ধর্ম ও সংস্কৃতি

আজকের রাশিফলঃ ১৮ই সেপ্টেম্বর ২০২০

আজ শুক্রবার। জ্যোতিষ শাস্ত্র বলছে, শুক্র নাকি জাগতিক ভোগের কারক গ্রহ। তা আজ আপনার ভাগ্যে জাগতিক সুখ কতখানি আছে দেখে নিন আজকের রাশিফলে। শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২০ কোন রাশির জাতকের জন্য কী কী নিয়ে অপেক্ষা করছে, আসুন দেখে নেওয়া যাক।

মেষ রাশিঃ

  • মোটামুটি সাধারণ একটি দিন যাবে। খুব বেশি কিছু আশা করবেন না কোনও কিছু নিয়েই। তবে সাবধান হতে হবে শরীর নিয়ে।
  • ব্যাবসায়ীদের জন্য কিন্তু ভাল যেতে পারে আজকের দিন। পারিবারিক আনুকূল্য কিন্তু আজ খুব একটা পাবেন না।
  • পরিবারের লোকের সঙ্গে মনোমালিন্য হতে পারে। মাথা ঠাণ্ডা রেখে চলবেন।
  • যারা কোনও সম্পর্কে নেই তাঁরা নতুন সম্পর্ক নিয়ে ভাবতে পারেন।
  • পড়াশোনা যারা করছেন তাঁদের জন্য অনুকূল দিন আজ।
  • শুভ রঙ- নীল।
  • শুভ সংখ্যা- ২

বৃষ রাশিঃ

  • সরকারী ক্ষেত্রে কর্মরত মানুষেরা নিজেদের যোগ্যতার জন্য সম্মান পাবেন।
  • আজকের দিনে ভাগ্য আপনার সঙ্গ দেবে।
  • ব্যাবসা, বিশেষ করে ফার্মা, মেডিসিন এই সব ক্ষেত্রে যারা আছেন তাঁদের জন্য বেশ ভাল।
  • শরীরের উন্নতি হবে।
  • প্রেমের সম্পর্ক, দাম্পত্য সম্পর্ক ভাল থাকছে।
  • পড়াশোনার দিক খুব ভাল থাকছে না।
  • শুভ রঙ- সাদা ।
  • শুভ সংখ্যা- ৭

মিথুন রাশিঃ

  • বড়দের সঙ্গে পরামর্শ করে আজ যে কোনও সিদ্ধান্ত নিন। পরিশ্রম কিছু বেশি হবে আজ, তবে সাফল্যও কিন্তু আসবে।
  • কোনও ভাল মানুষের সঙ্গে যোগাযোগ হতে পারে।
  • নতুন কোনও কাজ শুরু করবেন না রিস্ক নিয়ে।
  • কোর্টের ক্ষেত্রে কোনও সমস্যায় থাকলে তা সমাধানের ইঙ্গিত পাবেন।
  • পরিবারের সঙ্গে বন্ডিং ভাল থাকবে।
  • প্রেম থেকে কষ্ট আসতে পারে।
  • শুভ রঙ- হাল্কা সবুজ।
  • শুভ সংখ্যা- ৪

কর্কট রাশিঃ

  • আর্থিক দিক থেকে আজকের দিন শুভ। ব্যাবসা যারা করছেন তাঁদের কিছু লাভ হতে পারে।
  • মানসিক শান্তি আজ বজায় থাকবে।
  • চাকরি যারা করছেন তাঁদের প্রমোশনের দিক থেকে কিছু ভাল হতে পারে আজ।
  • দাম্পত্য সম্পর্ক নিয়ে খেয়াল রাখুন।
  • সন্তানের পড়াশোনা ভাল হবে।
  • শুভ রঙ- পার্পল বা বেগুনি ঘেঁষা কালার।
  • শুভ সংখ্যা- ৪

সিংহ রাশিঃ

  • দুপুরের পর আজ ভাল কিছুর সম্ভাবনা আছে।
  • ভাগ্য আজ আপনার সাথে আছে। তাই ভাল কোনও কাজ যা অনেক দিন ধরে করতে চাইছেন তা করতে পারেন।
  • কিন্তু কিছু শারীরিক আঘাত, চোট এইসবের দিকে নজর দিন।
  • পরিবারের মানুষদের স্বাস্থ্য নিয়ে চিন্তা থাকবে।
  • পড়াশোনা করলে মনোযোগ দিন বেশি করে।
  • কাজে আত্মবিশ্বাসী হন, ওভার কনফিডেন্ট নয়।
  • শুভ রঙ- সবুজের কাছাকাছি।
  • শুভ সংখ্যা- ৯  

কন্যা রাশিঃ

  • কাজের জায়গায় শত্রুতা বাড়তে পারে।
  • কলিগদের সঙ্গে বুঝে ডিল করুন।
  • বাড়তি চিন্তা করবেন না।
  • নিজের আর গুরুজনের শরীর ভাল থাকবে।
  • প্রেমের সম্পর্কে সু-সম্পর্ক থাকবে।
  • সন্তানদের নিয়ে চিন্তা কমবে।
  • অর্থ নিয়ে অল্প চাপ থাকছে আজ।
  • শুভ রঙ- নীল, সাদা।
  • শুভ সংখ্যা- ৬

তুলা রাশিঃ

  • পারিবারিক বিবাদের যোগ আছে। দাম্পত্যে খেয়াল রাখুন।
  • নিজের কথা, বুদ্ধি শুনে কাজ করুন। মাথা ঠাণ্ডা রাখুন। অন্যের কথায় আসবেন না আজ।
  • মন দিয়ে আজ কাজ করুন। সাফল্য পাবেনই।
  • ব্যাবসায়ীরা একটু বুঝে কাজ করুন।
  • বন্ধুর থেকে সাবধান।
  • শুভ রঙ- যে কোনও হাল্কা রঙ। লাল বাদ দিন।
  • শুভ সংখ্যা- ৭

