেখা যায়। তাই স্কিন পরিষ্কার রাখুন। টোনিং করুণ। এবং ময়েশ্চারাইজার তো লাগবেই। এবং সপ্তাহে এক বা দুদিন স্ক্রাবিং। এটা সব স্কিন টোনের জন্যই প্রযোজ্য।

বাড়িতে তৈরি করে নিতে পারেন স্ক্রাব

উপকরণ
কয়েক টুকরো পাকা পেঁপে, ২চামচ ওটমিল ও ১চামচ চিনি

পদ্ধতি

পেঁপে আগে পেস্ট করে নিন। এবার এতে ওটমিল গুড়ো ও চিনি মেশান। ভালো করে সব উপকরণ গুলো মেশান। এবার এই ঘন পেস্টটা মুখে লাগান। হালকা হাতে কয়েক মিনিট ম্যাসাজ করুণ। তারপর কিছুক্ষণ রেখে দিন। প্যাকটা একটু শুকিয়ে এলে, মুখ ধুয়ে নিন। এটা সপ্তাহে এক বা দুদিন স্ক্রাবিং করতে পারেন। এটা সব স্কিন টোনেই ব্যবহার করা যাবে।

এই ঘরোয়া স্ক্রাব তো রইলই, সাথে বাড়িতে বিভিন্ন ফলের ফেসপ্যাক বানিয়ে সপ্তাহে একদিন করে লাগাতে পারেন। যাতে স্কিন থাকবে হাইড্রেটেড, গ্লোয়িং।

 

সুস্মিতা দাস ঘোষ

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago