ধর্ম ও সংস্কৃতি

আজকের রাশিফলঃ ১৭ই সেপ্টেম্বর ২০২০

আজ মহালয়া। মহালয়ার পুণ্যলগ্নে আমরা নিয়ে এলাম আপনাদের জন্য রাশিফল প্রত্যেক রাশির জন্য। আজকের দিন আপনার কেমন যেতে পারে তার একটা সার্বিক ধারণা দেব আমরা এই রাশিফলের মাধ্যমে।

আশা রাখব, এই রাশিফল ধরে এগোলে আপনার আজকের দিন খুবই শুভ হবে। আপনি অনেক ভাল থাকবেন। আর আপনাদের ভালর জন্যই তো আমাদের এই নতুন প্রয়াস। দেখে নিন মহালয়ার এই দিন, বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর আপনার কেমন যাবে।

মেষ রাশিঃ

  • শুরুতেই আসি কর্মের জায়গায়। এই জায়গাটা মোটামুটি থাকবে। খুব একটা শুভ বলতে পারছি না। ব্যাবসা করলে আজকের দিন খুব একটা অনুকূল নয়। আর্থিক স্থান নিয়ে চিন্তা কিন্তু আজ থাকবে।
  • আপনার নিজের শরীর খুব একটা যে খারাপ হবে তা নয়। কিন্তু খুব এনার্জি পাবেন তাও আবার নয়। তবে গুরুজন নিয়ে ভোগান্তি থাকলে তা খানিক কমবে। গুরুজনের শরীরে উন্নতি আসতে পারে। সঙ্গে সন্তানের শরীরের দিকে খেয়াল রাখবেন।
  • পড়াশোনা যারা করেন তাঁদের জন্য আজকের দিন শুভ।
  • সকাল ৭.৫৪ থেকে সকাল ৯.১০ পর্যন্ত আপনার শুভ সময় চলবে। তর্পণ করলে এই সময়ে করুন।
  • শুভ রঙ হবে নীল।

বৃষ রাশিঃ

  • কর্মক্ষেত্রে আজ শুভ ফল পাবেন। নতুন কিছু কাজের সুযোগ আসতে পারে। আর্থিক দিক আজকের জন্য কিন্তু খুব ভালো।
  • নতুন ঝুঁকি নিন, নতুন কিছু ভাবুন কাজের ক্ষেত্রে। ভালো যোগাযোগ আসতে পারে যা আপনাকে লাভ দেবে।
  • তবে পরিবারের দিক থেকে কিছু সমস্যা আসতে পারে। পরিবারের লোকের সঙ্গে ঝামেলায় না যাওয়াই ভালো।
  • প্রেমের সম্পর্কে সমস্যা আসতে পারে।
  • পড়াশোনা যারা করেন মোটামুটি চলবে।
  • শুভ সময় সকাল ৮.১৫ মিনিট থেকে ১০.২৬ পর্যন্ত।
  • শুভ রঙ হলুদ।

মিথুন রাশিঃ

  • কাজের জায়গা নিয়ে আজ মানসিক চাপ আসতে পারে। সাফল্য খুব একটা আজ নাও আসতে পারে। তাই বুঝে আজকের দিন কাজের সিদ্ধান্ত নিন।
  • স্বামি-স্ত্রী সম্পর্ক মোটের ওপর ভালো থাকবে আজ। ছোট বিষয় নিয়ে গুরুজনের সঙ্গে ঝামেলা হতে পারে। তবে আপনি খুব একটা ঝামেলায় যাবেন না। সন্তান নিয়ে খানিক চিন্তায় থাকবেন।
  • পড়াশোনা যারা করেন তাঁদের কিন্তু ভালো হবে।
  • শুভ সময় সকাল ৮.০৫ মিনিট থেকে সকাল ১০.১৫ খুব ভালো।
  • শুভ রঙ হলুদ আর হলুদের নানা শেড।

কর্কট রাশিঃ

  • শুভ কর্ম নিয়ে ভালো কিছু হতে পারে। অনেক দিনের আর্থিক চাপ কমতে শুরু হতে পারে। তবে ব্যাবসায়ীদের ক্ষেত্রে ভালো থাকবে না। কাজ নিয়ে ঝুঁকি নেওয়া ঠিক হবে না।
  • শরীর নিয়ে খানিক ভুগতে হতে পারে। সন্তানের পড়াশোনায় মন না দেওয়ার দিকে ইঙ্গিত রয়েছে।
  • প্রেমজ সম্পরক বা স্বামী-স্ত্রীর সম্পর্কের দিকে নজর দিন আজ।
  • সময় সকাল ৭.২০ থেকে ৯.৫৫ মিনিট পর্যন্ত।
  • যে কোনও হাল্কা রঙ আজ আপনার জন্য ভালো।

সিংহ রাশিঃ

  • ব্যয় বাড়বে আজ। তবে যোগাযোগ ভালো আসবে। শুভ ফল আসতে পারে। মনের দিক থেকে শক্তি বাড়ান।
  • দাম্পত্য সম্পর্ক ভালো হবে। শত্রুতার জন্য খারাপ কিছু হতে পারে। সন্তানের পড়াশোনার জন্য নজর দিন আজ।
  • কোনও ছোট চোট কিন্তু লাগার সম্ভাবনা আসছে আজ।
  • শুভ সময় সকাল ৮.১০ থেকে ৯.৪৪ পর্যন্ত।
  • শুভ রঙ হাল্কা আপনাদের জন্যও। ডিপ রঙ ব্যবহার করবেন না।