বৃশ্চিক রাশিঃ

  • বাধা কিছু বেশি আসবে। তাই মানসিক অশান্তিও থাকবে।
  • মনের জোর রেখে চললে কার্যসিদ্ধি হবে। কিছু ইনভেস্ট করতে চাইলে করুন।
  • পড়ায় সাফল্য আসবে।
  • প্রেমের ক্ষেত্রে আনন্দের দিন হয়ে উঠতে পারে।
  • শারীরিক দিক মোটামুটি।
  • হিসেব করে ব্যয় করুন ব্যাবসায়ীরা।
  • শুভ রঙ- সাদা বা হাল্কা হলুদ।
  • শুভ সংখ্যা- ২

ধনু রাশিঃ

  • গুরুজনদের সঙ্গে কিন্তু মনোমালিন্য বেশি করবেন না। কাজের ক্ষেত্র ভালই।
  • পার্টনারের শরীরের দিকে নজর দিন। ঝুঁকি কিন্তু বুদ্ধি করে নেবেন।
  • দাম্পত্য, প্রেম ভাল থাকছে।
  • মেধার দাম আজ নাও পেতে পারেন।
  • শুভ রঙ- নীল বাদ দিন। বাকি সব রঙ ভাল।
  • শুভ সংখ্যা- ৯

মকর রাশিঃ

  • প্ল্যান করে আজ কাজ করুন। কলিগদের দ্বারা বেশি প্রভাবিত হবেন না।
  • দাম্পত্য ভাল হলেও প্রেম কষ্ট দেবে।
  • ভাইয়ের সঙ্গে বিবাদ হতে পারে।
  • নতুন চেষ্টা সাফল্য দেবে।
  • পড়াশোনার জায়গা নিয়ে খেয়াল রাখুন।
  • গুরুজনের শরীরের দিকে নজর দিন। ব্যাবসায়ীরা ভাল ফল পাবেন।
  • শুভ রঙ- যে কোনও গাঢ় রঙ, লাল বাদে।
  • শুভ সংখ্যা- ৫

কুম্ভ রাশিঃ

  • কাজে শত্রুতা, প্রতিযোগিতা একটু চাপে ফেলবে।
  • শরীর ভোগাতে পারে।
  • প্রেম আপনাদের আজ ভাল হবে।
  • আর্থিক চাপ একটু থাকবে।
  • পড়াশোনা ভাল হবে।
  • কমবয়সীদের সঙ্গে ঝামেলায় জড়াবেন না।
  • বিচক্ষণতা আপনাকে আজ জেতাবে।
  • শুভ রঙ- সবুজ, সাদা।
  • শুভ সংখ্যা- ৮  

মীন রাশিঃ

  • বেহিসাবি হয়ে খরচ আজ নয়। বুঝে খরচ করুন।
  • পরিবারের সঙ্গে বিবাদে জড়াবেন না। পরিবার খুব একটা আজ সঙ্গ দেবে না।
  • চাকরি বা ব্যাবসা দুই দিকই ভাল।
  • মনের জোর রেখে পড়াশোনা করুন।
  • প্রেম, দাম্পত্য মোটামুটি।
  • নতুন সিদ্ধান্ত বুঝে নিন।
  • শরীরের দিকে নজর দিতে হবে। 
  • শুভ রঙ- হলুদ, লাল।
  • শুভ সংখ্যা- ৯  

এই দিকগুলো খানিক মাথায় রেখে কাজ করুন। কিন্তু সবচেয়ে বেশি বিশ্বাস রাখুন নিজের কাজের ওপর আর নিজের ওপর।

অভীক সরকার

Recent Posts

মুখের রোমকূপ বা পোরস ঢাকার মেকাপ টিপস

আপনার মুখের রোমকূপ বা পোরসগুলি কি খুবই বড় বড়? আপনি টেকনিক্যালি এইসমস্ত পোর্স ছোট করতে…

2 বছর ago

থুঁতনির জেদি ব্ল্যাকহেডস তোলার ৬টি উপায়

পরিষ্কার নিটোল মুখ, অথচ থুঁতনিতে কালো কালো ব্ল্যাকহেডস! কেমন লাগে বলুন তো! সৌন্দর্যটাই নষ্ট হয়ে…

2 বছর ago

মেয়েরা বিয়ের কথা শুনে লজ্জায় যে ১০টি জিনিস অজান্তেই করে

আগেকার দিনে বলা হত, লজ্জা নাকি নারীর ভূষণ। না, আজকের দিনে আমরা ওইসব কথা বলব…

2 বছর ago

ঘরের দেওয়ালে নোনা ধরছে? দূর করুন ঘরোয়া কৌশলে

বাড়ির দেয়ালে রকমারী রঙের ছ্বটা অনেকেরই সাধ ও শখের পরিচয় বহন করে। কিন্তু কিছু বছর…

2 বছর ago

ময়েশ্চারাইজার কেন এত উপকারি ত্বকের যত্ন নিতে? ব্যবহারের সঠিক নিয়ম।

ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত এই কথাটা আমরা সবাই জানি কম বেশি। কিন্তু কেন? কি উপকার…

2 বছর ago

নারকেল তেল দিয়ে ত্বকের যত্ন! উজ্জ্বল, চকচকে ত্বকের গোপন রহস্য!

প্রাচীনকালে যখন রূপচর্চার এত উপকরণ হাতের কাছে ছিল না, সেই সময় থেকেই রূপচর্চার অন্যতম উপকরণ…

2 বছর ago