কন্যা রাশিঃ

  • কাজের ক্ষেত্রে অকারণ চাপ আসতে পারে। সাফল্য আজ আসতে চাইবে না।
  • শরীরের দিক, গুরুজনের শরীরের দিক ভালো হতে পারে।
  • প্রেমের সম্পর্ক, দাম্পত্য ভালো হতে পারে। বন্ধুত্ব থেকে শত্রুতা আসতে পারে।
  • সন্তানের কিছু নিয়ে চিন্তা কিন্তু থেকে যাচ্ছে।
  • মানসিক অশান্তি দূরে রাখুন।
  • শুভ সময় সকাল ৯.১০ থেকে ১০.২৪।
  • শুভ রঙ হলুদ।

তুলা রাশিঃ

  • শুভ অনেক কাজ করুন আজ। মনের জোর বাড়িয়ে আজ কাজ করুন। আপনি আজ কাজের ক্ষেত্রে জিতবেন। সাফল্য আসবে আজ।
  • প্রেম থেকে কষ্ট পেতে পারেন। পারিবারিক শান্তি বজায় থাকবে।
  • পড়াশোনা করলে আজকের দিন ভালো ফল দিতে পারে।
  • শুভ সময়ে তর্পণ করুন। মাথা ঠাণ্ডা রেখে কাজ করুন।
  • সময় সকাল ৮.০৫ থেকে ৯.৫৪ পর্যন্ত।
  • শুভ রঙ আজ হাল্কা লাল বা কমলা।

বৃশ্চিক রাশিঃ

  • কাজের ক্ষেত্রে চাপ থাকবে। মনের ক্ষেত্রে অশান্তি আসবে। আর্থিক দিক খুব ভালো দেখছি না। মনের বিশ্বাস রাখুন।
  • প্রেমজ সম্পর্ক ভাল কিন্তু পারিবারিক দিকে অশান্তি আসবে।
  • অর্থ ব্যয় করার ক্ষেত্রে বুঝে করুন।
  • সন্তানের পড়া ভালো হবে।
  • চোট, আঘাত থেকে সাবধান থাকুন।
  • শুভ সময় সকাল ৭.২৭ থেকে ৯.১৮ মিনিট।
  • শুভ রঙ কমলা, হলুদ। নীল বাদ দিন।

ধনু রাশিঃ

  • শরীর কাল ভোগাবে। গুরুজনের শরীর ভালো হবে। পারিবারিক শান্তি থাকবে।
  • পার্টনারের মন বুঝে চলুন।
  • ব্যাবসার ক্ষেত্রে বেশি নজর দিন। আর্থিক চাপ বজায় থাকবে।
  • বিশেষ ঝুঁকি কাল নেবেন না। হতাশা আজ যেন না আসে।
  • মনকে নিজের বশে রাখুন আজ। এগিয়ে যাবেনই আপনি।
  • শুভ সময় সকাল ৮.১০ থেকে ৯.৪৮।
  • শুভ রঙ যে কোনও হাল্কা রঙ।

মকর রাশিঃ

  • পারিবারিক উন্নতি, শারীরিক উন্নতি, গুরুজনের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে চলেছে।
  • আর্থিক দিক খানিক চাপের।
  • মুখের কথায় নজর দিন। ভাল মানুষদের সঙ্গে যোগাযোগ হতে পারে।
  • মানসিক ভাবে দুর্বলতা দেখাবেন না। এনার্জি রাখুন।
  • পড়াশোনা ভালো হবে।
  • বন্ধু থেকে শত্রুতা আসতে পারে।
  • ব্যয় নিয়ন্ত্রণ করুন।
  • শুভ সময় সকাল ৭.২৪ থেকে ৯.১০।
  • শুভ রঙ আজ হলুদ।

কুম্ভ রাশিঃ

  • কাজের জায়গায়, মূলত ব্যাবসা ভালো হবে। ঝুঁকি নিয়ে কাজ করুন।
  • দাম্পত্য সমস্যা আসতে পারে।
  • সন্তান সুখ অবশ্যই আসবে। মাথা ঠাণ্ডা রাখুন।
  • বুঝে কাজ করুন। চিন্তা করুন আজ অনেক।
  • হতাশা ত্যাগ করুন। কোনও মত বিরোধে যাবেন না।
  • শুভ সময় সকাল ৮.০৫ থেকে ১০.২০।
  • শুভ রঙ হলুদ, সবুজ।

মীন রাশিঃ

  • শুভ আর্থিক চাপ থাকবে। কাজের জায়গা মোটের ওপর শুভ থাকবে। ব্যাবসায় উন্নতি আসবে।
  • পারিবারিক সাপোর্ট আজ নাও পেতে পারেন।
  • চোট লাগতে পারে ছোটখাটো।
  • ভালো মানুষের সঙ্গে যোগাযোগ হবে। ভালো মানুষের সঙ্গে পরামর্শ করুন।
  • নতুন চেষ্টা অবশ্যই করুন কিন্তু বেশি ঝুঁকি না নিয়ে।
  • ক্যাশ ডিলিংস বেশি বড় টাকার না করাই ভালো।
  • সময় সকাল ৬.৫৫ থেকে ৮.৪৪।
  • শুভ রঙ হলুদ।

আজ মহালয়া। আজকের দিনে দেবী দুর্গাকে সবাই স্মরণ করুন। উনি আজকের সব বিপদ থেকে আপনাদের রক্ষা করবেন।

অভীক সরকার

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago